আমি আজিজুর রহমান আসিফ।
আমাকে নিয়ে নতুন করে কিছু বলার নেই। এটি একটি অনলাইন কোর্স। যা সম্পূর্ণ ফ্রীতে। শুধু টিউটোরিয়াল দিয়েই শেষ নয়। ফেসবুক Group এর মাধ্যমে নিয়মিত অনলাইন সাপোর্ট দেওয়া হয়। ফেসবুক গ্রুপ লিঙ্ক টিউনের শেষে।
এটি একটি ভিডিও এডিটিং সফটও্যার + স্ক্রিণ রেকর্ডার। আপনি ভিডিও এডিট করার জন্য এটি ব্যবহার করতে পারেন।এটী ব্যবহার করা সহজ অনেক।তাই অনেকের পছন্দ এই এডিটর। যারা একেবারে নতুন তারাও খুব সহজে এই ভিডিও এডিটর ব্যবহার করতে পারবে।
তারপর রয়েছে এটির সাথে Screen Recorder রয়েছে। Screen Recorder মানে হচ্ছে আপনার পিসির যে স্ক্রিন তা রেকর্ড করবে। আপনি পিসিতে যা করবেন তা ভিডিও আকারে রেকর্ড হবে। আপনারা আমার ভিডিও গুলো দেখলে দেখবেন আমি এভাবে ভিডিও রেকর্ড করে আপনাদের সাথে শেয়ার দেই।
Camtasia Studio কীভাবে আপনার পিসিতে ইন্সটল দিবেন ?
ইন্সটল দেওয়ার জন্য প্রথমে ডাওনলোড করতে হবে। ডাওনলোড লিঙ্ক আমি আমার ৬ নাম্বার টীউটোরিয়াল এ দিয়েছিলাম। ওখান থেকে ডাওনলোড করে নিবেন।
ডাওনলোড করার পর ফাইলটি আনজিপ করবেন। আনজিপ কীভাবে করবেন ? আনজিপ করার জন্য ফাইল এর উপর রাইট বাটন ক্লিক করেন,তারপর নিচের ছবি দেখুন
এখানে Extract to camtasia সিলেক্ট করবেন। ফাইল টি আঞ্জিপ হবে। আনজিপ হবার পর ফাইল এর ভিতরে প্রবেশ করবেন।করলে নিচের ছবির মতো দেখবেন
এখনই ইন্সটল দিবেন না। ইন্সটল দেওয়ার আগে আপনার পিসির নেট কানেকশন অফ করে নিন। নাহলে আপনি ফুল ভার্সন ইউস করতে পারবেন না।নেট অফ করে উপরের ছবির দেখানোমতো জায়গায় ক্লিক করে ইন্সটল দিন। ইন্সটল দিবার পরে সফটপ্ব্যার ওপেন করবেন না। কারণ ওপেন করলে আপনি ফুল ভার্সন ইউস করতে পারবেন না।
এটি ফ্রী ভার্সন।এর ফুল ভার্সন কীভাবে ইউস করব ?
এই প্রসেস টা অনেক কাহিনি করে দেখতে হবে। নিচে ভিডিও টি দেখুন তাহলেই বুঝবেন।ভিডিও লিঙ্ক দেওয়া যাচ্ছে না।আপনাকে আমার পেইজ এ যেতে হবে। পেইজ এ গেলেই ভিডিও টি পাবেন। টেকটিউনস নীতিমালায় নেই দেখে দেওয়া হলো না এখানে। ভিডিও লিঙ্ক
ফুল ভার্সন করা হয়ে গেলে এবার আমরা এডিট শিখব। চলুন আমরা এডীট শিখে ফেলি।
এই যে নিচে দেখুন
সৌজন্য আজিজুর রহমান আসিফ Facebook Group
আমি আজিজুর রহমান আসিফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 41 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Thanks