Camtasia Studio ডাউনলোড with Serial key:আর যাদের প্রবলেম আছে তাদের জন্য একটা ফুল ফ্রি কোর্সবেসিক

কিভাবে Youtube থেকে আয় করবেন, আসুন জেনে নিই A to Z আর আয় করা শুরু হবে আজ থেকেই, ইনশাআল্লাহ [মেগা টিউন]

সবচেয়ে দ্রুত বড় ভিডিওর ফাইল সাইজ কমান, ৯০% পর্যন্তঃ ভিডিওর মান অক্ষুন্ন রেখে(দরকারি টিউন)

Camtasia Studio নিয়ে যাদের প্রবলেম আছে তাদের জন্য একটা ফুল ফ্রি কোর্স(বেসিক)-Camtasia Studio ডাউনলোড with Serial key:

আসসালামুয়ালাইকুম, কেমন আছেন সবাই, আশাকরি সবাই ভালো আছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি।  আমার এই টিউন, আপনারা যারা ইউটিউব নিয়ে কাজ শুরু করবেন বা অলরেডি শুরু করেছেন কিন্তু ভালো মানের ভিডিও টিউটোরিয়াল তৈরী করতে পারছেন না বা ইচ্ছা থাকলেও ভিডিও এডিটিং সফটওয়ার সমন্ধে অনভিজ্ঞ থাকায় পারছেন না, তাদের জন্য এ টিউন।

ভিডিও রেকর্ডিং, এডিটিং আর শেয়ারিং এর জন্য প্রয়োজনীয় ফিচার সমৃদ্ধ এবং সবচেয়ে বেশি  ব্যবহ্নত সফটওয়্যার ক্যামটাসিয়া। আমি নিজেও রেকর্ডিং এবং টিউটোরিয়াল বানানোর  জন্য এটি ইউজ করি। এটি দিয়ে স্ক্রিন রেকর্ড করা এবং স্ক্রিন রেকর্ডে ওয়েব ক্যামেরায় নিজের ফেস এড করেও ভিডিও তৈরি করতে পারবেন।

Camtasia Studio
ডাউনলোড করুন এই লিঙ্ক থেকে ফ্রি ভার্সন।

ডাউনলোড সেরিয়াল কীঃ লিঙ্ক

সেরিয়াল কী দেওয়ার সময় অবশ্যয় আপনার ইন্টারনেট সংযোগ বন্ধ করে রাখবেন। ক্যামটাসিয়া ইউস করার সময়ও ইন্টারনেট সংযোগ বন্ধ রাখতে হবে অথবা  আপনার পিসির ফায়ারওয়াল থেকে সেটিং থেকে ক্যামটাসিয়া ইন্টারনেট কানেক্ট ব্লক করতে হবে।

Camtasia Studio নিয়ে যাদের প্রবলেম আছে তাদের জন্য একটা ফুল ফ্রি কোর্স। কোর্সের পর যা পাবেন-

  • ইউটিউব কপিরাইট ভিডিও নিয়ে কাজ করতে পারবেন,
  • ইউটিউব ফ্রি ভিডিও নিয়ে কাজ করতে পারবেন,
  • ইন্ট্রো/আউট্রো তৈরি করতে পারবেন,
  • ভিডিও এডিটিং এ হবেন সেরা।

ক্যামটাসিয়ার যে সব বেসিক বিষয় নিয়ে জানতে পারবেনঃ

১। ভিডিও ইমপোর্ট করা

২। ভিডিও  সাইজ বা রিসাইজ করা

৩। ভিডিও দিক পরিবর্তন করা

৩। ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করা

৪। ক্রপ রা এবং রিসাইজ

৫। সাউন্ড এডিটিং অথবা মিউজিক পরিবর্তন

৬। ভিডিও কালার পরিবর্তন

৭। ভিডিওর গতি পরিবর্তন

৮। ভিডিও এর অপ্রয়োজনীয় অংশ কেটে বাদ দেওয়া

৯। ইউনিক লোগো ব্যবহার

১০। ক্যাপশন এর ব্যবহার

১১। নিজের ইন্ট্রো আউট্রো ব্যবহার

১২। ভিডিও প্রোডিউস বা রেন্ডার করা

যদি আপনাদের মাঝে সাড়া পাই, আমি আপনাদের পর্ব আকারে টিউন দিব, ইনশাআল্লাহ। আপনারা আমার ভিডিও টিউটেরিয়াল দেখে ক্যামটাসিয়ার ফুল বেসিক কোর্স করতে পারেন- ভিডিও লিঙ্ক

ইউটিউবে আপনারা যারা কাজ করেন, তাদের হেল্প দিতে আমার চ্যানেল- ইউটিউব সাপোর্ট বিডি, আশাকরি উপকার পাবেন।

সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।

Level 2

আমি আব্দুল্লাহ আল রায়হান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 12 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 44 টি টিউন ও 39 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Onek kajer post…ThankQ bro

Camtasia Studio কিভাবে ফুল ভার্সন করতে হয় ছবিসহ ধারাবাহিক ভাবে এখানে দেয়া আছে-