আপনার পিসির সাউন্ড কোয়ালিটি আরো ক্রিস্টাল ক্লিয়ার করুন এবং গান শুনুন নতুন আঙ্গিকে (এক্সক্লুসিভ)

কেমন আছেন বন্ধুরা?নিশ্চয়ই ভাল।আজ একটি চমকপ্রদ Software নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি।তাহলে শুরু করা যাক আমার আজকের টিউনটি।
আপনারা যারা Crystal Clear Audio Sound শোনতে চান এবং Sound এ 3D Effect বাড়াতে চান তারা অবশ্যই SRS Audio Sandbox Software টি পছন্দ করবেন।

Software টি অনেকেই আগে ব্যবহার করে থাকতে পারেন,তবে অধিকাংশই হয়তো Softwareটি সম্পর্কে জানেন না।

আমরা অনেকেই DFX Audio Enhancer নামক Softwareটি ব্যবহার করেছি।দুটি Software এর কাজই এক,Sound Quality আরো সুন্দর,স্পষ্ট করা,Sound Noise দূর করা এবং Sound এর Crystallity বৃদ্ধি করা।কিন্তু মৌলিক পার্থক্য হল প্রথম Software টি যেভাবে Sound Quality বাড়াতে সক্ষম দ্বিতীয় Software টি তেমন নয়।তাছাড়া,DFX Audio Enhancer Software টি শুধুমাত্র কয়েকটি নির্দিষ্ট Media player যেমন-Windows Media player,Real Media player,Winamp,Media Jukebox প্রভৃতিতে কাজ করে,অথচ এসব Media player তেমন জনপ্রিয় না।আমরা অধিকাংশই KM Player,VLC media Player,GOM player চালাতে পছন্দ করি কিন্তু এগুলোতে DFX Audio Enhancer কাজ করে না।অন্যদিকে,SRS Audio Sandbox যেকোন Media Player এ সমানভাবে কাজ করে।এমনকি আপনার পুরো Windows System এর Sound Quality তে এটি আমূল পরিবর্তন আনে।SRS Audio Sandbox এর ইন্টারফেস চমকপ্রদ এবং কাজেও অনেক শক্তিশালী।এতে রয়েছে বিভিন্ন রকম Equalizer-General,Rock,Hip Hop,Classical,Jazz,Club,Blues,Country etc.তাছাড়া,আপনি Equalizer এডিট ও করতে পারবেন।আরো রয়েছে মিউজিক,মুভি,গেমস্ চালানোর জন্য আলাদা আলাদা সাউন্ড ইফেক্ট।সফটওয়্যারটির সাইজ মাত্র 7.5mb.তাহলে আর দেরি কেন?এখনই ডাউনলোড করে নিন SRS Audio Sandbox সফটওয়্যারটি আর আপনার Sound System এর যথাযথ ব্যবহার করুন।

ডাউনলোড লিঙ্ক

মিডিয়াফায়ার লিঙ্কঃ http://www.mediafire.com/?ifrna26agt63p8o

Activation পদ্ধতিঃKeygan open করুন।তারপর Software টি open করুন।Software টির যে Product ID আছে সেটি Copy করে Keygan এর Product ID Box এ Paste করুন।তারপর Generate বাটনে Click করুন।তারপর যে Registration No. ও Manual Activation Key Show করবে তা মূল Software এর বক্সগুলোতে Paste করে ok করুন।

শেষ কথাঃটিউনটি ভাল লেগে থাকলে মন্তব্য করবেন।আপনাদের মন্তব্য ভাল টিউন করায় আমায় উৎসাহ দেবে।সবাইকে ধন্যবাদ।

Level New

আমি মাহমুদুল হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 187 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

জীবনের উত্থান পতনের মধ্য দিয়েই আমাদের নিজ নিজ লক্ষ্যে পৌঁছতে হবে,এটাই আমাদের ভাগ্যের লিখন।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আপনার ডাউনলোড লিংক কাজ করছে না। অনুগ্রহ করে দেখুন!

ধন্যবাদ। ডাউনলোড করতে পারছি না, লিংকটা ঠিক করে দেন। উইনডোজ ৭-এ কাজ করবে তো?

ধন্যবাদ, লিংকটি কাজ করছে কিন্তু আর একটা অনুরোধ যদি রাখেন, দয়া করে মিডিয়াফায়ারে আপলোড করে একটা লিংক দিবেন কি? কারণ হটফাইলে ডাউনলোড করা যাচ্ছে না। প্লিজ।

Thanks……..

অনেক ধন্যবাদ……এটি আমার অনেক উপোকার করবে

Level 0

মাহমুদুল হোসেন ভাই, দেখি ব্যবহার করে ,ধন্যবাদ ।

আপনার নাম আমার নামের তো দারুন মিল। আপনি মাহমুদুল হোসেন আর আমি মাহমুদুল হাসান। 😉
ডাউনলোড করতে দিলাম, দেখি কেমন কাজ করে…

    হাহ হা হা…….মাহমুদুল নামটা জনপ্রিয় একটা নাম।আমার কলেজের আমার সেকশনে আমরা চারজন মাহমুদুল।কাজতো করবেই ভালও লাগবে।

Level 0

ভালই তো
ধনন্যবাদ……………

এসব সফটওয়্যার আর কতটুকই বা কাজ করে তার চেয়ে যাদের সার্মথ্য আছে তারা সাউন্ড কার্ড কিনলে হাজার গুনে ভালো সাউন্ড পাবে ।

    আমি একমত

      তবে দুধের সাধ ঘোল দিয়ে মিটান যাবে

    আমি আপনাদের সাথে একমত হতে পারলাম না।Sound Card কয়জনের আছে?Normal Sound শুনুন আর এই Software ব্যবহার করে Sound শুনুন।কতটুকু পার্থক্য তা যারা ব্যবহার করবেন তারা বুঝতে পারবেন।আর যাদের Sound Card আছে তারাও ট্রাই করে বলুন কেমন লাগছে।Sound Card যাদের আছে বা নেই সবাই এই পার্থক্য বুঝতে পারবেন।বুঝতে পারলে দুধের স্বাদই পাবেন।

সফটা ভাল লাগছে ইউজ করে কিন্তু ১৪ দিনের ট্রায়াল ভার্সন।কীগান দিয়ে রেজিস্ট্রেশন করতে পারছি না। সমাধান দিলে ভাল হয় ভাই।

    Keygan open করুন।তারপর Software টি open করুন।Software টির যে Product ID আছে সেটি Copy করে Keygan এর Product ID Box এ Paste করুন।তারপর Generate বাটনে Click করুন।তারপর যে Registration No. ও Manual Activation Key Show করবে তা মূল Software এর বক্সগুলোতে Paste করে ok করুন।কাজ করবে ইনশাআল্লাহ।ধন্যবাদ।

ধন্যবাদ,মাহমুদুল হোসেন ভাই।install করলাম।এতদিন DFX ব্যবহার করতাম।এই software DFX এর চেয়েও কার্যকর মনে হলো।তবে mediafire এ লিঙ্ক দিলে ভাল হয়।hotfile থেকে download বেশ ঝামেলাপূর্ণ কাজ।
@ আরিফ ভাই,আপনি use করে দেখেন।ভালো লাগবে।

ধূর ভাই আপনার link কাজ করে না।আমারটা কিন্তূ করবে http://download.cnet.com/windows/3055-2169_4-10582591.html?tag=pdl-redir

Onek onek dhonnobad,vai. Khub valo tune hoyse. Chalie jan….!

    আপনাকেও ধন্যবাদ ভাই শাকিল।দোয়া রাখবেন যেন আরো ভাল টিউন উপহার দিতে পারি।

এই জিনিসটা অনেক দিন ধরে খুজতেছিলাম,
আপনাকে অনেক অনেক ধন্যবাদ সফটি নিয়ে টিউন করার জন্য।

    আপনার কাঙ্ক্ষিত Softwareটি শেষ পর্যন্ত পেয়েছেন এবং সেটা আমারি টিউনের মাধ্যমে ভেবে ভিল লাগছে।আপনাকেও অসংখ্য ধন্যবাদ।

Sundorto !!!!!!!!!!!!!!!!!!!!!!
Bangla likhte parsina. Ki kori akhon ???????????????

thank you mahmud vai 🙂

ভাই আমারটাতে file open হচ্ছে না কী করবো বুঝতেছিনা। ২ বার Download করলাম তুবুও হচ্ছে না। দয়া করে Mail করে দিবেন কী।[email protected]

Level 0

মাহমুদুল হোসেন ভাই,
এই softwareটা কি realtek software এর থেকে ও বেশি ভাল নাকি?

Level 3

ভাই সুন্দর সফট শেয়ার করার জন্য ধন্যবাদ । তবে সফটটি ১৪দিন ট্রায়াল দেখাচ্ছে। আপনার কথা মত কাজ করলাম কিন্তু হলো না একটু দেখবেন……..

unable to successfully establish a connection with the registration server.please try again later or contact SRS labs to
authorize manually. এটি দেখায় শুধু.

    আপনি Internet এর মাধ্যমে কেন Active করবেন?খেয়াল করে দেখুন Manual Activation নামে একটি Option আছে,তার পাশের Box টিতে Code বসিয়ে Active করুন।সফল হয়েছেন কিনা জানাবেন।

Level 0

amar dekha sera software er ekti

    সেজন্যই তো শেয়ার করলাম…আরো Exclusive টিউন আসছে,wait করুন…

    Level 0

    নিঃসনদেহে অপেক্ষা করবো।

আপনার দেয়া প্রোডাক্ট আই. ডি এর এক্সটেশন হচ্ছে .diz । এটা আমি নোট প্যাড দিয়ে খুলেছি কিছুই পাইনি আবার এটাও সত্য ঐ ধরনের ফাইল কি দিয়ে খোলে আমি জানি না। যদি প্রোডাক্ট আই. ডি টি দিতেন আমি বড়ই কৃতার্থ হতাম। টিউনের জন্য ধন্যবাদ।

    আপনি Instruction Follow ঠিক মত করেন নি।আপনি file_id.diz open করবেন কেন?এই File এর নীচে আপনি keygan.exe file নামক File টি Open করবেন আর টিউনে যে Activation Process দেয়া আছে তা মনযোগ দিয়ে অনুসরণ করুন।সফল হলে জানাবেন।ধন্যবাদ।

Software টি install করার পর Launch করলে সেটি আপনাকে 14 days trial version দেখাবে এবং Active করতে বলবে,খেয়াল করে দেখুন সেখানেই Product id টা দেয়া আছে।

soft good but i am not able to activate. manual option click kora jache na & keygan system tray theke jache.help me & pls

vai registration key onno vabe ki pabo ? my [email protected]

Nice tune. But sound quality কোনো change পাইলাম না

ভাই আমি Equalizer এর কিছু বুঝিনা,যেগুলো এখানে default দেওয়া আছে সেগুলোও ভালো লাগেনা, আর Equalizer ও edit করতে পারিনা,কারন কোনটা দিলে কি হয় কিছু বুঝিনা, যদি আপনি একটা ভালো Equalizer edit করে স্ন্যাপ শট দিতেন, ভালো হতো।

Level 0

vijan jodi ar ak bar link ta diten tahole khub valo hoto. agerta dead hoye gece.

@ মাহমুদুল হোসেন

Link Ta arek bar upload kore din please. ( With keyGen)