ফ্রিতে খুলে নিন নিজের ওয়েবসাইট বা ব্লগ (.com) এবং আয় করুন ওয়েবসাইট থেকে 🇧🇩

সকলকে ঈদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। আমি অনেক আগে একটি ব্লগ টিউন করেছিলাম, যেখানে আপনারা আপনাদের ওয়েবসাইটে ফ্রিতে ভিউয়ার্স পেতে পারবেন। ব্লগের লিঙ্কঃ

নিয়ে নিন ওয়েবসাইটের রিয়েল ভিসিটরস (Fully Proved)

আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে .tk ডোমেইন (পরবর্তীতে .com করতে পারবেন) ব্যবহার করে নিজেদের ওয়েবসাইট ফ্রিতে খোলা যায়। সাথে থাকুন। 🙂

প্রথমের আপনাকে একটি ডোমেইন নির্ধারণ করতে হবে। ডোমেইন সর্বদা নিজের ওয়েবসাইটের সাথে সামঞ্জস্যপূর্ণ রাখতে হয়। তাতে গুগলে আপনার ওয়েবসাইটটি প্রদর্শন হয়।

ডোমেইন নির্ধারণ করতে প্রথমেই আপনি এই ওয়েবসাইটটিতে প্রবেশ করুন।

এখান থেকে আপনি আপনার কাঙ্খিত ডোমেইনটি বাছাই করতে পারেন। তবে প্রথমে আমি .tk ডোমেইন ব্যবহার করতে পরামর্শ দিব কারণ এটি সম্পূর্ণ ফ্রিতে। ডোমেইন ব্যবহারযোগ্য হলে চেক আউট করে নিবেন।

কাজটি এই পর্যন্ত রেখে পাশে একটি নত্নু ট্যাব ওপেন করুন। ট্যাবটি থেকে আপনি এই ওয়েবসাইটে প্রবেশ করুনঃ 000webhost। আসলে এটি একটি ফ্রি এবং পেইড হোস্টিং-ডোমেইন সাইট। যেখান অনেক ফিচার রয়েছে যা আপনাকে আকৃষ্ট করবে। নিচে এর কিছু সুবিধা দেওয়া হলঃ

আসলে আপনি যদি একটি নিজস্ব পোর্টফলিও বা ব্লগ বা সাধারণ ওয়েবসাইট তৈরি করতে চান তবে এই হোস্টিং-এর বিকল্প নেই। আপনি উপরের দেওয়া লিঙ্কে প্রবেশ করলে আপনাকে সাইন-আপ করতে বলবে। সাইন-আপ শেষে আপনি ই-মেইল ভেরিফিকেশন করলেই কাজ প্রায় শেষ।

এবারে ইচ্ছা আপনার যে আপনি কিভাবে আপনার ওয়েবসাইট সাজাবেন। তবে খেয়াল করবেন ইতিমধ্যেই আপনাকে একটি মেইল করা হয়েছে যেখানে Nameservers এবং IP Adress পাঠানো হয়েছে যা আপনি আগের ট্যাবে এ গিয়ে যোগ করবেন এবং ডোমেইনটি 000webhost-এ ব্যবহার উপযোগী হয়ে গেল। আপনি এখন আপনার মন মত ওয়েবসাইট সাজাতে পারবেন। তবে প্রথমে আপনাকে 000webhost-এর সাব-ডোমেইন ব্যবহার করতে বলবে। চিন্তা করবেন না। আপনার ওয়েবসাইট ঠিক করা হয়ে গেলে আপনি দেখুন উপরে Set Web Addres লেখা একটি বাটন আছে। ক্লিক করলেই আপনি নিচে দেখতে পাবেন Add Domain। সেখান থেকে আপনার নিজের ডোমেইনটি Add করে নিন।

এবার আসি হীরার অফারে। কিভাবে .com ডোমেইন ফ্রিতে পাবেন। এর জন্য আপনাকে কষ্ট করতে হবে। প্রথমত, আপনাকে আপনার ওয়েবসাইটে মাসে কমপক্ষে ১০০+ ভিউয়ার্স দেখতে হবে। এরপর আপনি 000webhost-এ একটি অপশন পাবেন Earn Money। যেখানে সাইন-আপ করলে আপনি বিভিন্ন উপায়ে টাকা আয়ের এবং ফ্রি থেকে পেইড ডোমেইন ও হোস্টিং পাওয়ার বিষয় জানতে পারবেন। আসলে এখানে অ্যাফিলিয়েট মার্কেটিং-এর মাধ্যমে আয় করা যায়। কিন্তু এই হোস্টিং দ্বারা তৈরি ওয়েবসাইটে নিজেদের কোন অ্যাড তারা প্রদর্শন করে না। আর একটি কথা এই হোস্টিং সাইট SEO Friendly. আমার একটি সাইট আছে, ব্লগ সাইট। যা গুগলে প্রথম পেজে প্রদর্শন করে। আপনিও ট্রাই করতে পারেন। Search করুন Bipul Hf লিখে।

সবশেষে আমি ৬-৭ মাস যাবৎ হোস্টিং ব্যবহার করছি। কোন সমস্যা হচ্ছে না। তাই আপনাদের সাথে লেখাটি শেয়ার করলাম।

শেষ কথা

ভালো থাকবেন। ভালো লাগলে শেয়ার করবেন, টিউমেন্ট করবেন কোন বিষয়টি উন্নত করা দরকার। আর বেশিই ভালো লাগলে প্রিয়তে রাখবেন। ধন্যবাদ সকলকে। জানবেন, জানাবেন।

Level 0

আমি মোঃ শহিদুজ্জামান বিপুল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 13 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Life has a more short time for good working. But everyone should be conscious about this time. I am running behind for finding the perfect time. What would you do? Don't waste this valuable time :)


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস