এক টিউনেই English Grammar: Narration (a-z) !!!

আসসালামুআলাইকুম।কেমন আছেন সবাই? ভালো আছেন নিশ্চয়ই। আমিও পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছি। আমার টিউনে এখন আপনাদের জন্য থাকছে “English Grammar: Narration (Details)”। প্রথমে ভালো করে পড়ুন আর প্রয়োজন মনে করলে নিচের থেকে PDF File টি ডাউনলোড করে নিন।

Narration খুঁটিনাটি:

Narration অর্থ হচ্ছে উক্তি।অর্থাৎ এক কথায় বলতে গেলে বলতে হয় কারও কথা। এই Narration দুই প্রকারের হয়। যথাঃ Direct Narration (প্রত্যক্ষ উক্তি) and Indirect Narration (পরক্ষ উক্তি)।বক্তা সরাসরি যেটি বলে সেটি Direct Narration আর যদি কেউ অন্যের কথা নিজে বলে দেয় তাহলে সেটি Indirect Narration.

Narration এর দুটি অংশ থাকে। একটি হচ্ছে Reporting Verb আর অন্যটি Reported Speech.একটি বাক্য দিয়ে তাহলে বিষয়টুকু বোঝাযাক। He says, “I want fresh water”. এখানে He says এই অংশে রয়েছে Reporting Verb আর “I want fresh water” এটি হচ্ছে Reported Speech.

N.B: Narration (Direct to Indirect) করার সময় যদি Reporting Verb, Present Tense এর হয় তাহলে Indirect Speech এ Tense এর কোন পরিবর্তন হয় না। আর যদি Reporting Verb, Past Tense এর হয় তাহলে Indirect Speech এ Tense এর অনুরূপ পরিবর্তন হয়।

Essential Things:

Tense পরিবর্তনের ছকঃ

Direct NarrationIndirect Narration
Present IndefinitePast Indefinite
Present ContinuousPast Continuous
Present PerfectPast Perfect
Present Perfect ContinuousPast Perfect Continuous
Past IndefinitePast Perfect
Past ContinuousPast Perfect Continuous

Word পরিবর্তনের ছকঃ

DirectIndirectDirectIndirect
NowThenTodayThat day
ThisThatTomorrowThe next day
TheseThoseYesterdayThe previous day
HitherThitherTo nightThat night
HereThereLast nightThe previous night
Next weekThe following week

Narration Rules and Examples:

সচরাচর পাঁচ রকম Sentence এ Narration করা হয়। যথাঃ

  • Assertive Sentence
  • Interrogative Sentence
  • Imperative Sentence
  • Optative Sentence
  • Exclamatory Sentence

Narration of Assertive Sentences:

  • এই জাতীয়Sentence  এর Narration করতে হলে said to থাকলে Indirect এ told বসে।
  • says/said থাকলে তাইই বসে।
  • Reporting Verb এবংReported Speech এর মাঝে that যুক্ত করতে হয়।
  • প্রয়োজন অনুসারেSubject/Object এবং Tense এর পরিবর্তন করতে হয়।
  • যদি দুজন লোকের মধ্যে কথোপকথন হয় তাহলেIndirect Speech এ তাদের প্রত্যেকের বেলায় নামের প্রথম অক্ষর বসাতে হয়।

যেমনঃ

Dir          : He says, “I am watching the cricket match.”

Ind          : He says that he is watching the cricket match.

Dir          : Rahim said to Karim, I will help you even in danger.”

Ind          : Rahim told Karim that he(R) would help him(K) even in danger.

N.B: can, will, may etc পরিবর্তিত হয়ে could, would, might etc হয়।

Narration of Interrogative Sentences:

  • এই জাতীয়Sentence  এর Narration করতে হলে says/said থাকলে Indirect এ asks/asked বসে।
  • says/said থাকলে তাইই বসে।
  • Reporting Verb এবংReported Speech এর মাঝে if যুক্ত করতে হয়(যদি auxiliary verb দ্বারা প্রশ্ন শুরু হয় তাহলে)। আর wh word থাকলে if বসে না। wh word ই বসে।
  • প্রয়োজন অনুসারেSubject/Object এবং Tense এর পরিবর্তন করতে হয়।

যেমনঃ

Dir          : He said, “Do you play football?”

Ind          : He asked if I played football.

Dir          : He said, “What are you doing now?”

Ind          : He asked what I was doing then.

Narration of Imperative Sentences:

  • এই জাতীয়Sentence এর Narration করতে গেলে said পরিবর্তিত হয়ে requested, advised,  ordered etc হয়।
  • সম্পূর্ণ বাক্যের দুটি অংশ যুক্ত করতেto ব্যবহৃত হয়।

যেমনঃ

Dir          : He says “Open the door.”

Ind          : He orders to open the door.

Dir:         : He said, “Give me a one taka note.”

Ind          : He requested to give him a one taka note.

Narration of Optative Sentences:

  • এই জাতীয়Sentence এর Narration করতে হলে Indirect Speech এ said এর পরিবর্তে wished, prayed etc বসে।
  • সম্পূর্ণ বাক্যের দুটি অংশ যুক্ত করতেthat ব্যবহৃত হয়।

যেমনঃ

Dir          : He said, “May Allah blesses you.”

Ind          : He prayed that Allah might bless me.

Dir          : He said, “May you be happy.”

Ind          : He wished that I might be happy.

Narration of Exclamatory Sentences:

  • এ জাতীয়Sentence এর Narration করতে হলে Reporting Verb এর said পরিবর্তিত হয়ে exclaimed in joy, exclaimed with sorrow বা exclaimed হয়।
  • সম্পূর্ণ বাক্যের দুটি অংশ যুক্ত করতেthat ব্যবহৃত হয়।

যেমনঃ

Dir          : He said, “What a nice bird it is!”

Ind          : He exclaimed that it was a very nice bird.

Dir          : He said, “Alas! I am undone.”

Ind          : He exclaimed that he was undone.

Download Link: Narration(a-z) PDF Download

আজ আর নয়। দেখা হবে নেক্সট টিউনে। ভালো থাকবেন সবাই।

আল্লাহ্‌ হাফেজ।  

Level 0

আমি bdboy3। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 47 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস