বন্ধুরা সবাই কেমন আছেন? আজ আবারও হাজির হলাম সাটলিপির অষ্টম পর্বে। পুর্ব টিউটোরিয়াল গুলো ভালভাবে করেছেন তো সবাই?
আমি বেশ কয়েকদিন মিস করেছি কিন্তু এই সময়ে নিশ্চয় আপনারা ফুল স্পিডে শিখে ফেলেছেন। আজ আমি দেখাবো কিভাবে "আ-কার এবং ও কার দিতে হয় এবং বাক্য লিখতে হয়।
বন্ধুরা সাটলিপিতে "আ-কার এবং ও-কার একই। কোন আলাদা সংকেত নয়। তাই হয়ত আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে তাহলে কিভাবে বুঝব কোথায় "আ-কার" উচ্চারন আর কোথায় ও-কার উচ্চারন। বন্ধুরা আমি কি করব বলুন, সাটলিপিটাই যে এরকম। কিন্তু আপনি ভালভাবে শিখলে বুঝতে পারবেন যেমনঃ বেলা এবং বালা একই বানান একই রকম সাটলিপি। তো কেউ বলল বেলা গেল সন্ধ্যা নামলো। তখন আপনি বুঝতেই পারবেন যে "বেলা" হবে,কারন বালা গেল তো কোন বাক্য আছে বলে মনে হয় না। নিছের ফটোটি দেখুন, এটা বই এর পাতা।
আর কিভাবে লিখতে হবে তা ভিডিওতে দেখুন নিচে।
ভিডিওটিতে লাইনের লাস্টে দেখতে হয়ত একটু অসুবিধা হতে পারে।কিন্তু আমি রিভিও করেছি বেশি সমস্যা হবেনা। আপনারা খাতাই লিখে নিবেন আর ওপরে তো পৃষ্ঠাটী দেয়া হয়েছে।
ভিডিও ফ্রেম দেখতে না পেলে নিচের লিঙ্ক থেকে ভিডিওটি দেখুন
বন্ধুরা আপনারা অনেকেই দ্রুত শিখছেন, যারা আমার পরবর্তি টিউটোরিয়াল দেয়ার আগেই দ্রুত গতিসহ শিখে ফেলছেন তারা আমাকে আবার দেবার কথা জানাতে টিউমেন্ট করতে পারেন।
আমি hripon। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 167 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
প্রিয় টিউনার,
আপনাকে এই চেইনটি চলমান করার জন্য অনুরোধ করা গেল। দয়া করে আপনার চেইন টিউনটি নতুন পর্ব যুক্ত করুন এবং নিয়মিত আপডেট করুন। ধন্যবাদ।