সত্যিকারের নেট থেকে মোবাইলে এস.এম.এস.!! ঝামেলামুক্ত

আমি অনেকদিন থেকেই চেষ্টা করেছিলাম নেট থেকে ফ্রী sms পাঠাতে। এর আগে cellity, fishtext ইত্যাদী আবোল-তাবোল অফার ব্যবহার কের কোন লাভ হয়নি। কোনটায় sms এ মেসেজ পড়ার লিংক পাঠায় ত কোনটায় উভয় পাশেই জাভাওয়ালা ফোন থাকতে হয়।

সব সমস্যা সমাধানে এল এক সাইট যাতে সহজেই registration করে যতখুশী sms পাঠানো যায়।

সাইটের নাম http://www.wadja.com হয়ত আমার ভাইয়েরা অনেকে ববহারও করেন। আমি পহেলা বৈশাখে 30টার এপরে sms পাটিয়েছি আমার বন্ধুদের।

আপনাদের সুবিধার জন্য আরেকটু খোলাসা করি, কেমন?

১. প্রথেমই উক্ত সাইটে গিয়ে registration করুন ।

২. দুভাবে sms পাঠানো যায় ক. http://www.wadja.com থেকে খ. m.wadja.com থেকে. উল্লেখ্য যে প্রথমটি PC র জন্য পরেরটি mobile এর জন্য. তবে আমি পরেরটিতে যাই কারন মোবাইলের জন্য বলে পেইজ লোড হতে কম সময় নেয়।

৩. sign in করে compose এ যান, এরপর sms এ ক্লিক করুন।

৪. এবার আপনার মোবাইল নম্বর, যে নম্বরে পাঠাবেন সেই নম্বর আর মেসেজ লিখে পাঠিয়ে দিন। ব্যস! হয়ে গেল, ফ্রী sms.

কিছু Personal কথা:::

আপনার মোবাইল নম্বরটি verify করে নিন।

এটা টেকটিউনসে আমার প্রথম টিউন, সিনিয়রদের মন্তব্য পেলে ভাল লাগবে।

এমনিতে এই টিউনটি লিখতাম না কিন্ত বিশেষ কারনে লিখতে হচ্ছে। আমি BBA শেষ করলাম আমার জন্য দোয়া করবেন।

আমি একজন নতুন Blogger, আমার Blog Visit করে মন্তব্য করুন, উৎসাহ দিন।

http://alok-mistry.blogspot.com

আমার নতুন সাইট দেখুন এখানে- ক্লিক করুন

সবেশেষে ধন্যবাদ টিউনটি পড়ার জন্য, আর বিশেষ ধন্যবাদ টেকটিউনস কে।

Level 0

আমি অলোক মিস্ত্রী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 95 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

if anybody want to sent sms anywhere in the world from net it’s totally free. just sent me mail ( [email protected]). then i will give you the username name and password. ২50 sms per month. it’s not a joke.————kamrul ahsan

আসলে ওয়াদজা নিয়ে অনেক আগেই টিউন হয়েছে। আর ওখানে আনলিমিটেড না। যাই হোক আপনি হয়ত নতুন টিউনার তাই জানেন না। আপানার ব্লগের লেখা প্রথমবার দিলেন যখন ভাল তবে এর পর আপনার কাছে প্রযুক্তি বিষয়ক সবার কাজে লাগবে এমন লেখা আশা করব।

এরকম টিউন আগেও করা হয়েছে। তবে এর সীমাবদ্ধতা হল ৯০ ক্যারেক্টারের বেশি লেখা যায় না। বেশি লেখার জন্য ক্রেডিট কিনতে হয়। ধন্যবাদ টিউনটির জন্য।

Level 0

ভাই আর ভালো লাগে না।

Super…

এর আগে এটা নিয়ে টিউন হয়েছে।

Level 0

কিছুদিন আগে পত্রিকায় দেখে এই ওয়েব সাইটটিতে লগ-ইন করেছিলাম, কিন্তু এস.এম.এস পাঠানোর কোন লিংক খুজে পাইনি। এবারও পেলাম না। কেউ হেল্প করবেন প্লিস..!

কাজ করে না .

বেশ কয়েক দিন এই সাইটে চেষ্ঠা করেছি কিন্তু লাভ হয়নি

হ্যালো, কেমন আছেন আপনারা? আশা করি ভাল। মন্তব্যের জন্য ধন্যবাদ। এই সাইট কাজ করে 100%। আমি আজ ও পাঠালাম। দয়া করে সঠিক পদ্ধতিতে কাজ করুন, অবশ্যই sms যাবে।

tips: মোবাইল সাইটটি ব্যবহার করুন। ধন্যবাদ।

Level 0

চালিয়ে যান…….

Level 2

ভাই অলোক মিস্ত্রি,
আমি এইমাত্র রেজিষ্ট্রেশন করে এসএমএস (sms) করলাম , কিন্তু জবাবে বারবার invalid international number আসছে । কিছু বুঝতে পারছি না । কেন এরকম হচ্ছে জানালে কৃতার্থ হবো । ( বিঃদ্রঃ বর্তমানে আমি সৌদি আরবে বাস করছি, এবং আমার মোবাইল নাম্বার 009660562940287)

মোহাম্মদ রেজাউল করিম মনি
[email protected]

ibn_ismail ভাই নম্বরের আগে + দিতে হবে

Apnara sabbai way2sms.com e ekbar dekhte paren… amito roj i pathai…ekhono porjonto kono poisa chay nai amar kachh theke.
Thanks Sabbai ke.

    Level 0

    way2sms a rag korta parsina

ধন্যবাদ বিপাশা, আপনার পরামর্শ অনুযায়ী কাজ করেছি । ফলাফল ভাল

সাইটটা ভাল তেব ৫ টার বেশী এস এম এস এক দিনে করা যায় না। কোন অানিলিমিটেড লিংক থাকলে জানাবেন।

Level 0

ভাইয়া আসলে ফ্রী আনলিমিটেড এসএমএস এর ওয়েবসাইট হলো http://www.afreesms.com ধন্যবাদ ।দোয়া করবেন