হায় বন্ধুরা আশাকরি সকলে আল্লাহর রহমতে ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ কৃপায় ভাল আছি। আমি আবারও আপনাদের মাঝে উপস্থিত হয়েছি রাজধানী উন্নয়ণ কর্তৃপক্ষ (রাজউক) এর Detailed Area Plan এর টপিক নিয়ে।
আমরা সকলেই জানি যে, রাজধানী উন্নয়ণ কর্তৃপক্ষ (রাজউক) এর কাজ হলো রাজধানীর উন্নয়নে প্রতিনিয়ত কাজ করা। সেসকল বিষয় চিন্তা করেই রাজউক প্লান তৈরী করছে এবং কাজ করে যাচ্ছে।
এখন আমরা রাজউক এর মূল ওয়েব সাইট থেকে বিভিন্ন এলাকার Detailed Area Plan দেখতে পারি। দেখার জন্য আমাদের প্রথম রাজউক এর মূল http://www.rajukdhaka.gov.bd ওয়েব সাইটে যেতে হবে।
হোম পেইজ ওপেন হবার পর Detailed Area Plan সিলেক্ট করে DAP Image অপশনে ক্লিক করতে হবে।
DAP Image এ ক্লিক করার পর উপরের চিত্রের মত দেখা যাবে, তীর চিহ্নিত অপশনে ক্লিক করলে একটি এক্সেল ফাইল ওপেন হবে। সে ফাইল থেকে আপনি কোন ইমেজ ফাইলে কোন এলাকার তথ্য আছে তা আপনি খুজে পাবেন। তার পরও যদি কেউ না বুঝেন তাহলে আমার ভিডিওটি দেখতে পারেন। DAP Image Video
আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরবর্তী টিউনে, সবা্ই ভাল থাকবেন, আল্লাহ হাফেজ।
আমি রিয়াজ উদ্দিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
khub sundor