একজন কার সা, একটি ফেসবুক গ্রুপ এবং অনলাইনে আপনার ভবিষ্যৎ

————————–— بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ ————————–—

সুপ্রিয় টেকটিউনস কমিউনিটি সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের টিউন।

জীবনের চলার পথে কথই না স্বপ্ন দেখি, আসলে আমারা স্বপ্ন দেখতেই ভালবাসি আর স্বপ্ন দেখি বলেই হয়তো এখনো বেচে থাকার সাহস ও অনুপ্রেরনা পায়। সেই ২০০১ থেকে স্বপ্ন দেখছি আমি একদিন অনলাইন থেকে উপার্জন করবো। আমার নিজের একটি ছোট অফিস হবে আরো কত কি। আজ আমার সেই স্বপ্ন অনেকটা পূরনের পথে।  আমার জীবনে এই স্বপ্ন কে বাস্তবে রুপ দিতে গিয়ে কত যে বাধা বিপত্তি পেরুতে হয়েছে তার কোন ইয়াত্তা নেই। সব চেয়ে বেশি প্রতারনার শিকার হয়েছি। এর একমাত্র কারন হচ্ছে আমি এই লাইনের জন্য সঠিক কোন গাইড লাইন পাইনি। কোন পথে হাটলে আমি সঠিক ভাবে আমার গন্তব্যে পৌচাতে পারবো তা আমাকে বলে দেওয়ার কেউ ছিল না।

কিন্তু এখন দিন পালটেছে। এখন আর আপনাদেরকে আমার মত পথ হারা পথিকের মত ঘুরতে হবে না। কারন এখন আপনার অনলাইন ক্যারিয়ার গড়তে সহয়তার হাত বাড়িয়ে বসে আছে মহান হৃদইয়ের কিছু বড় ভাই, যারা বাংলাদেশের আউটসোর্সিং, ফ্রিলেন্সিং এবং অনলাইন মার্কেটিংকে বিশ্বর দরবারে অনেক উপরে নিয়ে গিয়েছে। তাদের দেখানো পথে হেটে আজকে অনেই এই সেক্টরে  সফল, ওনারা নিজেরা সফল হয়ে বসে থাকেন নি আমাদের কে সহয়তা করে যাচ্ছে ভিবিন্ন ভাবে। উদার এইসব মানুষদের কাছে আপনি শিখতে পারবেন অবলিলায়।

আসুন সেইসব মানুষদের ফেইসবুক গ্রুপ এ জয়েন করে আমরা আমাদের জীবন কে সঠিক পথে পরিচালিত করি (শুধু যারা অনলাইনে নিজেকে প্রতিষ্টিত করতে চাই)

আজ কথা বলবো এমন এক মহৎ মানুষকে নিয়ে যিনি অনেক বড় মার্কেটার হয়েও নিজেকে খুব ছোট ভাবেই দেখেন। প্রচার বিমুখ পর্দার অন্তরালেই থাকতে বেশি পচন্দ করেন তিনি। দায়িত্ব নিয়েছেন অনেক বেকার যুবকের।  কর্মসংস্থান করেছেন হাজারো পথভ্রষ্ট দিকপাল বিহীন যুবকের।

আমি বাংলাদেশের ViralStyle এর কান্ট্রি এম্ভ্যাসেডর কাউসার (Kar Sa  সবাই এই নামেই চেনে) ভাইয়ের কথাই বলছি।

এবার আসুন আমার টিউনের টাইটেল এর সার্থকতা নিয়ে। অনেকের মনে হতে পারে একজন কার সা ও একটি গ্রুপের সাথে অনলাইনের ভবিষ্যৎ কি হতে পারে? উত্তরটা আমিই দিব

এই টিউনটি এই মূহুর্তে যারা পড়ছেন আমার দৃড় বিশ্বাস আপনি কোন না কোন ভাবেই একবার হলেও অনলাইন থেকে আর্ন করতে চেয়েছেন, অনেকে হয়তো হাজার বার চেষ্টা করে ব্যার্থ হয়ে হতশায় ভূগছেন।  যদি আমার ধারনার সাথে আপনার জীবনের গল্প এতটুকু মিলে যায় তাহলে আমার টিউনের টাইটেল আপনার জন্য যথার্থ।

আপনি হয়তো অনলাইনে নিজের ক্যারিয়ার গড়ার সংগ্রামে নেমে জীবনের অনেক মূল্যবান সময় নষ্ট করে ফেলেছেন।  জীবনের এই প্রান্তে এসে হিসাব মিলিয়ে দেখছেন যোগফল শূন্য। যোগফল শূন্য হয়ার একমাত্র কারন আপনি এই লাইনে সঠিক কোন গাইড লাইন পাননি বা এমন কেউ ছিল না যে আপনাকে সঠিক পথের ঠিকানা টা দিবে। এমনো হয়েছে আপনার দূর্বলতার সুযোগ নিয়ে অনেকেই আপনাকে ঠকিয়েছে বারংবার।  হতাশায় ভূগছেন পেচনে ফেলে আশা অতীতের ভূলগুলো নিয়ে।

আর নয় ভূল পথে পা বাড়ানো। যদি সত্যিই আপনি অনলাইনকে কে আপনার ক্যারিয়ার বা পার্টটাইম হিসেবে নিয়ে চান তাহলে আপনি জয়েন করতে পারেন নিবেদিত প্রান কার সা ভাইয়ের ViralStyle Bangladesh গ্রুপে। কাজের প্রতি সততা, নিষ্টা ও শ্রম থাকলে বদলে দিতে পারে এই গ্রুপ আপনার জীবনধারা। কার সা ভাই এই গ্রুপেরই এডমিন। তিনি এই গ্রুপের জন্য এতটাই নিবেদিত যে আপনার যেকোন সমস্যাকে (মার্কেট রিলেটেড) নিজের মত করে দেখেন।  এই গ্রুপ ও কার সা ভাই সর্ম্পকে আমি বিশেষ কিছু বলবো না কারন আপনারা জয়েন করলেই বুঝতে পারবেন এর কার্যকারিতা। এই গ্রুপে আরো আছেনবাঘা বাঘা মার্কেটার, ডিজাইনার।

    কিবরিয়া ভাই যার মধ্যে অন্যতম।

মনে রাখবেন এটি কোন পিটিসি সাইট বা ইউটিউব আর্নিং এর গ্রুপ নয়, এই গ্রুপ আপনাকে একজন সফল মার্কেটার হতে সহায়তা করবে, সুতরাং না বুঝে গ্রুপে ঝাপিয়ে পড়বেন না।

 নিজেকে সফলতার উচ্চ শিয়রে দেখতে চাইলে সফল ব্যক্তিদের অনুকরন নয় অনুসরন করুন।বেশি বেশি করে সফল ব্যক্তিদের জীবনী পড়ুন মনে রাখবেন পৃথিবীতে যত সফল ব্যক্তি আছে ওনারা সবাই ব্যার্থ হতে হতে সফল হয়েছেন। তাই একবার দুবার ব্যার্থতাকে অক্ষমতা ভাববেন না। জানার ও শেখার চর্চা চালিয়ে যান সফল একদিন হবেনই ইনশ-আল্লাহ।

আজ এই প্রর্যন্ত, পরের টিউনে আরো কিছু  Group নিয়ে হাজির হবো সেই প্রর্যন্ত আল্লাহ আপনাদেরকে সস্থ ও ভাল রাখুক। আমিন।

ভাল হোক মন্দ হোক টিউমেন্ট করতে ভুলবেন না

আপনাদের সাড়া পেলে আসছি ইউটিউব মার্কেটিং ও আর্নিং এর ধারাবাহিক টিউটোরিয়াল নিয়ে।

ফেইসবুক আমি

Level 0

আমি Kazi Reza। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 102 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস