সাটলিপি শিখুন সহজে [পর্ব-০৪] :: ভিডিও টিউটোরিয়াল

কেমন আছেন সবাই? নিশ্চয় সবাই খুব ব্যস্ত আছেন? গতকালের টিউনে সবাইকে পাইনি তবুও আজ হাজির হলাম ৪ নাম্বার পর্বে। আজ আমি পুরোটা দেখাবো লেখা বিষয়ে। সাটলিপির আচড় শেখা এবং লেখার বেসিক বিষয় আজকের পর্বের মাধ্যমে শেষ। খাতায় কিভাবে লিখতে হবে তা যথাসম্ভব আমি দেখিয়েছি আজকের ভিডিওতে, আমি লেকচার দিতে পারিনা এবং ক্যামেরার সামনে একেবারেই নতুন তাই আমার ভয়েস হয়ত ভালনা তবুও যে টুকু সম্ভব চেষ্টা করেছি, আপনারা ভাল করে শুনবেন এবং যেভাবে বলেছি সেভাবেই লিখবেন।

এই চারটি পর্বে যেটুকু দেখানো হয়েছে সেটুকু ভালভাবে সম্পুর্ন জানতে হবে তা না হলে পরবর্তী পর্বে যাওয়া বৃথা। কারন পরবর্তি পর্বে আমরা একটি শব্দের পাসে আরেকটি লেখা শিখব এবং কিভাবে "আকার, একার" দিতে হয় জানব। ফলে ছোট ছোট শব্দ গঠন করতে হবে। কাজেই এই পর্ব গুলো আপনারা ভাল করে জেনে নেন।

আরেকটা কথা সাটলিপির আচড় গুলো মুখস্থ হয়েছে তো? না দেখে আন্দাজে লিখতে হবে বার বার। ঠিক যেন আপনি নতুন ভাষা শেখার জন্য অ আ ক খ শিখছেন তেমন। সাথে গতকাল প্রতিটা আচড় এর সাথে বাংলা যে শব্দ গুলো জড়ানো আছে সেগুলো মুখস্থ করতে বলেছিলাম। আমার মনে হয় এখনো পড়েননি বা পড়লেও এখন বলতে পারবেন না। জানি অনেকই উটকু ঝামেলা ভেবে শেখার আশা ছেড়ে দিয়াছেন হয়তবা। কিন্তু বাস্তবে কোন কিছুই সহজে হয়না, চাই ধৈর্য এবং পরিশ্রম। একনিষ্ঠ মন। এটা আমার চেয়ে টেকটিউনবাসি অবশ্যই ভাল জানেন কারন এখানে বহু কিছু শেখানো হয়েছে হচ্ছে, যেমন প্রগ্রামিং। অনেকেই শুরু করেন শিখতে কিন্তু কয়েকদিন পর ছেড়ে দেন। যাই হোক অনেক বক বক করলাম। এখন নিচে আজকের ভিডিওটি দেখি এবং লেখা প্রাক্টিস করি।

ভিডিওটি দেখে কারও কোন সমস্যা হলে জানাবেন। এই পর্ব ভালভাবে না শিখলে পরের পর্বে যাওয়া কঠিন হবে।

আমি টেক্টিউনস এ প্রতিদিন অনেকবার ধুকি তাই টিউমেন্ট করলে তার উত্তর পাবেন কাজেই কোন সমস্যা হলে জানাবেন।

Level New

আমি hripon। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 167 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Thanks a lot ,