Hi বন্ধুরা সবাই কেমন আছেন? সাটলিপিতে আবারও স্বাগত জানাই। আপনারা শিখছেনতো? সময় দিতে পারছেন তো? আমি জানি ধৈর্য ধরে সময় দেয়া খুব কঠিন। তবুও আগ্রহীদের কষ্ট করে সময় দিতে হবে কারন আমরা জানি এ পৃথিবীতে কিছু সহজে লাভ করা জায়না। ভাল কিছু অর্জনের পেছনে আছে কথোর পরিশ্রম।
আজ সাটলিপিতে আমি দেখাবো কিভাবে আচড় বা অক্ষর দিইয়ে শব্দ গঠন করা যায় ও বাক্য লেখা যায়। তবে আজ শুধু সরল ভাবে শিখব। যেসকল সব্দে 'এ' বা 'আ' কার নাই, শুধু বর্ণ দিয়ে গঠন করা যায় সেগুলো দেখবো সাথে কোন আচড়ের সাথে বাংলায় কি শব্দ আছে সেগুলোর ব্যবহারও দেখব।
চলুন নিচের ভিডিওটি দেখি।
তো বন্ধুরা কোন সমস্যা হলে অবশ্যই জানাবেন
আর নিছে আমি পেজটি দিয়া দিচ্ছি
ফটোটি দেখে বাকি গুলো আপনারা প্রাক্টিস করেন, আর হ্যা বন্ধুরা ভিডিও ফ্রেম দেখা না গেলে এই লিঙ্ক থেকে ভিডিওটি দেখে নিতে পারেন। আমি কয়েকদিন দেখেছি টিউন করার পরপরই ভিডিও ফ্রেম আসে না তাই লিংক দিলাম এখানে দেখুন। আজ এ
পর্যন্ত,আপনাদের মতামত আশা করছি।
আমি hripon। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 167 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।