আমি অনেকদিন থেকেই চেষ্টা করেছিলাম নেট থেকে ফ্রী sms পাঠাতে। এর আগে cellity, fishtext ইত্যাদী আবোল-তাবোল অফার ব্যবহার কের কোন লাভ হয়নি। কোনটায় sms এ মেসেজ পড়ার লিংক পাঠায় ত কোনটায় উভয় পাশেই জাভাওয়ালা ফোন থাকতে হয়।
সব সমস্যা সমাধানে এল এক সাইট যাতে সহজেই registration করে যতখুশী sms পাঠানো যায়।
সাইটের নাম http://www.wadja.com হয়ত আমার ভাইয়েরা অনেকে ববহারও করেন। আমি পহেলা বৈশাখে 30টার এপরে sms পাটিয়েছি আমার বন্ধুদের।
আপনাদের সুবিধার জন্য আরেকটু খোলাসা করি, কেমন?
১. প্রথেমই উক্ত সাইটে গিয়ে registration করুন ।
২. দুভাবে sms পাঠানো যায় ক. http://www.wadja.com থেকে খ. m.wadja.com থেকে. উল্লেখ্য যে প্রথমটি PC র জন্য পরেরটি mobile এর জন্য. তবে আমি পরেরটিতে যাই কারন মোবাইলের জন্য বলে পেইজ লোড হতে কম সময় নেয়।
৩. sign in করে compose এ যান, এরপর sms এ ক্লিক করুন।
৪. এবার আপনার মোবাইল নম্বর, যে নম্বরে পাঠাবেন সেই নম্বর আর মেসেজ লিখে পাঠিয়ে দিন। ব্যস! হয়ে গেল, ফ্রী sms.
কিছু Personal কথা:::
আপনার মোবাইল নম্বরটি verify করে নিন।
এটা টেকটিউনসে আমার প্রথম টিউন, সিনিয়রদের মন্তব্য পেলে ভাল লাগবে।
এমনিতে এই টিউনটি লিখতাম না কিন্ত বিশেষ কারনে লিখতে হচ্ছে। আমি BBA শেষ করলাম আমার জন্য দোয়া করবেন।
আমি একজন নতুন Blogger, আমার Blog Visit করে মন্তব্য করুন, উৎসাহ দিন।
http://alok-mistry.blogspot.com
সবেশেষে ধন্যবাদ টিউনটি পড়ার জন্য, আর বিশেষ ধন্যবাদ টেকটিউনস কে।
আমি অলোক মিস্ত্রী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 95 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
if anybody want to sent sms anywhere in the world from net it’s totally free. just sent me mail ( [email protected]). then i will give you the username name and password. ২50 sms per month. it’s not a joke.————kamrul ahsan