আসুন সবাই মিলে টেকটিউনসকে জনপ্রিয় করি

আজকে প্রথম আলো আর সামু ব্লগে গিয়ে কিছুটা মন খারাপ হল কারণ আমার মনে হয়েছে টেকটিউনস হতে প্রথম আলো আর সামুর পাঠক বেশী কিন্তু অন্য যেকোন সাইট হতে টেকি বিষয়ক ভালো লেখা আসে টেকটিউনস এ কিন্তু শুধু প্রচারের অভাবে টেকটিউনস কিছুটা পিছনে কিন্তু একথা সত্য যাদের ইন্টারনেট আছে তারাই ব্লগ পড়ে বা লিখে আর অধিকাংশেরই টেকি বিষয়ক ব্লগের প্রতি আলাদা টান থাকার কথা।

আর টেকটিউনস এর মত সুন্দর আর পরিছন্ন ব্লগ আর একটিও নেই আমার মনে হয় কেউ এই ব্লগ একবার ভিজিট করলে সে আর এই ব্লগ ছাড়তে পারবেনা। প্রথম আলো তাদের পেপারের কারণে জনপ্রিয় হয়েছে আর সামুর বিজ্ঞাপন আমি অনেক পেপারে পেয়েছি।

তাই আমার সবার প্রতি অনুরোধ যারা টেকটিউনস ভালোবাসেন সবাই দয়া করে টেকটিউনসকে জনপ্রিয় করার জন্য কাজ করবেন বিভিন্ন ব্লগে টেকটিউনস এর ব্যাপারে লিখবেন আর টেকটিউনস ফ্যামেলীকে বলব সম্ভব হলে কিছু বিজ্ঞাপন দিবেন।আমি আরেকটা কথা বলি অনেকে একই লেখা কয়েকটি সাইটে পোস্ট করে আমি টেকটিউনস ছাড়া অন্য কোথাও এসব করিনা কারন টেকটিউনস আমার অসাধারণ লাগে

Level 0

আমি বিল্লাহ মামুন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 142 টি টিউন ও 1447 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

করি মায়ের ভাষায় চিৎকার........ http://bloggermamun.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আমিও আপনার সাথে একমত। টেকটিউনস অনে পরিচ্ছন্ন,নিয়ন্ত্রিত এবং রাজনীতি মুক্ত। কিন্তু অন্যান্য ব্লগ তা নয়।ওখানে রাজনীতি আর অশ্লীলতা দিয়ে ভরা। পারস্পরিক শ্রদ্ধাবোধ কম। আমি সহজেই বিভিন্ন পত্রিকায় টেকটিউনস এর উপর সংবাদ করাতে পারি যদি কতৃপক্ষের আপত্তি না থাকে। যেমন আমার নিজের সাইট খুব ছোট হলেও প্রতিদিনই বিভিন্ন জাতীয় পত্রিকায় এর উপর নিউজ হয় আমার বন্ধুরা ওসব পত্রিকায় থাকায়। আমি টেকটিউনস এর জন্যও এটা করতে পারি যদি কারো আপত্তি না থাকে।

আমার মনে হয় প্রথম আলো ও সামহোয়ার ইন ব্লগ জনপ্রিয় হওয়ার একটা কারণ হচ্ছে ওই সাইট গুলো রাজনীতি বিষয়ক। আমরা আবার অতি মাত্রায় রাজনীতির ভক্ত। এক দল আর এক দলের সমালোচনা না করলে ভাত হজম হয়না।

হুমম,আমি প্রথমেই মামুন ভাই কে ধন্যবাদ জানাচ্ছি এরকম একটি টিউন করার জন্য।আর তাই আমিও আপনাদের সাথে একমত টেকটিউন্সের মত এরকম পরিচ্ছন্ন একটি সাইট কোথাও দেখেছি বলে মনে পড়েনা।তাই যারা নিয়মিত টিউন করেন এবং টিউন পড়েন তাদের উচিত টেকটিউন্সের প্রচার আরও বেশি করে করার।এ ব্যাপারে টেকটিউন্স পরিবারকে আমি আনুরধ করব তারাও যেন এই বিষয় গুলোর প্রতি সজাগ দৃষ্টি রাখে।

আমার মনে হয় অনেকগুলো বাস্তব কারণে টেকটিউনস অতটা জনপ্রিয় নয়।
1. টেকটিউন্স প্রযুক্তি বিষয়ক একটি সাইট, যাদের প্রযুক্তি বিষয়ে আগ্রহ নেই তারা এই সাইটিতে একবার দুবার ভিজিট করতে আসতে পারে কিন্তু লেখা বা অংশ গ্রহন করার ব্যাপারে তাদের আগ্রহ কম।
2. টেকটিউন্সের পেছনে যারা কাজ করছেন তাদের সাইটের প্রোমশনের ব্যপারে আরো কিছু পদক্ষেপ নেয়ার বাকি আছে।
3. আমার কাছে মনে হয়েছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনে টেকটিউন্স একটু পিছিয়ে রয়েছে। আমি কোনো বিষয়ে গুগলে সার্চ দিয়ে টেকটিউন্সকে পাইনি কখনো। আমার সার্চের বিষয় নিশ্চই টেকি বিষয়।

আরো দু একটি কারণ হয়তো খুঁজে পাওয়া যাবে।

আমি কিন্তু সার্চ থেকেই জেনেছিলাম।

আমি আজই আমার সাইট Bdwebzone.com এ টেকটিউনস এর লিংক দিয়ে দিব।

@ নাসির আপনার কথা সত্য কিন্তু প্রচুর ইন্টারনেট ব্যবহারকারী আছে যারা টেকটিউনস কখনো ভিজিটই করেনি আপনি খেয়াল করে দেখবেন অন্য সাইটগুলোর প্রযুক্তি বিভাগেও অনেক ভিজিটার

@শাকিল ভাই অনেক অনেক ধন্যবাদ আশা করি টেকটিউনস ফ্যামেলির কোন আপত্তি থাকবেনা

@হাবিবুর ভাই আপনি কিন্তু অবশ্যই লিংক করবেন আমি কিন্তু চেক করব আর ভাই ধন্যবাদ

মামুন ভাইয়ের কথা ধ্রুব সত্য। কারন আমি টেকটিউনসে যখন প্রথম বার আসি তখন থেকে টেকটিউনস ছাড়া অন্য কিছু ভালো লাগে না। এত সুন্দর ব্লগ সাইট যে কেউ একবার আসলে আর ছাড়তে পারবে না। ধন্যবাদ সকলকে।

Level 0

জটিল একটা সাইট!!!!!! ধন্যবাদ টেকটিউনস ফ্যামেলী।

!!!একটা সত্যি কথা বলি…সেই যে কবে টেকটিউনস এ প্রথম বার ঢুকলাম এখনও পর্যন্ত ছাড়তে পারিনি।এখনও আমি দিনে
‘২৪’ ঘন্টাই অন্তত ‘৪৮’ বার ভিজিট করি নতুন নতুন টিউনস এর জন্য।তাই বলি যারা এখনও টেকটিউনস এ একবারও
ভিজিট করেনি অর্থাৎ টেকটিউনস এর সাথে পরিচিত নয় তাদেরকে যদি একবার বলা হয় ভিজিট করার জন্য তাহলে আমার
মনে হয় তারাও আমার মত টেকটিউনস কে ছাড়তেই চাইবেনা!!!

সাইফুর ভাই আমারও আপনার মত অবস্হা

Level 2

আসলেই এটা করা উচিৎ। সবাই মিলে চেষ্টা করি ভাল কিছু করার যাতে টেকটিউনস আসলেই টেকটিউনস হয়ে ওঠে।

“কেউ এই ব্লগ একবার ভিজিট করলে সে আর এই ব্লগ ছাড়তে পারবেনা।” ১০০% সত্য কথা।
আমি ফোরামে ডু মারি কেবল টিপস্‌ ও টিউটরিয়ালের খোজে, কিন্তু সার্চ থেকে টেকটিউনস পেয়েছি একটু দেরিতে, আর একটু দেরি হলে আমি মনেহয় রাজনীতিবীদ হয়ে জেতাম। এখন ভয়েও ওদিকে যাই না। আরোকিছু ভাল টিউটরিয়ালের সাইট পেয়েছি তা টেকটিউনসেরই মাধ্যমে তাই টেকটিউনসের কাছে আমি কৃতজ্ঞ।
নেট নিয়েছি আজ ২মাস ২০দিন
টেকটিউনসে ১ মাস হয়েছে।

Level 0

ভালো জিনিস একদিন ঠিকই তার প্রাপ্য পাবে, তাই আশা করি টেকটিউনস ও জনপ্রিয় হবে। চলেন সবাই মিলে ফেসবুকে একটা গ্রুপ খুলি, আর বিভিন্ন ব্লগে টেকটিউনস-এ প্রকাশিত পোস্টগুলো পাবলিশ করে টেকটিউনস-এর লিংক দিয়ে দেই।

ভায়েরা আমার সাইট http://www.bdwebzone.com এ আমি টেকটিউনসের লিংক দিয়েছি। সেটিও হোম পেজে। টেকটিউনসে যারা লেখে তাদের অধিকাংশের ওয়েব সাইট বা ব্লগ রয়েছে। আশা করি আমার মত তারাও তাদের সাইটে এরকম লিংখ দিবে। ধন্যবাদ সবাইকে টেকটিউনসের সাথে থাকার জন্য।

ফেসবুকে গ্রুপ আমি আজই তৈরী করব। আর আপনারা সবাই যেখানে যেই পিসি পাবেন মানে ভার্সিটিতে, অফিসে, ক্যাফেতে সব জায়গায় হোমপেজ হিসেবে টেকটিউনস এর পেজটি সেট করে দেবেন। আর টিউন করার সময় ট্যাগ বেশী ব্যাবহার করবেন তাহলে সার্চে সহজে পাওয়া যাবে।

ফেসবুকে টেকটিউনসের একটি অফিসিয়াল গ্রুপ ইতোমধ্যেই আছে। আপনারা এই গ্রুপে যোগ দিতে পারেন। আর আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ টেকটিউনসের প্রতি আপনাদের আন্তরিকতা ও অকৃত্রিম ভালোবাসার জন্য।

মেহেদী ভাই আপনাকে ধন্যবাদ