প্রিয় টেকটিউনস পাঠক বন্ধুরা, সবাই কেমন আছেন, আশা করি সবাই ভালো আছেন এই কামনা নিয়ে শুরু করছি আমার আজকের টিউন।
হীরা! প্রকৃতির অন্যতম মহামূল্যবান এ পাথরের জন্য একসময় স্বজনের রক্ত ঝরাতেও কসুর করেনি মানুষ। আফ্রিকার যে কয়টি দেশে খনি থেকে হীরা উত্তোলন করা হয়, সেখানেও রয়েছে রক্ত ও ঘামের ইতিহাস। লাখ লাখ ডলারে বিক্রি হওয়া এসব হীরা যে সব শ্রমিক খনি থেকে সংগ্রহ করে, বিনিময়ে তাদের ভাগ্যে জোটে নির্যাতন আর শোষন। কেউ নিজের আভিজাত্য প্রকাশ করতে, কেউবা প্রেমিকার মন ভজাতে আবার কেউবা জোতিষ্যির পরামর্শে ভাগ্য সুরক্ষায় মহামূল্যবান এই রত্ম ব্যবহার করে থাকেন। তবে অনেকের ক্ষেত্রে ভাগ্য সুরক্ষার পরিবর্তে রীতিমতো অভিশাপ হয়েই দেখা দিয়েছে হীরা। সেই সব অভিশপ্ত হীরার গল্প নিয়েই এবারের আয়োজন-
হোপ ডায়মন্ড : নামটা হোপ হলেও এর গল্প মোটেও হোপফুল অর্থাৎ আশাব্যঞ্জক নয়। বরং সবচেয়ে বেশি অভিশপ্ত গল্প আছে এই হীরার পেছনে। ভারতের অন্ধ্র প্রদেশের গোলকুন্ডার কল্লুর খনি থেকে এ হীরাটি উত্তোলিত হয়েছিল বলে জানা যায়। অনেকের ধারণা পরবর্তীতে হীরাটি রাজ্যে রামের স্ত্রী সীতার মন্দিরে রক্ষিত ছিল। কঠোর নজরদারি এড়িয়ে হীরাটি চুরি করেন এক দরিদ্র পুরোহিত। এক সময় সে ধরা পড়ে এবং তাকে অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হয়। ষোড়শ শতকে ভারত ভ্রমনে আসেন ফরাসি ব্যবসায়ী ও পর্যটক জিন ব্যাপ্টিস্টি তাভারনির। ওই সময় হয় তিনি হীরাটি চুরি করেন অথবা কোনো চোরের কাছ থেকে কিনে নিয়েছিলেন। ১৬৬৯ সালে ফ্রান্সের সম্রাট চতুর্দশ লুই এটা তাভারনিরের কাছ থেকে কিনে নেন। পরবর্তীতে হীরা চুরির অভিশাপ নেমে আসে তাভারনিরের জীবনে। অনেকের ধারণা রাশিয়ায় বন্য কুকুরের হামলায় মৃত্যু হয় তার।
আমি অতপর আমি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 7 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
http://beta.risingbd.com/%E0%A6%85%E0%A6%AD%E0%A6%BF%E0%A6%B6%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%A4-%E0%A6%B9%E0%A7%80%E0%A6%B0%E0%A6%BE/132411
নিজের লেখা নয় এরকম, অন্য কোন ব্লগ থেকে বা অন্য ব্লগারের বা অন্যের লেখা বা অন্য কোন উৎস থেকে লেখা সংগ্রহ করে বা কপি পেস্ট করে নিজের নামে টিউন করা আপনার মৌলিক ও সৃজনশিলতা কে ব্যহত করে এবং টেকটিউসে তা সম্পূর্ণ নিষিদ্ধ। টেকটিউনস বিজ্ঞান ও প্রযুক্তি চর্চার একটি উন্মুক্ত কমিউনিটি। তাই কমিউনিটির সদস্য হিসেবে টেকটিউনস কমিউনিটিতে আপনার বিজ্ঞান ও প্রযুক্তি চিন্তার মৌলিক প্রয়োগ ঘটান। সৃজনশীল বিষয় ও আপনার প্রযুক্তি অভিজ্ঞার প্রকাশ ঘটান। আপনার বাস্তব জীবনে বিজ্ঞান ও প্রযুক্তি বিভিন্ন প্রয়োগ যা আপনি নিজে অভিজ্ঞতা লাভ করেছেন তা কমিউনিটির সদস্যদের সাথে নিজের ভাষায় শেয়ার করুন। টেকটিউনস সবসময় মান সম্মত ও মৌলিক টিউন করতে টিউনারদের প্রণদোণা দেয়।