সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে একটি জীবন বাঁচান। ও একটি মেয়ে ও তার পরিবারকে বাঁচান

আসসালামু আলাইকুম সাধারণত আমি এইধরনের টিউন করি না। আমার এক ভাস্তির সাথে খুলনা ইউনিভার্সিটির এক স্টুডেন্ট পড়াশোনা করেন। তো তার বাবা ক্যান্সারে আক্রান্ত। টাকার অভাবে মৃত্যুর পথে।

আমার বাবাও প্রায় ৪ বছর হলো ক্যান্সারে মারা গেছেন। তাই দয়া করে সবাই এই বাবার জন্য একটু হেল্প করেন। কারণ আমি জানি বাবা ছাড়া জীবনে বেঁচে থাকা কতটা কষ্টকর।

যাই হোক সবাই  দোয়া করবেন। আর সাহায্যের হাত যেভাবেই পারেন বাড়িয়ে দিন। প্লীজ প্লীজ প্লীজ

ভেরিফাই এর জন্য তার ফোন নাম্বারে ফোন দিতে পারেন অথবা সরাসরি তাদের সাথে যোগাযোগ করতে পারেন।

Fawzia Tabassum

খুলনা ইউনিভার্সিটি

আপনার ২ মিনিট সময় পারে একটা মানুষ এর জীবন বাঁচাতে,একটা পরিবার কে

বাঁচাতে
সাল ২০১২
আব্বু কলেজের প্রিন্সিপাল হিসাবে জয়েন করল।
সাল ২০১৪
আমাদের স্বপ্নের বাড়ি 'ঠিকানা' কেবল মাঝপথে।আব্বু স্বপ্ন দেখত নেক্সড তিন বছরে ৫
তলা কমপ্লিট  করে পরের বছর গাড়ি কিনবে তারপর আমার বিয়ে দেবে।
সাল ২০১৫
কুরবানি ঈদ এর পরের দিন ই আব্বু হাসপাতালের ইমারজেন্সি অপারেশন।

পরপর তিন মাসে
লিভার এর রক্তনালীতে ৬টি করে ১৮টি বাইন্ডিং তার কিছুদিন পর
আর ৩মাস পর আমার মেডিক্যাল এডমিশন, আমার ছোট ভাইএর জে এস সি। ডাক্তার বলল আব্বুর আয়ু
আর ২,৩ বছর।
একমাত্র সম্পদ বাড়িটা কন্সট্রাক্টেড অবস্থায় বেচে দিলাম। নেক্সড   দুই বছরে ২২ লাখ টাকা
খরচ করলাম আব্বুকে বাঁচাতে। এখন যে ভাড়া বাড়ি টাতে থাকি তার জানালা
দিয়ে তাকালে আমাদের 'ঠিকানা' এখনো দেখা যায়। বুক এর মধ্যে ঝাকি দিয়ে
ওঠে। তবু যদি আব্বু ভাল হয়ে যেত আর কিছু লাগতো না।
১ ডিসেম্বর, ২০১৬
ল্যাব এইডের ডাক্তার বলল,আব্বুর লিভার ক্যান্সার। আর ৪,৫ মাস সময়।পীর কবিরাজ কিছু
বাদ দেয়নি আমার অনার্স মাস্টার্স স্টার মার্ক্স পাওয়া আম্মু।
২৮ এপ্রিল,২০১৭,ভেলর ইন্ডিয়া
ভেলরের ডাক্তার বলল, আব্বুর লিভার ট্রান্সপ্লান্ট করতে পারলে আব্বু ৩ মাসের ভিতর
পুরো সুস্থ হয়ে যাবে।ডোনার আম্মু আমি।কিন্ত আরও ২৫ লাখ টাকা
২য় কোনো ঠিকানা তো আর অবশিষ্ট নেই
আপনার সাহায্য পারে একটা পরিবারের সুখ ফিরিয়ে দিতে

যোগাযোগ
বিকাশ 01735415577
রকেট 017354155773
ইসলমী ব্যাংক account no   34036

বিঃদ্রঃ বিকাশ এবং রকেট এর account নতুন হওয়ায় ৩ দিনের ভিতর টাকা আসবে না।
বিকল্প বিকাশ 01757473088

মেয়েটির ফেসবুক আইডিঃ Fawzia Tabassum 

 

 

 

 

 

ধন্যবাদ সবাইকে। দয়া করে শেয়ার দিন। যেভাবেই পারেন হেল্প করেন।

 

Level 0

আমি মিজানুর রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস