আজ আপনাদের মজার একটি সফটওয়্যার নিয়ে লিখছি, যার নাম Auto Mouse। নাম শুনেই অনুমান করতে পারছেন এটার কাজ কি হতে পারে।
তারপরও একটু বলি, মনে করুন আপনাকে একটি কাজ বারবার করতে হচ্ছে যেমন ধরা যাক প্রথমে My Computer ঢুকে C: ড্রাইভ খুলে আবার ক্লোজ করতে হচ্ছে। তাহলে সফটওয়্যারটি ডাউনলোড কারে ইনষ্টল করে নিন। Record বাটনে ক্লিক করুন এখন Save করার একটি অপশন দিবে এখানে আপনি Save করতে চাইলে Yes আর না করতে চাইলে No করুন। তারপর My Computer এ ঢুকে C: ড্রাইভ খুলে আবার ক্লোজ করে দিন এখন Keyboard থেকে Esc বাটন চাপুন। এখন মজা দেখবার জন্য REPEAT বাটনে ক্লিক করুন। START বাটনে ক্লিক করুন। তারপর মাউস ছেড়ে দিন।
আমি মন্ময়। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 68 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাবনা যত দূরে যাবে আমিও যাব তত দূরে, দৃষ্টি যত ছাড়িয়ে যাবে আমি দাড়াব না তীরে.............
ভাই এইটা কি দেখাইলেন ?
জটিল এর উপরে ঝাক্কাস একটা জিনিস
আমার বহুত কামে লাগব……।
ধন্যবাদ আপনেরে এমুন জটিল টিউন লেখনের লেইগা।