আসসালামুয়ালাইকুম,
ক্যমন আছেন সবাই?
বর্নান্ধ শব্দটার সাথে মোটামুটি সবাই পরিচিত, যারা পরিচিত না তাদের বলছি, বর্নান্ধ সেই সকল মানুষ যারা নির্দিষ্ট কিছু রঙ দেখতে পায়না।
অর্থাৎ, তারা আমাদের মত সবকিছু কালারফুল দেখেনা।
আমাদের দেশে কালার ব্লাইন্ড মানুষের সঙ্খা কিন্তু অনেক, যেহেতু এটা তেমন বড় কোনো সমস্যা না তাই কেউ গায়ে লাগায় না।
আপনি কালার ব্লাইন্ড কিনা এটা জানতে চান? আমি কালার ব্লাইন্ড টেষ্ট করার জন্য ৪-৫ মিনিটের একটা ভিডিও বানিয়েছি, চাইলে দেখতে পারেন।
আর যদি দেখেন আপনি কালার ব্লাইন্ড তাহলে বেশি চিন্তা করার দরকার নাই, আপনি কালার ব্লাইন্ড হলেও আপনার দেখতে তেমন কোনো প্রবলেম হবেনা, আর আজ কাল চসমা কিনতে পাওয়া যায়, যা দিয়ে আপনি সবকিচুর আসল কালার দেখতে পারবেন।
যদি এ সমন্ধে কারো কিছু আর জানতে মন চায় তাহলে ভিডিও তে টিউমেন্ট করবেন,
কেউ যদি টেস্ট করে দেখেন সে কালার ব্লাইন্ড তবুও কমে্নট করতে পারেন, আমি সমাধান দেওয়ার চেষ্টা করবো ইন্সা-আল্লাহ
কিছু জানতে চাইলে বিনা দ্বিধায় টিউমেন্ট করবেন
আমি ইয়ান হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 97 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।