আপনারা যারা শাওমি ব্যবহার করেন অনেকে শাওমি এর পেইড থিম ব্যবহার করতে চান। কিন্তু পেইড দেখে তা আর হয়ে উঠে না।
চলুন আজকে দেখে আসি কিভাবে আপনারা শাইমি চাইনিজ রোম এ ফ্রিতে পেইড থিম ব্যবহার করবেন।
গ্লোবাল রমে এই পদ্ধতি হবে না। গ্লোবাল রোম এ আপনাকে শাওমি এর ডিজাইনার একাউন্ট খুলতে হবে তাহলে আপনি পেইড থিম টা এপ্লাই করতে পারবেন।
এই মেথড অবশ্যই লিগেল। কারন এখানে আমি পেইড থিম টা ডাউনলোড করে কাস্টমাইজ করব।
STEP 1 :-
প্রথমে Google Play Store থেকে MIUI Theme Editor নামক APP টি ডাউনলোড করুন
STEP 2 :-
এবার আপনার সেট থিকে থিম স্টোর এ যান। এবং আপনার পছন্দ মতো একটি পেইড থিম বাছাই করুন
এবার অই থিম এর নিচে ২ টি অপশন দেখতে পাবেন- Buy এবং TRY NOW
TRY NOW এ প্রেস করুন এবং ডাউনলোড কমপ্লিট হওয়া পর্যন্ত অপেক্ষা করুন
STEP 3 :-
ডাউনলোড শেষ হলে আপনি অফলাইন থিমস এ জেয়ে দেখতে পাবেন আপনার ডাউনলোড করা থিমটি সেখানে আছে।
STEP 4 :-
এবার আপনি যে APP টা ডাউনলোড করেছেন MIUI Theme Editor এটা তে ঢুকুন
Pick A Theme এ প্রেস করলে আপনার সব থিমগুলো দেখতে পাবেন। আপনার ডাউনলোডকৃত পেইড থিম টি সিলেক্ট করুন।
STEP 5 :-
এবার START এ প্রেস করুন
তারপর NEXT
এবার ৬/৭ সেকেন্ড সময় নিবে লোডিন হতে।
লোডিং শেষ হলে আপনি নটিফিকেশন মেসেজ পাবেন
STEP 6 :-
এবার আপনি আপনার থিম স্টোর এ যান তারপর অফলাইন এ যান
দেখবেন আপনি জেই পেইড থিম টি ডাউনলোড করেছিলেন সেইরকম থিম আরো একটা আছে
এবার আপনি অই দুইটার যেকোনো একটায় ঢুকে দেখুন নিচে APPLY বাটন টা আসে কি না। একটা তে না আসলে আরেকটা তে যাবেন। ২ টার একটাতে থাকবেই। এবার APPLY করুন আর ENJOY করুন
আপনি যদি গ্লোবাল রম ইউজার হোন তাহলে এই পদ্ধতিতে আপনি আপনার পেইড থিম ফ্রি করতে পারবেন কিন্তু APPLY করতে পারবেন না। এর জন্য আপনাকে ডিজাইনার একাউন্ট খুলতে হবে।
কোনো সমস্যা হলে আমাকে জানাতে পারেন টিউনমেন্টে
আমার ফেসবুক - https://www.facebook.com/nafisnavd
ধন্যবাদ। সবাই ভালো থাকবেন
PEACE
আমি নাফিস ফুয়াদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
নাফিস ফুয়াদ ভাই, “”ফ্রিতে পেইড থিম ব্যবহার”” না করাই ভালো…।