ডাউনলোড করে নিন মনিটর লাইট কন্টোলার আর রক্ষা করুন আপনার চোখ কে ! 1 এম বির একটি সফটয়্যার দিয়ে।

কেমন আছেন সবাই? টেক বন্ধুরা সবাই ভাল আছেন তো। অনেক ব্যবস্ততার মাধ্যেও চেষ্টা করি নতুন টিউন করার। একক্ষনে বুজতে পারছেন যে আজকের বিষয় কি হতে পারে। সবাইকে শুভ কামনা জানিয়ে শুরু করছি আমাার 43 তম টিউন। আজ আমি আপনাদের উপহার দিব দারুন একটি সফটয়্যার।   চলুন শুরু করা যাক।

কেন হয় চোখের সমস্যা

  • আমরা হয়ত ডেক্সটব বা লেপটব কম্পিউটারে সারা রাত বা 60% সময় কম্পিউটার বা ল্যাপটবে কাজ করে থাকি। কেউ হয়ত সানগ্রাস ব্যবহার করি অনেকে সানগ্রাস ব্যবহার করি না।আমরা যারা সানগ্রাস ব্যবহার করি না তাদের চোখের বিভিন্ন সমস্যায় পরতে হয়। এই সমস্যায় যাতে না পরতে হয় সেই জন্যই আমি এই সফটয়্যারটি শেয়ার করলাম।

মনিটর লাইটকন্টোলার f.lux কেন ব্যবহার করবেন ?

  • এই সফটয়্যারের মাধ্যমে নিজের ইচ্ছামত মনিটররের লাইক কন্ট্রোল করতে পারবেন।
  • ইচ্ছা মত লাইট এর কালার পরিবর্তন করতে  পারবেন।
  • এতে আপনার চোখ থাকবে সুরক্ষিত।

কি ভাবে করবেন

প্রথমে এখান থেকে সফটয়্যারটি ডাউনলোড করে নিন। এর পর অন্যন সফটয়্যারের মত ইনষ্টল করুন  এবং ওপেন করুন।বুঝতে অসুবিধা হলে টিউটোরিয়ালটি  সরাসরি এখান থেকে দেখুন।

ফেসুবকে আমাকে পেতে এখানে ক্লিক করুন। আমার চ্যানেলটি যদি ভাল লাগে তা হলে সাবক্রাইব করুন।

ধন্যবাদ সবাই ভাল থাকবেন।

মেতে উঠুন প্রযুক্তির সুরে

টেকটিউনস

Level 0

আমি মিলন বাড়ৈ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 124 টি টিউন ও 130 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 17 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।

আমি মিলন , বরিশাল জেলায় আমার জন্ম । প্রযুক্তিকে ভালবাসি, জানতে চাই, জানাতে চাই ।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস