আজ থেকে আমিও ইংল্যান্ড সাপোর্টার

গতকাল বাংলাদেশ জেতার পর বাংলাদেশের মানুষ যেভাবে খুশি হয়েছিল আজ তার থেকেও বেশি খুশি হবে যদি ইংল্যান্ড জেতে। সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে তো এ নিয়ে বেশ তোলপাড় সৃষ্টি হয়েছে বলা যায়। ইংল্যান্ড যদি কোনো YOUTUBE চ্যানেল হত তাহলে আজ একদিনে তাদের সাবস্ক্রাইবার এক লক্ষ পার হত সেটা বলায় যায়। যদি ফেসবুক, টুইটার, লিঙ্কডিন, ইন্সটাগ্রামের মত সামাজিক যোগাযোগ মাধ্যম হত তাহলে তাদের ফলোয়ারও একই রকমভাবে বাড়ত বলে আমি সহ অনেকেই মনে করছে।

আজ হয়ত এমনও দেখা যাবে যে গ্রুপ গুলো শুধুমাত্র বাংলাদেশের স্কোর আপডেট দিত তারা আজ ইংল্যান্ডের স্কোর আপডেট দিচ্ছে। অনেকে তো আবার ইংল্যান্ডকে ভালবেসে কবিতাও বানিয়ে ফেলেছে। যে স্টোকস বাংলাদেশের জন্য বাজে(ব্যবহারের দিক থেকে) একজন খেলোয়াড় বলে বিবেচিত হত তাকেই আজ সকলে বাহবা দিচ্ছে, উৎসাহ দিচ্ছে। যা হয়ত স্টোকস জানলে স্ট্রোক করেই বসত।

এমনি কিছু উদ্ধৃতি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছিঃ

  • ইংল্যান্ড তোমার ভয় নাই
    ফেসবুক ছাড়ি নাই
    ইংল্যান্ডের কিছু হলে
    জ্বলবে আগুন অস্ট্রেলিয়ার ঘরে
    বেন স্টোকসের চরিত্র
    ফুলের মতো পবিত্র
    বাংগালি ইংরেজ ভাই ভাই
    ইংলিশ ফর টুডে তাই-collected
  • ইংল্যান্ডে ৬ লক্ষের মতো বাঙালী বাস করে। সবাই যদি গড়ে ২৫০ এম.এল করে মুতে তাইলে ১.৫ লাখ লিটার মুত একটা স্টেডিয়ামকে ভাসানোর জন্য যথেষ্ট। সবাই যদি এই কামডা কাল করে তো আমাদের আর ঠেকাই কে।
    ইংল্যান্ডের হালাদের বিশ্বাস নাই ম্যাচ দিয়েও দিতে পারে অস্ট্রেলিয়াকে। তাই ইংল্যান্ডে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের দৃষ্টি আকর্ষণ করছি, যত দ্রুত সম্ভব এই খবর সবার মাঝে ছড়িয়ে দিন। পূর্ব প্রস্তুতি হিসেবে বেশি বেশি ডাই-ইউরেটিক্স খাওয়ার পরামর্শ দেয়া যেতে পারে।-collected
  • বেন স্টোকস বিশ্বের সর্বকালের সেরা অলরাউন্ডার। ইংল্যান্ড তোমার ভয় নাই রাজপথ ছাড়ি নাই। ইংল্যান্ড ইজ লাভ। আজ মাঠে থাকবে ১১ জন বৃটিশ, পিছনে থাকবো আমরা ১৬০ মিলিয়ন টাইগার।-collected

অনেকে আবার বৃষ্টির জন্য দোয়া করছেঃ

  • ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়ার খেলা তে, আসুন আমরা সবাই এই এই গান টা গাই, "আল্লাহ মেঘ দে, পানি দে" গানটা গাওয়ার জন্য জন্য অনুরোধ করছি।

অনেকে তো আবার ব্যতিক্রমধর্মী। পুরো ইতিহাসকে টেনে এনেছে এই ক্রিকেটকে ঘিরে।

  • এই সেই ইংল্যান্ড
    যারা আমাদের ভাই
    জানের ভাই,প্রানের ভাই
    সাদা কালো বিভেদ নাই-
    বাঙালী ইংল্যান্ড ভাই ভাই
    ২০০বছর আমদের খাইছোস,পিনছোস। কখনো কোনো দাবী করি নাই। আজ তোরা আমাদের জন্য হলেও খেল ভাই ব্রাদাররা। প্লিজ লাগে অস্ট্রেলিয়ারে হারাই দে। বাটলার আজ তুই আউট হইস না প্লিজ, স্ট্রোক তুই যে ছোটবেলায় মাহমুদুল্লার মেলায় হারিয়ে যাওয়া সেই ভাইটি সেটা আজ প্রমান করা সু্যোগ এসেছে, দেখিয়ে দে অস্ট্রেলিয়াকে, প্রমান করে দে তোরাও একদিন বাঙালী ছিলি
    আরে এই তো সে অস্ট্রেলিয়া যারা চিরদিন তোদের জাত শত্রু ছিলো। যারা ছোট্ট একটা লাল কাডের টুকরারে এসেজ নাম দিয়া তোদেরকে পুরা পৃথিবীর সামনে প্রতিবছর ছুডু করে। আজ সেই দিন এসেছে ওদের কে হারিয়ে দে,প্রতিশোধ নে ভাই প্রতিশোধ।১৯৫২ আর ১৯৭১ এর অনুপ্রেরণায় আজ আরেকবার জ্বলে উঠ ভাই। জানি তোরা পারবি ই, আজ তোরা জিতে গেলে জিতে যাবো আমরাও। আজ সময় এসেছে ২০০বছরের দায় মুক্ত হবার, সেরাটা দিয়ে সেটা দেখিয়ে দে ভাই। আজ মাঠে তোদের ১১জনের পিছে আছি আমরা ১৬কোটি মানুষ,জয় তোদের হবেই।-collected

এসব স্ট্যাটাস অনেক হাস্যকর হলেও এসব টিউনের মাধ্যমে বুঝা যায় আমরা এদেশকে, এদেশের ক্রিকেটকে কতটা ভালবাসি। তাই হাস্যকর ব্যাপার হলেও এইসব আমাদের কাছে খুবই উপভোগ্য বলা যায়।

Level 0

আমি আব্দুল্লাহ সাঈদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস