আজকে প্রথম আলো আর সামু ব্লগে গিয়ে কিছুটা মন খারাপ হল কারণ আমার মনে হয়েছে টেকটিউনস হতে প্রথম আলো আর সামুর পাঠক বেশী কিন্তু অন্য যেকোন সাইট হতে টেকি বিষয়ক ভালো লেখা আসে টেকটিউনস এ কিন্তু শুধু প্রচারের অভাবে টেকটিউনস কিছুটা পিছনে কিন্তু একথা সত্য যাদের ইন্টারনেট আছে তারাই ব্লগ পড়ে বা লিখে আর অধিকাংশেরই টেকি বিষয়ক ব্লগের প্রতি আলাদা টান থাকার কথা।
আর টেকটিউনস এর মত সুন্দর আর পরিছন্ন ব্লগ আর একটিও নেই আমার মনে হয় কেউ এই ব্লগ একবার ভিজিট করলে সে আর এই ব্লগ ছাড়তে পারবেনা। প্রথম আলো তাদের পেপারের কারণে জনপ্রিয় হয়েছে আর সামুর বিজ্ঞাপন আমি অনেক পেপারে পেয়েছি।
তাই আমার সবার প্রতি অনুরোধ যারা টেকটিউনস ভালোবাসেন সবাই দয়া করে টেকটিউনসকে জনপ্রিয় করার জন্য কাজ করবেন বিভিন্ন ব্লগে টেকটিউনস এর ব্যাপারে লিখবেন আর টেকটিউনস ফ্যামেলীকে বলব সম্ভব হলে কিছু বিজ্ঞাপন দিবেন।আমি আরেকটা কথা বলি অনেকে একই লেখা কয়েকটি সাইটে পোস্ট করে আমি টেকটিউনস ছাড়া অন্য কোথাও এসব করিনা কারন টেকটিউনস আমার অসাধারণ লাগে
আমি বিল্লাহ মামুন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 142 টি টিউন ও 1447 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
করি মায়ের ভাষায় চিৎকার........ http://bloggermamun.com
আমার মনে হয় প্রথম আলো ও সামহোয়ার ইন ব্লগ জনপ্রিয় হওয়ার একটা কারণ হচ্ছে ওই সাইট গুলো রাজনীতি বিষয়ক। আমরা আবার অতি মাত্রায় রাজনীতির ভক্ত। এক দল আর এক দলের সমালোচনা না করলে ভাত হজম হয়না।
মামুন ভাইয়ের কথা ধ্রুব সত্য। কারন আমি টেকটিউনসে যখন প্রথম বার আসি তখন থেকে টেকটিউনস ছাড়া অন্য কিছু ভালো লাগে না। এত সুন্দর ব্লগ সাইট যে কেউ একবার আসলে আর ছাড়তে পারবে না। ধন্যবাদ সকলকে।
“কেউ এই ব্লগ একবার ভিজিট করলে সে আর এই ব্লগ ছাড়তে পারবেনা।” ১০০% সত্য কথা।
আমি ফোরামে ডু মারি কেবল টিপস্ ও টিউটরিয়ালের খোজে, কিন্তু সার্চ থেকে টেকটিউনস পেয়েছি একটু দেরিতে, আর একটু দেরি হলে আমি মনেহয় রাজনীতিবীদ হয়ে জেতাম। এখন ভয়েও ওদিকে যাই না। আরোকিছু ভাল টিউটরিয়ালের সাইট পেয়েছি তা টেকটিউনসেরই মাধ্যমে তাই টেকটিউনসের কাছে আমি কৃতজ্ঞ।
নেট নিয়েছি আজ ২মাস ২০দিন
টেকটিউনসে ১ মাস হয়েছে।
ভালো জিনিস একদিন ঠিকই তার প্রাপ্য পাবে, তাই আশা করি টেকটিউনস ও জনপ্রিয় হবে। চলেন সবাই মিলে ফেসবুকে একটা গ্রুপ খুলি, আর বিভিন্ন ব্লগে টেকটিউনস-এ প্রকাশিত পোস্টগুলো পাবলিশ করে টেকটিউনস-এর লিংক দিয়ে দেই।
ফেসবুকে টেকটিউনসের একটি অফিসিয়াল গ্রুপ ইতোমধ্যেই আছে। আপনারা এই গ্রুপে যোগ দিতে পারেন। আর আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ টেকটিউনসের প্রতি আপনাদের আন্তরিকতা ও অকৃত্রিম ভালোবাসার জন্য।
আমিও আপনার সাথে একমত। টেকটিউনস অনে পরিচ্ছন্ন,নিয়ন্ত্রিত এবং রাজনীতি মুক্ত। কিন্তু অন্যান্য ব্লগ তা নয়।ওখানে রাজনীতি আর অশ্লীলতা দিয়ে ভরা। পারস্পরিক শ্রদ্ধাবোধ কম। আমি সহজেই বিভিন্ন পত্রিকায় টেকটিউনস এর উপর সংবাদ করাতে পারি যদি কতৃপক্ষের আপত্তি না থাকে। যেমন আমার নিজের সাইট খুব ছোট হলেও প্রতিদিনই বিভিন্ন জাতীয় পত্রিকায় এর উপর নিউজ হয় আমার বন্ধুরা ওসব পত্রিকায় থাকায়। আমি টেকটিউনস এর জন্যও এটা করতে পারি যদি কারো আপত্তি না থাকে।