মাল্টিমিডিয়া :: ডাউনলোড করে নিন VLC মিডিয়া Player লেটেষ্ট ভার্ষন।

নমস্কার প্রানপ্রিয় টেকটিউনস বন্ধুরা সবাই ভাল আছেন তো ? আশা করি সবাই ভাল আছেন। কাজের ফাকে ফাকে অনেক কষ্ট করে টিউন করি। আমি কিছু দিন হয় এই বিশাল টেক জগৎতের সাথে যুক্ত হয়েছি। আজকের আলোচনার বিষয় শিরোনাম দেখেই বুজতে পারছেন। আজ আমি শেয়ার করব সকলের পরিচিত একটি ভাল মানের ভিডিও প্রেয়ার এর নাম হচ্ছে VLC মিডিয়া।

কেন ব্যবহার করবেন VLC মিডিয়া Player

  • এই VLC মিডিয়া প্রেয়ারে সকল ফরমেটের ভিডিও অডিও সাপোর্ট করে।
  • ভিডিও আসে একদম ক্লিয়ার।
  • সাউন্ড আসে একদম ক্লিয়ার।

যে ভাবে ডাউনলোড করবেন

  • ইন্টারনেট কানেক্ট করুন
  • এবং আমার দেয়া এই লিংকে ক্লিকে করে ডাউনলোড করে নিন।
  • নিচের চিত্রের মত আসবে এখান থেকে ডাউনলোডে ক্লিক করুন এবং সেভ করে ইনষ্টল করুন

বন্ধুরা যদি আপনাদের উপকারে আসে তা  হলে আমার টিউন সার্থক হবে। আর আর বেশি কিছু লিখব না। অন্য সময় আরো ভাল কিছু নিয়ে হাজির হব আপনাদের মাঝে। আমার ইউটিউব চ্যানেল সাবক্রাইব করে রাখুন ভাল কিছু টিউটোরিয়াল দিব। ফেসবুকে আমার সাথে যোগাযোগ করতে চাইলে ফেসবুক এ ক্লিক করুন। ধন্যবাদ সবাই ভাল থাকবেন।

মেতে উঠুন প্রযুক্তির সুরে

টেকটিউনস

Level 0

আমি মিলন বাড়ৈ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 124 টি টিউন ও 130 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 17 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।

আমি মিলন , বরিশাল জেলায় আমার জন্ম । প্রযুক্তিকে ভালবাসি, জানতে চাই, জানাতে চাই ।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস