বন্ধুরা,
আজকে আমি একটি ছোট apps উপহার দিতে চাই আশা করি মুসলমান ভাইবোনদের সকলের খুব কাজে দিবে। এখানে রোযার নিয়ত, তাড়াবির নিয়ত,জরুরী মাসলা, অন্যান্য হাদিস সমুহ যা রোযার জন্য প্রয়োজন, বাংলাদেশের প্রত্যেক জেলা ওয়াইজ সুন্দর করে একদম বাংলা বাষায় সেহরী ও ইফতার টাইম দেওয়া আছে দেওয়া আছে।
নিজেই পড়তে পারবেন এবং অন্যকেও পড়াতে পারবেন কারন এখানে কোন ইন্টানেট ডাটা লাগে না, যা অফ লাইনে এই এপসটি চালূ করা যায় এবং সম্পূর্ণ কিছুই পড়া যায় তাহলে দেরি না করে ঝটপট নিন অবশ্যই কাজে দিবে পারলে অন্যকে শেয়ার করুন, মোট কথা খুব ভাল একটা জিনিস এবার আসুন কিভাবে ইহা পাইবেন- নিচের দিকে যান একটু কষ্ট করে একটা লিং দিলাম এখান থেকে সরাসরি ডাইনলোট করে নিতে পারেন।
আর একটি কথা অবশ্যই কোন android মোবাইল দেয়ে নিচের লিংকে যাবেন এখান থেকে নিন তাতে করে সহজ হবে এইটা যে, এখান থেকেই সরাসরি ইনস্টল হবে কোন ঝামেল ছাড়াই। তাছাড়া google playstore থেকেও নিতে পারেন ramadantime&hl এই নামে সার্চ দিয়ে।
ধন্যবাদ সবাইকে দোয়া করবেন আমার জন্য।
আমি আবু বকর সিদ্দিক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি একজন দক্ষ আই টি পারসোন। আমি বাংলাদেশের সকল মানুষকে কম্পিউটার এবং মোবাইল বিভিন্ন টিউন্সের মাধ্যমে টেকনিক্যাল সার্পোট দেওয়ার জন্য নিজেকে তৈরী করতে চাই।
pc link dan vai