মহাবিশ্বে ভালো-খারাপ বলে কিছু নেই। মহা বিশ্বের জন্য লজিক্যাল বা ইলজিক্যাল বলেও কিছু নেই। আসলে মহাবিশ্বে ভালো-খারাপ বলতে একই জিনিষকে বুঝায়। আসলে আমাদের ক্ষুদ্র মস্তিস্কে ভালো-খারাপ পর্যন্ত বুঝার ক্ষমতা আছে এবং আমরা তাই সেটাকে আলাদা করি। প্রকৃত পক্ষে দু’টি একই অনুভূতি বা স্বত্ত্বা। তাহলে কথা হলো বাকী জিনিষ গুলো কি বা আর কি অনুভূতি বা অস্তিত্ত্ব আছে। আমার দৃষ্টিতে মহাবিশ্বে প্রথমত লজিক্যাল এবং ইলজিক্যালের অস্তিত্ত্ব আছে। আর আরেকটি হলো কাল্পনিক। গণিত দিয়ে ব্যাপারটা বুঝানো যাক।
৯=৯ অথবা ০=০ হচ্ছে লজিক্যাল
√ -১ হচ্ছে কাল্পনিক
তাহলে কথা হলো ইলজিক কি? ইলজিক্যাল হচ্ছে যার অস্তিত্ত্ব আছে কিন্তু আমাদের ধারনার বাইরে বা আমরা সেটা চিন্তার চেষ্টা করি না। গানিতিকভাবে যা হচ্ছে।
± ৯ = ০ ইলজিক্যাল
+ ৯ = ০ ইলজিক্যালি লজিক্যাল
- ৯ = ০ ইলজিকালি ইলজিক্যাল
আসলে ১,২,৩, ইত্যাদি হচ্ছে আমাদের কল্পনা শক্তি ও বাস্তবতার মিশ্রনের কিছু অস্তিত্ত্ব । আর হচ্ছে ইলজিক, যার উদাহরন হচ্ছে অসীম , যা আমাদের জন্য কল্পনার বাইরে।
প্রকৃতি পক্ষে এ গুলো হচ্ছে আমাদের চিন্তা ধারার পরিবর্তন। এখন থেকে ১০০ বছর পর হয়তো আমরা এসব কিছু ব্যাখ্যা করবো আরো সূক্ষ্ণ ভাবে।
আমি এস বি মেহদি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 36 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি একজন জুতা চোর, প্রতি শুক্রবার আমি মসজিদ থেকে জুতা চোরি করি।
হক কথা। তাই লজিকের বিষয়টা পুরোপুরি আপেক্ষিক। বিশাল সৃষ্টিজগতের মানুষ কতটুকু জানে? সেই স্বল্প জানার থেকে মানুষ কিছু যতসামান্য লজিক খাড়া করবার কোশেশ করেছে।
খুবই জটিল একটা বিষয় । বুঝার চেস্টা করলাম । তবে মোটকথায় সাইটা চমৎকার লাগল