Hello সবাই কেমন আছেন? নিশ্চয় খুব ভাল আছেন আর সর্বদা সেই কামনা। আজ আবারও হাজির হলাম সাটলিপির ১০ম পর্বে। বন্ধুরা আপনারা কি কিছু শিখতে পারছেন? যদি না পারেন তবে ব্যার্থ আমি। যাই হোক আজ আমি শেখাবো কিভাবে প্রতিতা সাটলিপির সাথে "উ-কার বা ঊ-কার এবং "ও-কার দিতে হয়।
বন্ধুরা সাটলিপি তে উ-কার অনেকটা উলটা U এর মত এবং ও-কার u এর মতই।
আজ আমি সবটুকু ভিডিওতে দেখিয়েছি অর্থাৎ বই এর ফটো ভিদেওতে দিয়া দিছি আপনারা সেখান থেকে নিয়া প্রাক্টিস করবেন। তো চলুন ভিডিওতি দেখি। এখান থেকে
বন্ধুরা কিছু কথা বলতে চাই তা হচ্ছে অনেকেই ভালভাবে শিখছেন,আমার টিউনের জন্য অপেক্ষা করেন। আমি অবশ্য একটু দেরিতেই টিউন করছি। youtube এর টিউমেন্ট এ অনেকেই এই দেরির কথা বলেছে, যারা দ্রুত শিখছেন তাদের কে instantly সাহায্য করার জন্য আমি আমার সাথে যোগাযোগ রাখতে বলেছিলাম যাতে টিউন না করতে পারলেও ফটো পাঠিয়ে সাহায্য করতে পারি। ভালো থাকুন সুস্থ থাকুন, আর হ্যা টেকটিউনসের সাথে থাকুন, মেতে উঠুন প্রযুক্তির সুরে।
আমি hripon। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 167 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Nice Video