নমস্কার আমার প্রানপ্রিয় টেকটিউনস বন্ধুরা সবাই ভাল আছেন তো। আশা করি সবাই ভাল আছেন। কাজেন ব্যবস্তার ফাঁকে ফাঁকে টিউন করার চেষ্টা করি। আজকের বিষয় ভালবাসা নিয়ে। কার ভালবাসা কতটুকু বা কে কাকে কতটুকু ভালবাসে সেই পরিমার করার জন্য আজ আমি নিয়ে এলাম দারুন একটি সফটয়্যার।
ভালবাসা নিয়ে হাজার কথা, হাজার গল্প কত কবিতা আরো কতো কি ? তবে রিয়েল ভালবাসার কখা বলতে গেলে আমরা যাদেরকে সম্মুখে পাই তারা হলেন সিরিফহাদ, লাইলি মজনু, রজকিনি চন্ডিদাস আরো অনেকে। ভালবাসার জন্য সাজাহান তালমহল তৈরী করেন। তবে আজকালকার ভালবাসা হচ্ছে ভোকাষ্টিং। আমি সবাইকে বলছি না। ভালবাসা মাপকাঠি দিয়ে মাটা যায় না। তবে মনের সন্দেহ দূর করার জন্য আমি আপনারদে সাথে শেয়ার করব এই ভালবাসা মাপার দারুন একটি সফটয়্যার এই সফটয়্যারটি ডাইনলেঅড করতে এখানে ক্লি করুন।
প্রথমে উপরে দেয়া লিংকে থেকে সফটয়্যারটি ডাউনলোড করে নিন। তার পার আমার দেয়া স্কিনসর্ট ফলো করুন। দেখুন আকাশ বাতাসের ভালবাসা 97% মেপে দেখুন আপনারটা কত ?
বন্ধুরা সবাই ভাল থাকবেন।
মেতে উঠুন প্রযুক্তির সুরে
আমি মিলন বাড়ৈ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 124 টি টিউন ও 130 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 17 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।
আমি মিলন , বরিশাল জেলায় আমার জন্ম । প্রযুক্তিকে ভালবাসি, জানতে চাই, জানাতে চাই ।