জেনে নিন পাতি-লেবুর গুণাগুণ গুলো

ইতিমধ্যেই পাতিলেবুর গুণাগুণ নিয়ে আমরা অনেক কথা শুনেছি। আমরা অনেকেই পাতিলেবুর গুণাগুণ সম্পর্কে অবগত আবার অনেকেই এখনও ভালভাবে জানি না পাতিলেবুর গুণাগুণ গুলো। ভিটামিন ও অ্যাসিডের যথাযথ সমন্বয় একটি পাতিলেবুকে অব্যর্থ অ্যান্টিসেপ্টিক হিসেবে কাজ করতে সমর্থ করে। ডাক্তাররাও সেটা মানেন। চলুন দেখে নেওয়া যাক পাতি-লেবুর গুণাগুণ গুলো -

১) যাদের খুস্কির সমস্যা আছে, তাঁরা চুলের গোঁড়াই যদি পাতিলেবুর রস ম্যাসাজ করেন গোসলের দশ মিনিট আগে, আর তারপর শ্যাম্পু করে গোসল করে নেন তাহলেই দেখবেন খুস্কির হাত থেকে মুক্তি মিলেছে।

পাতিলেবুর গুণাগুণ

২) শরীরের যেসব জায়গায় চামড়া মোটা এবং শুষ্ক (যেমনঃ গোড়ালি, কনুই বা হাঁটু) সেই সমস্ত জায়গায় পাতিলেবুর রস ঘষুন। কিছু দিনের মধ্যেই দেখবেন চামড়া নরম হয়ে এসেছে।

৩) নিয়মিত লেবুর রসের শরবৎ পান করলে অতিরিক্ত মেদ কমে বা ঝরে যাবে।

৪) পাতিলেবু এবং লবন ঘরের বাতাসকে পরিশোধিত করতে সহায়তা করে থাকে। এর ফলে রাতভর বিশুদ্ধ বাতাস গ্রহণের ফলে আপনার মনঃসংযোগ, কর্মক্ষমতা বৃদ্ধি পায়। শুধু তাইনা পাশাপাশি আপনার শ্বাসযন্ত্রের উন্নতি সাধনেও ভূমিকা রাখে এবং মেজাজও ভাল থাকে।

৫) যদি আপনার সর্দি বা গলা ব্যথার মতো সমস্যা থেকে থাকে তাহলে এই কৌশল অবলম্বন করলে ভালো ফলাফল পাবেন আশা করি। মাথার কাছে নুন-লেবু রেখে ঘুমালে নাক বন্ধের সমস্যা থেকে যেমন মু‌ক্তি পাবেন পাশাপাশি দেখতে পাবেন আপনার গলা ব্যথাও অনেকটা কমে গেছে।

Level New

আমি ফ্রিল্যান্স ভার্চুয়াল অ্যাসিসটেন্ট ক্রুসার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

প্রিয় ফ্রিল্যান্স ভার্চুয়াল অ্যাসিসটেন্ট ক্রুসার,

আমি টেকটিউনস কমিউনিটি ম্যানেজার, শোয়াইব,

টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করতে চাচ্ছি। টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করার জন্য http://techtun.es/2obSQxE লিংকটিতে ক্লিক করে আপনার সাথে যোগাযোগের প্রয়োজনীয় তথ্য সাবমিট করে আমাদের সাহায্য করবেন আশা করছি।

ছদ্ম ছবি, নাম, ইমেইল, ফোন, ঠিকানা ও সৌশল Contact পরিহার করে আপনার প্রকৃত/আসল ছবি, নাম, ইমেইল, ফোন, ঠিকানা ও সৌশল Contact দিন। যেহেতু টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করা হবে।

সাবমিট করার পর আমাদের এই ম্যাসেজের রিপ্লাই আপনার কাছ থেকে আশা করছি।

বিশেষ নোট: আপনি যদি পূর্বে আমাদের এই ম্যাসেজ পেয়ে ফর্মটি সাবমিট করে থাকেন তবে আর পুনরায় সাবমিট করার প্রয়োজন নেই। কিন্তু যদি আপনি এখনও আমাদের এই ফর্মটি পেয়ে সাবমিট করে না থাকেন তবে অবশ্যই এখনই সাবমিট করুন এবং সাবমিট করার পর অবশ্যই আমাদের এই ম্যাসেজের রিপ্লাই দিন।

ধন্যবাদ আপনাকে।