আসসালামু আলাইকুম টেকটিউনস কমিউনিটি৷ কেমন আছেন সবাই। টেকটিউনসের এই সুদীর্ঘ পথ চলার সাথী হতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আশা রাখি জীবনের শেষ সময় পর্যন্ত আপনাদের সাথে থাকতে পারব ইনশ-আল্লাহ। কারন এমন কিছু টিউনার আছে আমার মনে হয় যাদের জন্ম হয়েছে শুধুমাত্র মানুষের উপকার করার জন্য।
কৃতজ্ঞ সেইসব সাদা মনের মানুষদের কাছে। টেকটিউনসের প্রতি কৃতজ্ঞতার কথা লিখে শেষ করা যাবে না আমার প্রত্যহিক জীবনের পথ চলার সাথে টেকটিউনসেস অবদান অপরিসীম। কিন্তু দুঃখের বিষয় টেকটিউনস এখন আগের সেই টেকটিউনস নেই, নেই সেই সব টপ টিউনাররা
আলহামদুলিল্লাহ! আলহামদুলিল্লাহ!আলহামদুলিল্লাহ!
দীর্ঘ পনেরো বছরের সাধনা আজ অনেকটা সফল হয়েছে। সেই ২০০১ সাল থেকে অনলাইন আর্নিং এর স্বপ্ন নিয়ে পথ চলা। অনলাইনের এমন কোন সেক্টর নেই যা আমি অনুসরণ করিনি। যেই যেখানে বলেছে সেখানেই ঢুঁ মেরেছি। কিনেছি লক্ষ টাকার পেইড টিউটোরিয়াল, প্রতারিত হয়েছি বারবার।
অনলাইন জীবনে অর্ধেকটাকে সময় টিউটোরিয়াল সংগ্রহে কেঠেছে বাকিটা সময় রাত জেগে টিউটোরিয়াল দেখা আর দিনের আলোয় স্বপ্ন দেখা। স্বপ্ন আমার পূরণ হয় না। হবে কি করে আমার কাজ যে ছিল টিউটোরিয়াল দেখার মাঝেই সমাবদ্ধ ছিল। যাক একটা সময় সিরিয়াসলি কাজ শুরু করলাম। শুরু টা SEO দিয়ে। অল্প কয়েদিনেই পেয়ে গেলাম ওডেক্স এ (আপওয়ার্ক) ফিক্সড প্রাইজের ছোট্ট একটি কাজ। সেটাতে আমি $১২ আর্ন করি। যেটা ছিল আমার প্রথম অনলাইন আর্নিং। পরবর্তীতে আরো কয়েকটা কাজের এপ্লাই করে না পেয়ে অন্যপথ খুজতে থাকি। খুজতে খুজতে পেয়ে গেলাম সিপিএ নামের একটি ম্যাথড যাতে কিনা অতি সহজে হাজার হাজার ডলার আর্ন করা যায়।
কেনে ফেললাম তিরিশ হাজার টাকা দিয়ে বাংলাদেশের স্বনামধন্য তিনজন সিপিএ মার্কেটারে পেইড টিউটোরিয়াল। গুরুদের দেখানো পথেই শরু করে দিলাম গন হারে স্পেমিং। না এই সহজ পথে ইনকামের কোন দেখা নেই। তবে আমি হতাশ নয়। হাল ছাড়িনি। নিজেই নিজের কাছে প্রতিজ্ঞাবদ্ধ হলাম. আমাকে সফল হতেই হবে। জানতে পারলাম আমাজন এফিলিয়েট এর কথা শুধুমাত্র একটি ওয়েব সাইটের মাধ্যমে নাকি মাসে মিনিমাম $৩০০০ ডলার ইনকাম কোন ব্যাপারই না।
তবে এইবার সিদ্ধান্ত নিলাম ভাল ভাবেই কাজ শিখেই কাজে নামবো। যিনি লক্ষ টাকার স্বপ্ন দেখিয়ে মনে আশা জাগালো কিনে ফেললাম বাংলাদেশ তথা ইন্টারন্যাশনাল মানের এফিলিয়েট মার্কেটারের ১৫০০০ হাজার টাকা দামে পেইড টিউটোরিয়াল। শুরু করে দিলাম গভেষনা। স্বপ্ন আমার নিজেকে একজন এফিলিয়েট মার্কেটার হিসেবে প্রতিষ্টা করা।
কিন্তু না আশা আমার গুড়েবালি অন্তরপুরে হলো ছাই। কারন যারা হাজার ডলারের স্বপ্ন দেখায় তারা তাদের টিউটোরিয়াল সেল করার পর কাউকে আর চেনে না। (এর মধ্য দুইজন পেইড টিউটোরিয়াল নামে আমার কাছ থেকে লক্ষ টাকার হাতিয়ে নিয়ে বিয়ে করেছেন। ) যাক আমি বুঝে গেলাম আমাকে দিয়ে এফিলিয়েশন হবে না।
না হয় হবে না কিন্তু এই পথ আমি ছাড়বো না। শুনলাম এমন এক মার্কেট প্লেসের কথা যেখানে কাজের জন্য এপ্লাই করতে হয় না। বায়াররাই আমাকে খুঁজে নেবে, হ্যাঁ আমি ফাইবারে কথা বলছি দিয়ে দিলাম কয়েকটি গিগ সাথে সাথে অর্ডার, আমি মাত্র চার ঘন্টায় কাজ জমা দিয়ে ৫ রেটিং আর $৪ ডলার বুজে নিয়ে সেই যে বের হলাম আর কোন খবর নেই।
মাঝখানে বেশ কয়েক দিন এই লাইনের বাইরে ছিলাম ব্যক্তিগত কিছু কাজের চাপে। কিন্তু ভুলি নাই আমার স্বপ্নের কথা। এরি মধ্য ২০১৬ প্রথম দিকে ইউটিউব এ একটি চ্যানেল খুলি সেখানে কিছু আমার নিজের করা টিউটোরিয়াল দেই এবং মনিটাইজ করি। কিছু দিন পর দেখলাম আমার একাউন্টে $২ হয়েছে। এইবার উঠেপরে লাগলাম ইউটিউব নিয়ে। উঁহু কাজ হয় না। ভিউ নাই। এইবার আমি হতাশার মহা সাগরে ডুব দিলাম।
এরিমাঝে আমার ৮ বছরের চাকরী সংগত কারনে ছেড়ে দিতে হল। চাকরীটা ছেড়ে আমি অনেকটা খুশিই হলাম কারন আমি এখন দিনরাত সময় দিয়ে চেষ্টা করবো অনলাইন ক্যারিয়ার করার জন্য। এর মধ্যে দুএকটি চাকরির অফার এসেছে সোজা না করে দেই যা আমার পরিবারে অনেকেই জানেনা। আমি আমাকে নিয়ে যতটানা চিন্তা করছি তার চেয়ে আমার আমার পরিবার আমাকে নিয়ে বেশি চিন্তিত। এইবার বুঝলাম নিয়তি আমার ভাগ্য লয়ে যে নিশিদিন বাধে খেলা ঘর।
একদিন আমার বড়ভাই সমতুল্য Mohammed Iqbal Hossain মারফত জানতে পারলাম সাদা মনের শ্রদ্ধেয় Zafar Hossain Zafi ভাইয়ের কথা। ইকবাল ভাইয়ের মূখে যা শুনলাম যাফি ভাই সম্পর্কে তাতে আমি এখটু ভাবনায় পড়ে গেলাম কারন বাংলাদের এমন কোন মার্কেটার যাকে আমি চিনি না! (ওনাকে না চেনার যতেষ্ট কারন ছিল যেটা আমি পড়ে বলছি) ফেইসবুক চার্স দিয়ে যাফি ভাইয়ের নাম পাই ঠিকই কিন্তু কোন ছবি নাই। দিলাম। ইকবাল ভাইরে ফোন। বললাম নাম আছে ছবি নাই চিনবো কি করে। ইকবাল ভাই বললো যে প্রোফাইল পিক এ টিস্পিং লেখা আছে সেটা। রিকোয়েস্ট পাটালাম একচেপ্ট হলো। প্রোফাইল গেটে দেখলাম। দেখলাম না নিজের কোন প্রচার। নেই কোন ইনকাম শর্ট ভাবলাম এ কেমন মার্কেটাররে বাবা।
তারপর বাংলাদেশ ইউটিউব মার্কেটারস গ্রুপে জয়েন দিলাম। এতবড় কমিউনিটি দেখে দিলাম স্বভাব মত আমার চ্যানেলের লিঙ্ক শেয়ার করে। পরের দিন আবার লিঙ্ক শেয়ার করবো ভেবে যখন গ্রুপ খুঁজি গ্রুপ তো আর পাই না। বুঝতে আর দেরি হলো না আমি কার কে আমার। আমাকে ব্যান করা হয়েছে গ্রুপের নীতিমালা ভঙ্গের জন্য। বঝলাম কেন আমি এত দিন যাফি ভাইকে চিনতে পারিলাম না।
যেখানে অন্যান্য মার্কেটার রা গ্রুপে টানার জন্য মরিয়া সেখানে যাফি ভাই ব্যান মারে আজব। চিন্তাই পড়ে গেলাম। ভয় পাচ্ছি ভাইকে ইনবক্সে নক করতে। আজকে করবো কালকে করবো করে করে আর করা হয় না। আমি ZafiDigital.com সাথে নাই কোন আপডেট ও পাচ্ছি না। কি করবো কিছুই বুঝতে পারছি না। একদিন যাফি ভাইয়ের টাইমলাইনে একটা থাউজেন্ড ডলার আর্নার নিয়ে আড্ডার একটা ভিডিও আপলোড করা হল এবং ভাই বারবার বলতে লাগলো এই ভিডিও তে অনেক ইনফরমেশন আছে। ভিডিটি ডাউনলোড করলাম। ৩৫ মিনিট দেখতেই আমার মাথা ঘুরে গেল। সিদ্ধান্ত নিয়ে নিলাম যেভাবেই হোক ভাইয়ের সাথে কথা বলতেই হবে। ভোর রাতে ভাইকে নক দিলাম। ভাই রেসপন্স করলো। আলহামদুলিল্লাহ।
ভাইকে আমার সব কথা খুলে বললাম। ভাই আমার কাছে জানতে চাইলো আমি সিরিয়াসলি কাজ করবো কিনা এবং হার্ডওয়্যার্ক করতে পারবো কিনা। আমি কথা দিলাম। ভাই কে বললাম ভাই কিছু সিক্রেট টিপিস দেন। ভাই আমাকে অবাক করে দিয়ে বললো সিক্রেট বলে কিছু নেই - লেগে থাকেন কাজ করে যান একটা সময় সফল হবেনই। আমি আরো অবাক হলাম ভাইকে যখন বললাম ভাই আপনার পেইড কোন টিউটোরিয়াল থাকলে দেন আমি কিনে নিব অথবা সিক্রেট কোন গ্রুপ এ জয়েন করান যাফি ভাই আমাকে অনেকটা শাসনের সুরে বললেন আমি যেন শিখার জন্য আরেকটা টাকাও খরচ না করি। তিনি আমাকে অন্য মার্কেটার দের মত হেল্প করার উচিলায় কোন পেইড টিউটোরিয়াল ধরিয়ে দেন নি। যে কারনে আমি যাফি ভাইকে চিনতে পারিনি।
কিছু দিন পর ভাইকে বললাম আপনি অনেক বিজি থাকেন বারবার হেল্প চেয়ে আপনাকে নক করার আমার পক্ষে সম্ভব নয়। এমন একজনকে আমার দায়িত্বটা দিন যে আমাকে আপনার হয়ে হেল্প করবে। যাফি ভাই Rajikul Alam Rajib কে আমার সাথে পরিচয় করিয়ে দিলেন এবং আমার সম্পর্কে সব বুঝিয়ে বললেন শুরু হলো আমার দ্বিতীয় অধ্যায় রাজিব আমার বয়সে ছোট হলেও আমায় কখনো বড় ভাইয়ের মত কখনো শিক্ষকের মত করে শিক্ষা দিয়ে গেছেন, এখনো যাচ্ছে।
এই দুই জন আমার জীবনে অনেকটা আর্শিবাদ সরূপ। রাজিব আমার এতটাই কেয়ার করেন যে সে আমাকে যে কাজ সিখিয়েছে তার আউটপুট না পাওয়া পর্যন্ত আমাকে ছাড়ে না। ১ম সে আমাকে শর্ত দিয়েছিল আমি আমার চ্যানেলে ৫০টি ভিডিও না দেওয়া পর্যন্ত তার সাথে যেন যোগাযোগ না করি। সত্যিই ৫০ টি ভিডিও দেওয়ার আগ পর্যন্ত হাজার বার চেষ্টা করেও তার সাথে যোগাযোগ করতে পারিনি। হাফ সেঞ্চুরি হয়ার পর সে নিজে থেকেই যোগাযোগ করেছে, ভাইরে তোর ঋন আমি কি দিয়ে শোধ করবো। মাত্র দুই মাস টানা কাজ করে আজ আমার এই ইনকাম মাঝখানে আমার পিসির সমস্যার কারনে কাজ করতে পারিনি।
অনলাইন ইনকামের ১০১ টা পথ জানা আছে আমার তাই বলে সব পথে হাঠতে নেই। এখন আমি বুঝতে পেরেছি যেকোন কিছুর পিছনে লেগে থাকতে পারলে সফলতা আসবেই। অপ্লতেই হাল ছেড়ে দিলে চলবে না। এ কাজে ধৈর্য্য নিষ্ঠাই এক মাত্র পূজি।
বিঃ দ্রঃ - দয়া করে এই টিউন পড়ার পর কেউ যাফি ভাই এবং রাজিব কে ইনবক্স করে অযথা বিরক্ত করবেন না। যাফি গ্রুপি যতেষ্ট আপনার জীবন পালটাতে।
নিউবিদের জন্য কিছু কথা ঃ
আমি যা জানি তা আপনাদের সাথে শেয়ার করবো যদি আপনারা চান। আর সেজন্য আমার চ্যানেলটি আপনাদের কে সাবস্ক্রাইব করে রাকতে হবে। সাবস্ক্রাইব লিংকটি আমি প্রথম টিউমেন্ট বক্সে দিয়ে রাখবো। ধন্যবাদ ধর্য্য সহকারে টিউনটি পড়ার জন্য। সবাই আমার জন্য দোয়া করবেন আমিও যেন আপনাদের জন্য কিছু করতে পারি। আজকের মত এখানেই শেষ করলাম
আল্লাহ হাফেজ
আমি Kazi Reza। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 102 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।