গতকাল রাত থেকেই প্রকৃতির শীতলতা একটু বেশিই ছিল। শীতল এক পরিবেশে ঘুমিয়ে পড়া। ঢাকায় সকালের আবহাওয়াটা ছিল অন্যরকম। সূর্যের স্নিগ্ধ আলোয় সকালে ঘুম থেকে ওঠা। সূর্যের উষ্ণতা যেন গায়ে লেগেও লাগছে না। কিছুক্ষণ পর পত্রিকায় চোখ বুলোতেও চোখে পড়ল, প্রথম আলোর এক শিরোনাম ফেসবুক ব্যবহারে ঢাকা বিশ্বে দ্বিতীয়।
সক্রিয় ফেসবুক ব্যবহারকারীদের মধ্যে ঢাকা হল বিশ্বের মধ্যে দ্বিতীয়। আর প্রথম হল থাইল্যান্ডের ব্যাংকক। ঢাকার পরে রয়েছে ইন্দোনেশিয়ার জাকার্তা। আশার বাণী হল এই যে, বাংলাদেশের শুধুমাত্র ঢাকাতেই নাকি ২ কোটি ২০ লাখেরও বেশি মানুষ সক্রিয়ভাবে ফেসবুক ব্যবহার করছেন। যেমন আশা বিপরীতভাবেও করতে পারে নিরাশ।
বাংলাদেশের মোট জনসংখ্যার একটি বড়সড় অংশই ইন্টারনেট ব্যবহারকারী। ইন্টারনেট ব্যবহারকারীদের সংখ্যা প্রায় ৬,৭২,৪৫,০০০ জনের বেশি (বিটিআরসি, ফেব্রুয়ারি ২০১৭ রিপোর্ট)। এখানে মজার ব্যাপার হল এই যে, বাংলাদেশের ইন্টারনেট ব্যবহারকারীদের সংখ্যাটি পুরো ইংল্যান্ডের মোট জনসংখ্যার চাইতে বেশি। কিন্তু ব্যপারটি একটু অন্যভাবে বিবেচনায় আনলে, ইন্টারনেট ব্যবহারকারীদের প্রায় ৯০% এরও বেশি লোক শুধুমাত্র ফেসবুক চালায়। তবুও এত বিশাল এক জনশক্তিকে দক্ষ জনশক্তিতে রুপান্তরিত করতে পারলে আমাদের উন্নয়ন আরো ত্বরান্বিত হবে নিশ্চয়ই।
দুই মিনিটের জন্য একটু অন্য আলোচনায় আসি। আমাদের বাংলাদেশের মোট শিক্ষার্থীদের সংখ্যা প্রায় ২,৩৯,০০,০০০। এমন হবে কিছুটা। আর অন্যদিকে অস্ট্রেলিয়ার জনসংখ্যা হল মোটামুটি ২,৪৩,০০,০০০ (প্রায়)। সংখ্যাটা প্রায় একই। এখন প্রশ্ন হল, আমরা, শিক্ষার্থীরা কি করছি? যদিও এই তুলনাটা নিছক অনুপ্রাণিত করার জন্য। তবুও পরিসংখ্যানগুলো দেখলে মনে হয়, আমরাই আমাদের বোঝা।
আমাদের দেশের ইন্টারনেট ব্যবহার করতে পারে এমন জনগণদের ইন্টারনেটের বিশালরুপ সম্বন্ধে কিছুটা ধারণা দেওয়া উচিত। ফেসবুকে শুধু লাইক, টিউমেন্টস, আর শেয়ারিং-এর মধ্যে যে ইন্টারনেট লুকিয়ে নেই, এইটা বোঝাতে পারলেই সেদিনটি খুব দ্রুত চলে আসবে যে দিনটির জন্য কিছু নিন্দুকেরা অপেক্ষা করছে।
হ্যাঁ, ফেসবুক, ইউটিউব-ও ব্যবহার করে আপনি অনেক বড় কিছু করে ফেলতে পারেন। যা অনেকের কল্পনার অতীত। তবে এগুলো হচ্ছে Tool. এগুলোর যত সদ্ব্যবহার করবেন তত দ্রুতই আপনার উন্নতি হবে। এখন তো এমন অনেক ঘটনাই ফেসবুকের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে সকলের নজর টানে।
আমাদের যদি একান্তই স্বদিচ্ছা থাকে, তবে আজ থেকেই শুরু করে দিন নতুনের পথ চলা। যদিও এ পথে অনেকেই বহু আগেই চলতে শুরু করেছেন। তাতে কি? আপনি এখন শুরু করে দিন কিছুদিন পরে আপনার পথে অন্যরা চলবে। আর যারা বলবে কিছুই হবে আপনার দ্বারা। ছেড়ে দিন তাদের। কেননা কিছু দিন পর তারাই আপনাকে খুঁজতে থাকবে।
আমি মোঃ শহিদুজ্জামান বিপুল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 13 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Life has a more short time for good working. But everyone should be conscious about this time. I am running behind for finding the perfect time. What would you do? Don't waste this valuable time :)
প্রিয় টিউনার ,
আমি টেকটিউনস কমিউনিটি ম্যানেজার, শোয়াইব, টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করতে চাচ্ছি।
টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করার জন্য http://techtun.es/2obSQxE লিংকটিতে ক্লিক করে আপনার সাথে যোগাযোগের প্রয়োজনীয় তথ্য সাবমিট করে আমাদের সাহায্য করবেন আশা করছি।
সাবমিট করার পর আমাদের এই ম্যাসেজের রিপ্লাই আপনার কাছ থেকে আশা করছি।
ধন্যবাদ আপনাকে।