টেক বন্ধুরা সবাই ভাল আছেন তো ? আশা করি সবাই ভাল আছেন। শিরোনাম দেখে এতখনে বুজতে পারছেন আজকের আলোচনার বিষয়। কাজের ফাকে ফাকে অনেক কষ্ট করে টিউন করি। যদি আপনাদের উপকারে আসে বা কাজে লাগে কিংবা মজা পেয়ে থাকেন তবে আমার কষ্ট সার্থক হবে। যাউহোক কাজের কথায় আসি।
এইট এমন একটি সফটয়্যার যার মাধ্যমে অতি সহজে এক ক্লিকে বলতে দিতে পানের আটনার মাউস পয়েন্টার এবং বিভিন্ন আইকন নিয়ে তৈরী এই সফটয়্যার টি। এক বার হলেও দেখুন অনেক মজার এই ম্যাজিক মাউস। নিচের চিত্র লক্ষ করুন চিত্রের বাম ডোন পাশে কিছু আইকন দেখাযাচ্ছে এখান থেকে যে আই কন টি নিতে চার তার উপর ক্লিক করুন দেখবেন আপনার মাউস পয়েন্টারে যুক্ত হবে। প্রথমে এখান থেকে ডাউনলোড করে নিন। অন্যন সফটয়্যারের মত ইনষ্টল করুন।
চিত্রে প্রদর্শিত বাম পাশে লক্ষ করুন অনেকগুলো অপশন আছে এখানে ক্লিক করার পরে দেখত পানে যে আরো অনেক ষ্টাইলে অনেক পয়েন্টার আছে মজার বিষয় হচ্চে যে প্রত্যেকটা পয়েনটার ই এ্যনিমেশন এর।
আপনাদের সুবিদার্থে আপনাদের জন্য আরো কিছু স্কিন সর্ট দিলাম
বুঝতে অসুবিধা হলে এখান থেকে সরাসরি টিউটোরিয়াল দেখে নিন। আমার YouTube চ্যানেলটি ভাল লাগলে অবশ্যই সাবক্রাইব করুন।
বন্ধুরা যদি টিউনটি ভাল লাগে তা হলে টিউমেন্টে জানাবেন। সবাই ভাল থাকবেন। ফেসবুকে আমাকে পেতে ফেসবুক এ ক্লিক করুন।
মেতে উঠুন প্রযুক্তির সুরে
টেকটিউনস
আমি মিলন বাড়ৈ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 124 টি টিউন ও 130 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 17 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।
আমি মিলন , বরিশাল জেলায় আমার জন্ম । প্রযুক্তিকে ভালবাসি, জানতে চাই, জানাতে চাই ।
চমৎকার টিউন। শেয়ার করার জন্য ধন্যবাদ।