আসসালামু আলাইকুম,
অনেক দিন হলো টেকটিউনসের সাথে সম্পৃক্ত হয়েছি। টেকটিউনস বন্ধুদের কাছে থেকে অনেক কিছু শিখেছি। বলতে গেলে কম্পিউটার বিষয়ক কোন কিছু জানার প্রয়োজন হলে সার্চ দিয়েছি। আজ এমএস এক্সেল এর একাধিক ফাইল এক ফাইলে রূপান্তর করার সময় মনে হলো কিভাবে সহজে এই কাজটি করা যায়। গুগল মামারে সার্চ দিয়ে পেয়ে ও গেলাম আর আমার মত যারা দ্রুত কাজ করতে চান মূলত এই টিউনটি তাদের জন্য।
কাজটি করতে গেলে Kutools for Excel সফটওয়ার এর প্রয়োজন হবে। ডাউনলোড লিংক লেখার শেষে দেওয়া আছে।
Kutools for Excel ইনস্টাল হয়ে গেলে, please click Enterprise > Combine.
১. Combine Worksheets wizard হতে Combine multiple worksheets নির্বাচন করুন। screenshot টি দেখুন :
2. wizard এর দ্বিতীয় ধাপে সমস্ত খোলা workbooks এবং worksheets এর লিস্ট বক্সে দেখানো হয়েছে। আপনি Add button এ click করে যে সমস্ত files অথবা folder combine করতে চান তা নির্বাচন করে Open করুন। তারপর যে সমস্ত worksheet merge করতে চান তার বাম পাশ্বের চেক বক্স এ টিক চিহ্ন দেওয়া না থাকলে click করে টিক চিহ্ন দিন। screenshot টি দেখুন :
৩. যে সমস্ত Worksheets merge করতে চান, তা নির্বাচন করা হয়ে গেলে Next button এ click করার পর ৩নং wizard এ উল্লেখিত option নির্বাচন করুন:
Then Click Finish.
আপনি চাইলে ফাইলের নতুন নাম দিতে পারবেন।
সরাসরি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন
Size: 20.90 MB ~ 22.60 MB
Office: Excel/Office 2007, 2010, 2013, 2016 and 365, 32 bit and 64 bit.
Windows: Windows 7/8/8.1/10, XP, Vista, Server 2003, 2008 and 2012.
আপনাদের সুচিন্তিত মতামত আমার চলার পথে পাথেয় হবে। এ ধরনের টিউন অন্য কেউ করে থাকলে আমি আন্তরিক ভাবে দুঃখিত।
সবাইকে ধন্যবাদ
আমি আব্দুল্লাহ আল মামুন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 7 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
sundor post