বন্ধুরা কেমন আছেন সবাই? ইদানিং কারও রেসপন্স পাচ্ছিনা। কেউ সাটলিপি শিখছেন নাকি আগ্রহ হারিয়ে ফেলছেন। আগ্রহ হারিয়ে ফেললে আর এই টিউন চালিয়ে যাবনা।
আজ সাটলিপির টিউটোরিয়ালে বাংলা পর্বে নতুন কিছু দেবনা কারন যেগুলো দিয়েছি আমার মনে হয় তা এখনও কেউ আয়ত্ব করতে পারেননি। আমিও পারিনি। তাই ওগুলো যতক্ষন না ভাল করে শীখতে পারছেন ততক্ষন নতুন দেয়াটা বৃথা, সাটলিপি এমন একটা জিনিস যার প্রাথমিক পর্ব গুলো খুবই গুরুত্বপুর্ন, যে ব্যক্তি বর্ন বা এলফাবেট চেনে না সে ভাষা শীখবে কিভাবে? ঠিক সেই রকম। যখন আমরা বাক্য লেখা শুরু করব তখন অল্প মিস করলেও চলে কিন্তু এখন চলবে না। আপনারা যদি কেউ শিখতে যেয়ে সমস্যায় পড়েন তা আমাকে বলতে পারেন।
আজ যেটি দেব তা হল ইংলিশ সাটলিপি বা সর্টহ্যান্ড। হ্যা বন্ধুরা সাটলিপি আমাদের দেশের কোন আবিষ্কার নয়। এটি ইন্টারন্যাশনাল। ইংলিশ ভার্শন জানলে শুধু দেশে নয় বিদেশেও মুল্য পাবেন।
তো যাই হোক কিছু কথা এই যে, আমরা সাটলিপি তে বলেছিলাম যে ২৫ টা আচড় আছে। হ্যা মোট ২৫ টা। ইংলিশেও ২৫ টা। বন্ধুরা ভয় পাবেন না ইংলিশ শিখতে যেয়ে আপনাকে ডাবল কষ্ট করতে হবে না। অল্প একটু কষ্ট করলেই চলবে। কারন মোট ২৫ টা আচড় এর ভেতর ২৪ টা আচড় বাংলা ইংলিশ একই। শুধু ১ টি আচড় বাংলাতে আলাদা, ইংলিশেও আলাদা। বাকি সব একই। মজার ব্যাপার কি জানেন? আমরা বাংলারিরা একটু বেশিই পাই। বুঝলেন নাতো? বলছি। ইংলিশ ভাষাটা আলাদা হলেও সর্টহ্যান্ড শিখতে ইংলিশ এর বানান বাংলার মত করেই লিখতে হবে। উদাহরন দলে ক্লিয়ার হবে। আপনার কম্পিউটার এ বাংলা লেখেন অভ্র কীবোর্ড দিয়া কিভাবে জানেন নিশ্চয়? " ইংলিশ বানান এ amar লিখলেই বাংলা আমার হয়। তেমনি সর্টহ্যানড বাংলা বানান রীতিতেই ইংলিশ করতে হবে। কত্ত সহজ তাইনা? শুধু চাই শেখার আগ্রহ ও ধৈর্য।
তো আজকের ইংলিশ সর্টহ্যান্ড এ আমি দেখিয়েছি কিভাবে লিখতে হবে। হ্যা আমি এক পর্ব কম করে দিছি কারন যারা বাংলাটা শিখেছেন তারা বুঝতে পারবেন যেটা দিয়াছি সেখান থেকেও কোন প্রবলেম নাই। আর সমস্যা হলে অবশ্যই জানাবেন। চলুন আজকের ভিডিওটি নিচ থেকে দেখি।
তো বন্ধুরা আজ এ পর্যন্ত। আপনাদের ফিডব্যাকের অপেক্ষায় রইলাম।
আমি hripon। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 167 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাই আাপনার টিউন চালিয়ে যান। আমি শিখার চেষ্টা করচ্ছি। তবে আমার শিখার গতি কম। আপনার জন্য অনেক অনেক শুভ কামনা রইল।