জাভা সেটের যেকোনো File Hide করুন, এবং Delete করুন নকিয়ার Undeletable রিংটোনস,ইমেজ,থিমস সহ আরও অনেক কিছু।

 এতদিন হয়ত আপনাদের ধারনা ছিল যে জাভা সেটে ফাইল হাইড সম্ভব নয়। আজ আমি আপনাদের এই ধারনা মিথ্যা প্রমানিত করব।

শুরুতেই বেশ কিছু জিনিস বলে রাখি। জাভা সেটে ScreebShot সফ্টটা কাজ করে না। তাই আমি জাভা সেট দ্বারা ছবি তুলে দেখাতে পারছি না। তবে আমি আমার নকিয়া এন70 ব্যবহার করে দেখাচ্ছি। অতটা ভালভাবে দেখাতে না পারলেও আপনারা বুঝবেন আশা করছি। আর না বুঝলে আমি তো আছিই।

ক্লিক করলেই ডাউনলোড শুরু হবে।এবার আপনারা সফ্টটাকে আপনাদের মোবাইলে নিয়ে যান।

আবার আপনার মোবাইলের যদি কম্পিউটারে কানেক্ট করার ফাংশান না থাকে/ থাকলেও আপনার কাছে নাই কিন্তু আপনার মোবাইলে ইন্টারনেট আছে(যেমন নকিয়া 2610) এরূপ হলে মোবাইল দ্বারা wap.myessential.peperonity.com এ প্রবেশ করে Software Collection এ ক্লিক করলে Moby Explorer খুজে পাবেন। এটাতে ক্লিক করার পর Download File লেখাটিতে ক্লিক করলে আপনি আপনার মোবাইলের কোন ফোল্ডারে এই সফ্টটা রাখতে চান তা সিলেক্ট করতে দিবে।সিলেক্ট করলেই ডাউনলোড শুরু হবে।(এতটুকু পর্যন্ত কাজ করে তারপর নিচের অংশ পড়ুন এতে আপনাদের সুবিধা হবে।)

ডাউনলোড শেষে সফ্টটা ওপেন করবেন কিনা তার রিকোয়েষ্ট আসবে।আপনি ওপেন করুন।

116.jpg

এখন আপনি আপনার মোবাইলের ফাংশান গুলো দেখতে পারবেন। আপনার মোবাইলে মেমোরীকার্ড থাকলে তা E আর ফোন মেমোরী C আকারে প্রকাশ করবে।

312.jpg

কিন্তু আপনি কোনো কিছু ক্লিক করলেই একটা মেসেজ আসবে যে আপনি সফ্টটাকে ডাটা রিড করার একসেস দিবেন কিনা তাই না??

215.jpg

এই সমস্যার সমাধান বেশ কিছু সেটে(সকল সেটে নয়!!) করা সম্ভব। তার জন্য আপনি এবার সফ্টটি Exit করুন।এবার সফ্ট এর উপর এসে ওপেন না চেপে আপনি Option থেকে App.Access সিলেক্ট করুন। এবার Data Access এ ক্লিক করুন তারপর Ask First Time Only (না খুজে পেলে একটু ঘাটাঘাটি করুন, এখানেই পাবেন আর না পেলে আপনাকে প্রতিবার ইয়েস চেপে চেপেই এক্সেস দিতে হবে) সেট করুন। কাজ শেষ এবার পুনরায় সফ্টটি ওপেন করুন। দেখবেন প্রথমবার Request আসার পর আর আসবে না।(ছবি দেয়া সম্ভব হচ্ছে না কারন জাভা সেটে ছবি তোলার সফ্টটা কাজ করে না আর আমার সিম্বিয়ান সেটে এই নিয়ম নাই।)

এবার ফাইল হাইড করার পালা। আপনি ব্রাউজ করে ঐ ফাইলটি বের করুন যা আপনি হাইড করতে চান।আমি একটি ফাইল উদাহরন হিসেবে নিলাম।

94.jpg

এবার ফাইলটির উপর এসে Option থেকে Properties চাপুন।

101.jpg

একটু নিচে আসলে আপনি তিনটি চেক বক্স পাবেন।Readable, Writable, Hidden। এবার Hidden এ ক্লিক করে OK চাপুন।

77.jpg

এবার হাইড হল কিনা তা পরীক্ষা করার জন্য গেলারী থেকে ঐ ফাইলটি খুজুন। দেখবেন আসলেই ফাইলটি নাই। এখানে একটা জিনিস বলে রাখি ফাইল হাইড অবস্থাতেও এই সফ্ট ওপেন করলে আপনি ফাইলটি দেখতে পারবেন। এখন আপনি যদি ফাইলটিকে পুনরায় পূর্বের অবস্থায় নিয়ে যেতে চান তাহলে আবার ফাইলটির উপর এসে Option থেকে Properties চাপুন। Hidden আবার ক্লিক করুন এবং OK চাপুন। ব্যাস শিখে নিলেন কিভাবে ফাইল হাইড করতে হয়।

এবার নকিয়ার আনডিলেটেবল ফাইল ডিলিট করা।নকিয়ার বেশ কিছু ফালতু আনডিলিটেবল রিংটোন আছে যা প্রচুর জায়গা খায়। এমনিতেই জাভা সেটের ফোন মেমোরী খুবই কম তার উপর এই সকল ফালতু জিনিস।তাই কিভাবে এগুলো ডিলিট করতে হয় তা শিখে নিন। আমি এই ফাইলটাকেই উদাহরন হিসেবে ধরলাম।ধরে নিন এই ফাইলটা হচ্ছে নকিয়ার আনডিলিটেবল একটি ফাইল।

411.jpg

ফাইলটির উপর এসে Option থেকে Properties চাপলাম

510.jpg

এবার দেখবেন যে Readable এ চেক করা আছে কিন্তু Writable এ চেক করা নাই।

117.jpg

এর কারনেই আপনি মূলত নকিয়ার ফাইলগুলোকে ডিলিট করতে পারছিলেন না।এগুলোকে ডিলিট করতে আপনি কেবল Writable এ ক্লিক করুন এবং OK চাপুন।

122.jpg

এবার সফ্টটি থেকে বের হয়ে সাধারনভাবে গ্যালারী থেকে ঐ ফাইলটির উপর এসে Option ক্লিক করুন, দেখবেন আগে যেখানে ডিলিট অপশানটি অনুজ্জ্বল ছিল তা এখন উজ্জ্বল হয়ে গেছে। আপনি এখন সাধারন ভাবেই ডিলিট করে ফেলুন ফাইলটি।এভাবে আপনি যেকোনো ফাইলই ডিলিট করতে পারবেন।

আমার এই লেখাটা লেখতে যে পরিমান বেগ পেতে হয়েছে আর কোনো লেখা লিখতে এতটা বেগ পেতে হয় নাই। দারুন ভাবে লিখতে না পারলেও আশা করছি প্রক্রিয়াটা আপনাদের বুঝাতে পেরেছি।

কমেন্ট করতে ভুলবেন না কিন্তু!!!

Level 0

আমি ফয়সল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 47 টি টিউন ও 149 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

জানতে হলে আরও অনেক ঘাটতে হবে!!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আমার পরবর্তী লেখা হচ্ছে-

!!!! তিনদিন আনলিমিটেড ইন্টারনেট ভ্যাটসহ মাত্র 32 টাকায় !!!!

ওহ, ফয়সাল ভাই দারুন টিউন করেছেন।তাবে আমি কিন্তু আপনার পরবর্তী টিউনটির জন্য অপেক্ষা করছি।আমার এখনই জানতে ইচ্ছে করছে
যদি আমার কাছে আপনার মোবাইল নাম্বার থাকতো তা হলে আমি এখনই কল করতাম এবং বিস্তারিত শুনাম।
!!!!!!প্লিজ প্লিজ যলদি করেন!!!!!!
!!অপেক্ষায় রইলাম!!

“আমার পরবর্তী লেখা হচ্ছে-

!!!! তিনদিন আনলিমিটেড ইন্টারনেট ভ্যাটসহ মাত্র 32 টাকায় !!!!”

এইটা কি মোবাইল ব্যাকআপ সার্ভিস এর মাধ্যমে যে তিনদিন ফ্রি নেট ব্রাউজ করা যায় সেটার কথা বলছেন ফয়সাল ভাই?????

না আমি অন্য একটি ট্রিক শিখাতে যাচ্ছি।

যদি সেটা না হয় তাহলে তো ভালোই। অপেক্ষায় রইলাম।

ভালো ভালো টিউন। অনেক অনেক ভালো কিন্তু আমার এই ধরনের কোনো মোবাইল নাই যে টেস্ট করতাম। যাই হোক মোবাইল চুরি রোধের সফ্টওয়্যারের বিশ্লেশষ দিলে ভালো হইত।

Achcha nokiar set a deya game ba apps delete korte parbo ki ?