গ্রাফিক্স ডিজাইনে ক্যারিয়ার গড়ুন [পর্ব-১৮] :: কিভাবে Graphicriver,ThemeForest এর Product সেল বাড়াবেন? গ্রাফিক্স প্রোডাক্ট মার্কেটিং

গ্রাফিক্স ডিজাইনে ক্যারিয়ার গড়ুন

কেমন আছেন সবাই?

আজ আপনাদের সাথে আমি শেয়ার করবো মার্কেটিং বেসিক কিছু জিনিস নিয়ে, কিভাবে গ্রাফিক্স প্রোডাক্টগুলি মার্কেটিং করে সেল বাড়ায়। কোথায় কোথায় মার্কেটিং করে ব করতে হয়।

আগেই বলে রাখি আমি কোন মার্কেটার নয় আমি একজন গ্রাফিক্স ডিজাইনার, আমার কাজের প্রয়োজনে যতুটুকু রিসার্চ করে শিখছি আরকি, বড় ভাইয়াদের বলছি আমার অনেক ভুল হতে পারে, ভুল দেখলে আশা করছি ধরিয়ে দিবেন।

আমরা যারা  graphicriver,ThemeForest এ কাজ করি তারা অবশ্যই জানেন একটি approved product এর বয়স বেশি হয়ে গেলে অথবা ৫/৬ পেজের পরে চলে গেলে সেইগুলার সেল হওয়ার আশা প্রায় ছেড়েই দিতে হয়। কিন্তু আমরা যদি এই সব প্রোডাক্ট মার্কেটিং করে আমাদের টাগের্ট ক্লায়েন্ট এর বা বায়ার এর কাজে পৌছে দিতে পারি তাহলে অবশ্যই সেল হবে।

কিন্তু আমরা কোন ডিজাইন কোন কারন ছাড়াই তৈরি করি যেমন createtive flyrer,busines card, etc যদিও এটা সব সময় ট্রেন্ডিং সেল হবেই। কিন্তু মার্কেটিং এর জন্য বা সেল বড়ানোর জন্য আপনাকে অবশ্যই  একটু রিসার্চ করেই ডিজাইন গুলি তৈরি করতে হবে। যেমন আপনি ধরেন রিয়েল এস্টেট এর জন্য একটি business card,flyer,tempalte etc তৈরি করলেন তাহলে আপনি এই প্রোডাক্টগুলি সহজেই রিয়েল এস্টেট ক্লায়েন্টদের খাওয়াতে পারবেন।

এর জন্য আপনাকে একটি সাইট তৈরি করতে হবে, pinterest এ ভাল প্রোফাইল তৈরি করতে হবে। তাছাড়া এইসব শেয়ার করবেন বিভিন্ন portfolio site এ যেমন behance, dribble এ শেয়ার করতে হবে।  এবং অনেয় মাধ্যেম আছে আমি step by step সব শেয়ার করে যাব।

টিউটোরিয়ালে বিস্তারিত বলা আছে। পরবর্তিতে আমি দেখাবো কিভাবে প্লান করে কাজ করবেন এবং মার্কেটিং এর বিস্তারিত ! কিভাবে Success হবেন।

খুব শিঘ্রই নতুন কিছু টিউন উপহার দিব বিশেষ করে নতুনদের অনেক উপকারে আসবে। সবাইভাল থাকবেন, আল্লাহ হাফেজ

Level 0

আমি মোহাম্মদ রাসেল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 12 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 39 টি টিউন ও 14 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 6 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

i'm professional graphic designer,


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Brother Thanks for your Tune. But i can’t upload file to codegrape. there are no upload option.please help me.Thanks.

    apne ki browser use koren jodi mozila use koren then ay rokom prb hote pare… apni browser change kore chrome use korte paren

    আপনার ব্রাউজারে ফ্লাস প্লেয়ার টি চালু করে নিন। তাহলে আপলোড অপশন দেখতে পারবেন। ফ্লাস প্লেয়ার চালু করার জন্য আপনার ব্রাউজারে কোডগ্রেপ এর লিঙ্ক দিয়ে প্রবেশ করুন, তারপর যেখানে Secure লেখাটি থাকে এড্রেস এর পাশে ওখানে ক্লিক করুন, নিচে ফ্লাস এর অপশনে ক্লিক করে always allow on this site সিলেক্ট করে দিন। তারপর সাইটটি রিলোড করুন। আশা করি আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। ধন্যবাদ