ফ্রীল্যান্সিং করার আগে চিন্তা করুন তারপর সিদ্ধান্ত নিন।

শুভ রাত্রি। কেমন আছেন? আসা করি সকলেই শারিরীক ও মানসিক ভাবে সুস্থ আছেন।

https://free.facebook.com/bdonlinetrainer/

আমি একজন সাধারন ব্যক্তি এবং আজ প্রায় ৬বছর ধরে কম্পিউটার নিয়ে কাজ করে যাচ্ছি। যদিও আমি মূলত ওয়েব নিয়ে কাজ করি কিন্তু আজ আমি আপনাদের কিছু বেসিক কথা বলার জন্য এই টিউন টা করলাম। এবং এটাই আমার প্রথম টিউন, তাই সকলকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখে আমার ভুল গুলো দেখিয়ে দেয়ার অনুরোধ থাকলো।

বর্তমান সময়ে আমরা সকলেই চাই পড়ালেখার পাশাপাশি কিছূ কাজ করতে কিংবা অল্প কিছু অর্থিক সমস্যার সমাধান করতে বা নিজের কিছুর জন্য মা- বাবা কে বিরক্ত না করে নিজে করতে। তাই চেষ্টা করছেন ফ্রীল্যান্সিং করার, তাই বিভিন্ন জনের কাছে ধর্না দিচ্ছেন বা সাহায্য চাইতে চাইতে নিজেই বিরক্ত হয়ে গেছেন তাদের জন্য।

আমি নিজে যে কোন মার্কেটপ্লেসে কাজ করি বা আয় করি এমন না। আমার একটা চীনা ক্লায়েন্ট আছে যিনি বাংলাদেশের। তিনি আমাকে কাজ দিয়েছেন তাই আমি কাজ করি শুধু মাত্র তার। আমি সারা বছর তার জন্য বুকড তাই আমার আর মার্কেটপ্লেসে যেতে হয় না। তাই বলে কি আমি মার্কেট প্লেসে কখনো যাই নাই? না এটা সত্যি নয়। আমি প্রায় ২ বছর বিভিন্ন মার্কেট প্লসে ঘুরছি কাজ না শিখে বিড করছি কাজ ও পাইছি কিন্তু কাজ পাওয়ার পর আমি জানি না কিভাবে কাজটা শেষ করতে তাই। আর না কাজ শেষ করে জমা দিতে পারেছি না আয় করতে পারেছি। আমার মত অনেকই হয়ত আছেন এখানে। তো তাদের এবং নিজের কথা চিন্তা করে একটা সমাধান বের করার চেষ্টা করেছি মাত্র।

বর্তমানে আমাদের দেশ থেকে যারা সবচেয়ে বেশি পরিমান মার্কেটপ্লেসে কাজ করে থাকেন তাদের এখন আর স্কিল নিয়ে চিন্তা করার প্রয়োজন হয় না কারণ তারা পারেন বা করতে করতে শিখে গেছেন। যেহেতু এটা নতুন দের জন্য লেখা তাই নতুন দের কথা ভাবি। বর্তমানে ফ্রীল্যান্সীং করার জন্য যে স্কিলটা আমরা বেশী চাই সেটা হলো গ্রাঠিক্স ডিজাইন বা মার্কেটিং। এর একটা বড় কারণ হচ্ছে এই কাজটি করার জন্য আপনার ক্লায়েন্টকে একটু সুন্দর রঙ দিয়ে বা একই ডিজাইন ঘুরায় ফিরায় আবার নতুন করে করার চিন্তা করা থেকে। অথবা আমরা ধরে নিতে পারি যে এই কাজ টা করা সহজ তাই। যেটাই হোক, সকলেই এখন একই রকমের কাজে ভিড়ছে। এবং সেটাই স্বাভাবিক কারণ আপনাকে যদি লিনাক্স ইউস করতে বলা হয় আপনি করবেন না ব্যবহার করবেন উইন্ডোজ কারণ এটি সকলে ব্যবহার করে বা User Friendly। আপনাকে যদি ১০০ টা কারণ বলা হয় যে লিনাক্স উইন্ডোজের থেকে কেন ভালো তারপর ও আপনি লিনাক্সে আগ্রহী হবেন কিনা আমার সন্দেহ আছে।

তো এই বার কাজের কথায় আসি। আপনি আপনার পছন্দ মত যে কোন স্কিল নিয়েই কাজ করতে পারেন এতে আমার কোন আপত্তি নেই কিন্তু কাজ না শিখে ঠিক ফ্রিল্যান্সীং এর উদ্যোগ নেয়াটা আমি ঠিক মানতে পারি না। তো এখন ধরুন আপনি প্রোগ্রামিং শিখতে চান। এটা মোটামুটি ধরা যায় সারা জীবন ফ্রীল্যান্সিং করে চলার মত একটি টপিক। তো আপনি প্রোগ্রামিং শিখার আগে বা শিখা হয়ত শুরু করে ছিলেন কিন্তু আর শেষ বা শিখা হয়নি। অথবা আপনি যেকোন কিছু শিখা শুরু করেছিলেন কিন্তু শেষ হয়নি। তো এখন আপনি নিচের প্রশ্নগুলো খেয়াল করে দেখুন যে আপনার সমস্যাটা কোথায় ছিল।

আপনি কি প্রোগ্রামিং শিখতে আগ্রহী?
কোথায় শিখবেন ভেবে পাচ্ছেন না?
কিভাবে শিখবেন বুঝতে পারছেন না?
কোথায় থেকে শুরু করবেন জানেন না?
আপনার কি প্রোগ্রামিং কঠিন মনে হয়?
সঠিক গাইড লাইন পাচ্ছেন না?
ইংরেজী জানেন না তাই ভয়?

এখানে প্রোগ্রামিং এর জায়গায় আপনার টপিক টি বসিয়ে চিন্তা করুন। এবং সমস্যাটা খুজে বের করুন। এখানে বেসিক কিছু কারণ দেয়া আছ যা আপনারা সচরাচর মুখোমুখী হয়ে থাকেন। যদি আমার থেকে উত্তর চান তবে আমি উত্তর দিচ্ছি।
আপনি কি প্রোগ্রামিং শিখতে আগ্রহী?
==> হ্যাৎ।
কোথায় শিখবেন ভেবে পাচ্ছেন না?
==> হ্যাৎ
কিভাবে শিখবেন বুঝতে পারছেন না?
==>হ্যাৎ।
কোথায় থেকে শুরু করবেন জানেন না?
==>হ্যাৎ।
আপনার কি প্রোগ্রামিং কঠিন মনে হয়?
==>হ্যাৎ।
সঠিক গাইড লাইন পাচ্ছেন না?
==>হ্যাৎ।
ইংরেজী জানেন না তাই ভয়?
==> হুম এটাই সবচেয়ে বড় ভয়ের কারণ আমার।

আপনার এবং আমার উত্তর গুলো যদি স্যতিই মিলে যায় তবে আমি আপনাকে সাজেস্ট করবো শুধু গুগল মামার উপর নির্ভর করেন কারণ কম্পিউটার নিয়ে যেকোন সমস্যার সমাধান পৃথিবীতে আছে কিন্তু গুগলে তা উল্লেখ্য নাই তা আমি কখনোই মানতে পারি না হয়তো প্রটেক্টেট থাকতে পারে সর্ব্বোচ্চ।

উপরের যেকোন একটিতে ও যদি আপনার ভয় থাকে বা আপনার কোন জিজ্ঞাসা থাকে তবে টিউমেন্টে প্রশ্ন করুন আমি আপনাকে সর্ব্বোচ্চ সাহায্য প্রদানের চেষ্টা করবো।

Level 0

আমি ভগবান সক্রেটিস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

valo english parina !!!