সাটলিপি শিখুন সহজে [পর্ব-০২] :: ভিডিও টিউটোরিয়াল

হ্যালো টেকটিউনার,

কেমন আছেন সবাই? সাটলিপির প্রথম পরিচিতি মূলক গতকালের টিউন থেকে কয়েকজনের আগ্রহ দেখে পুর্নভাবে টিউন করব স্থির করেছি। আর তাই আজ হাজির হলাম পুর্নভাবে শুরু করতে। গতকালের টিউনে আমি মাত্র কয়েকটি আচড় দেখিয়েছিলাম আর ভিডিও শব্দটা ভাল ছিলনা। আজ আমি শব্দ ভাল করার চেষ্টা করেছি। আশা করি আজ কোন সমস্যা হবেনা শব্দে।

তো আজও বলছি সাটলিপিতে প্রচুর চাকরীর সুযোগ আছে। আর সবচেয়ে বড় কথা হল, সাধারন চাকরীর পরীক্ষায় প্রতিযোগিতা খুব বেশি কারন আপনার বা আমার মত মাস্টার্স পাস করা মেধাবী বহু যুবক ভাই বেকার ঘুরছেন তারা সবাই পরীক্ষায় প্রতিযোগিতা করে। বরং আমাদের থেকে তাদের রেজাল্ট ভাল। কিন্তু এই সাটলিপির পরীক্ষায় প্রতিযোগিতা খুবই কম। কারন এটি সবায় জানেন না এমনকি কোন কোন নিয়োগ পরিক্ষায় কেউ আবেদন করেন না। তাই ইহাতে চাকরীর সুযোগ বেশি।

যাই হোক ভিডিও টিউটোরিয়ালে প্রয়োজনীয় সব বলা হয়েছে। এখানে পুর্বের কথা গুলো আবার একটু বলতে চাই। ইংরেজীতে ২৬ টা অক্ষর আছে। বাংলায় ৫০টা।

কিন্তু সাটলিপিতে আছে ২৫টা। সাটলিপির অক্ষর গুলোকে আচড় বলা হয়। কারন এগুলো অক্ষর নয় শুধু মাত্র প্রতিক। বেশ কিছু প্রতিক একই রকম। শুধু দেখলে আপনি কোন পার্থক্য পাবেন না কিন্তু লেখার সময় বুঝবেন যে পার্থক্য আছে। এসব কথা অবশ্য ভিডিওতে বলা আছে এবং বুঝিয়ে দেয়া হয়েছে।

আজ ২৫টা আচড় সবগুলোই দেয়া হয়েছে। নিচের ভিডিও দেখুন

২৫ টা আচড় খাতায় লিখে নেবেন এবং বার বার লিখে প্রাক্টিস করবেন। আবারও বলছি সাটলিপি পুরোটা লেখার উপর শিক্ষা নির্ভর করে।

সমস্যা হলে অবশ্যই জানাবেন আর ভিডিও সাউন্ড সমস্যা হলে বলবেন।

Level New

আমি hripon। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 167 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই , ধন্যবাদ। আগের পর্বের ভিডিও টা দয়া করে আবার দিবেন। thanks

Level New

prothom porber ta porichiti mulok silo, videor voice e somossa ase, tobuo link dilam dekte paren https://youtu.be/N6zvE_Ic6zU

সাটলিপি শিখতে চাচ্ছিলাম কিছুদিন যাবৎ। সুযোগ হয়ে উঠছিল না। সাটলিপি নিয়ে সুন্দর ধারাবাহিক টিউন করার জন্য অসংখ্য ধন্যবাদ। আশাকরি ধারাবাহিক ভাবে সবগুলো টিউন দিবেন। আপনার জন্য শুভকামনা রইল।

Level New

জামিল খান vaia apnake dhoonobad onuprerona debar jonno, ami chesta korbo opekkhakrito sundor korte r sob post dibo insallah. r ha jehetu apni sikte chan kajei besi besi likhben, sudu tutorial porle ba dekhle tamon kisu sikte parben na, karon apni hoyto jane je shatlipi lekhar subidhar jonno udvabon kora hoyese.

Level 0

Onek dhonnobad vaia tune tar jonno ami ow kichu din age ek job e apply korar time e dekhcilam requirement e eta chilo kintu eta somporke amar dharona chilo na tokhon ek boro vai bolcilo eta sangbadik ra use kore then sekhar onek icca chilo aj apnar tutorial dekhe khushi hoilam asa kori apni tutorial continue korben r somvob hole apnar facebook id share korben… Thanks for your nice tutorial…

Level New

Soykat vaia apnake dhonnobad. fb e ami .com/waruf

অনেক ধন্যবাদ ভাই আপনাকে। অনেক খুজছি কিন্তু সাঁটলিপির কোন কোর্স পাই নাই। আপনার মাধ্যমে পেয়ে অনেক খুশি হলাম।