কালো জাদুর বই থেকে কালো যাদু শিখুন !

হ্যালো টিউনারস আজ আমি আপনাদেরকে বলবো কালো জাদু সম্পর্কে।  আজ থেকে প্রায় ৩০০ বছর পূর্বে ভারতের আসামে কোকা পন্ডিত জন্মগ্রহণ করেন। কর্ম জীবনে তিনি ভারতীয় উপমহাদেশে তান্ত্রিক ও পন্ডিত হিসাবে খ্যাতি লাভ করেন। কোকা পন্ডিত ছিলেন একধারে তান্ত্রিক,ওঝা ও কবিরাজ। উনার বৃহৎ তন্ত্র সাধনা নিয়ে ১৮০৭ সালে আসামের কামরূপ কামাখ্যায় লজ্জাতুন্নেছা তাবিজের কিতাব নামে একটি বই প্রকাশিত হয়।বইটিতে ৩২টি অধ্যায়ে বিভিন্ন প্রকার তন্ত্র সাধনা, জপবিধি, বশীকরণ, ষটকর্ম, হারানো জিনিস প্রাপ্তি, পারিবারিক সমসা সমাধান, গুপ্তধন প্রাপ্তির উপায়, লটারি জেতার উপায়, চাকুরী লাভ, ব্যবসায় উন্নতি, নিরুদ্দেশ ব্যক্তির সন্ধান, মামলায় জয়লাভ, চোর ধরা, বিভিন্ন রোগের চিকিৎসা, সাপের বিষ নিবারণ, কারো গোপন বিষয় জানা, উলুক তন্ত্র, সাবর মন্ত্র ইত্যাদি অনেক বিষয় নিয়ে লেখা হয়। প্রকাশের পর বইটি খুব আলোড়ন সৃষ্টি করে। তান্ত্রিক ও সাধক গণ বইটির অনেক প্রশংসা করেন। এরপর ১৮১০ সালে বইটি মিশরে প্রকাশিত হয়। ফলে বইটি বিভিন্ন ভাষায় সারা বিশ্বে ছড়িয়ে পরে।

বইটির দ্বারা মানুষের যেমন উপকার হয় তেমনি এর অপব্যবহারের ফলে মিশরে ২৯৮টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়। ফলে মিশর সরকার ১৮২০ সালে বইটি নিষিদ্ধ করে। ঠিক একই ভাবে এই বইয়ের অপব্যবহারের ফলে ভারতে ৫৫৬টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়।ফলে ভারত সরকার ১৮২৫ সালে বইটির প্রকাশ নিষিদ্ধ করে। পরবর্তিতে বাংলা ভাষায় বইটি কোকা পণ্ডিত ও তাঁর বৃহৎ ইন্দ্রজাল নামেও প্রকাশিত হয়।

আমি আমাদের চ্যানেলে কোকা পন্ডিতের লজ্জাতুন নেছা বইয়ের সকল প্রকার  কালো জাদু মন্ত্র, ব্ল্যাক ম্যাজিক শিক্ষা, নিয়ে যা কিছু লিখা আছে তা সব ভিডিও আকারে  আপলোড করেছি, আপনি ভিডিও গুলো দেখে কালো জাদু শিখতে পারবেন  ।  আপনি যদি কালো জাদু শিখতে চান তাহলে আমাদের চানেলে সাবস্ক্রাইব করুন

Level 0

আমি অতপর আমি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 7 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস