সাটলিপি শিখুন সহজে [পর্ব-০৩] :: ভিডিও টিউটোরিয়াল

হ্যালো টেকটিউনারস  সবাই কেমন আছেন? সাটলিপি তৃতীয় পর্বে আবারও স্বাগত জানাই।

আজকের মূল টিউন শুরুর আগে কিছু বলতে চাই তা হল গতকালের পর্বে এক ভাইয়া ইংলিশ ভার্শন এর কথা বলেছে তাই আজ আমি প্রথম পর্ব ছোট করে ইংলিশ করতে চেষ্টা করেছি।

আমার ইংলিশ ভাল নয়, তাই একটু কষ্ট করে বুঝে নেবেন। যদিও একটু গ্রামার গত সমস্যা থাকতে পারে কিন্তু বুঝতে অসুবিধা হবেনা আশা করি।

এবার আজকের টিউন, আজ আমি ছোট করে দেখিয়েছি, ভিডিও টিউটোরিয়াল অনেক লম্বা নয় কিন্তু খুবই গুরুত্বপুর্ণ। সাটলিপির আসল উদ্দেশ্য হচ্ছে বক্তার বক্তব্য কে সংক্ষেপে দ্রুত লেখা। তাই কিছু জিনিস আসে মুখস্থ করতে হয়। আপনারা ফেসবুকে যেমন ওয়েলকাম লেখেন wc দিয়া তেমনই। তো কিছু আচড় এর সাথে কতকগুলো শব্দ আছে তা ভিডিওতে দেয়া হয়েছে, আপনারা সেগুলো লিখে মুখস্ত করবেন। একটা কথা বলি আগ্রহীদের, অনেকেই ভাবতেই পারেন দুদিন পর আমাকে আর পাওয়া যাবেনা কাজেই খাতা পত্র কিনে লাভ নাই। ভাই আপনাকেই বলছি,আপনি সাথে থাকলে, টিউমেন্ট করে জানালে বুঝবো আপনারা শিখছেন, আমি টিউটোরিয়াল পুর্ন করে দেব। মাঝ পথে হারাব না, বড়জোর দুদিন মিস হতে পারে যদি ব্যাস্ততা থাকে কিন্তু সম্পুর্ণ করে দেব কাজেই সেই ভাবে প্রস্তুতি নিন।

আজকের ভিডিওতে কি রকমের খাতা ব্যবহার করতে হবে দেখানো হয়েছে।

লেখার কৌশল অল্প দেখানো হয়েছে যা দেখলে সবগুলোই কিভাবে লিখতে হবে বুঝতে পারবেন। তাছাড়া লেখার নিয়ন কোন আচড়ে কলম কোথা থেকে শুরু করতে হবে সবই দেখানো হবে।
আজ এ পর্যন্তই।

কোন সমস্যা বা সাহায্যের জন্য আমার ইমো ID : +16192152420

Level New

আমি hripon। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 167 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অসংখ্য ধন্যবাদ আপনার টিউন চালিয়ে যাওয়ার জন্য।

Level New

apnakeo dhonnobad zamil vaia

Thanks

ধন্যবাদ। অনেক ভাল পোষ্ট। নিয়মিত চালিয়ে যাওয়ার জন্য অনুরোধ!!