আমি প্রায় সারাদিন ইন্টারনেট ব্রাউজ করি। কিন্তু ইদানীং আমি বেশ কিছু ওয়েব সাইটের এ্যাড দেখছি, যেগুলোতে বলা হচ্ছে শুধুমাত্র তাদের ওয়েব সাইটে REGISTRATION করলেই তারা দেবে 100$ । আবার কেউ কেউ বলছে তারা দেবে 500$ । অবশ্য শুধু বলেছই না যে তারা দেবে। তারা দিচ্ছেও। কিন্তু সমস্যা হল PAYPAL-এ CONVERT করার ব্যাপারে তাদের রয়েছে অদ্ভূত শর্ত। যেমন যারা দিচ্ছে 500$ তাদের শর্ত হল 100,000$ হলেই সেটা PAYPAL-এ CONVERT করা সম্ভব। যারা REGISTRATION-এ ই 500$ দিচ্ছে তাদের একটা এ্যাড দেখলে তারা দেয় 100$। আবার কিছু কিছু ওয়েবসাইট আছে যাদের একটা এ্যাড দেখলে তারা দেয় 0.02$ এবং শর্ত হল 10$ না হলে তারা PAYPAL ACCOUNT-এ CONVERT করতে দেয় না। আমার এক FRIEND BUYAX, BUYAS ইত্যাদি বেশ কয়েকটি WEBSITE-এ REGISTRATION করেছিল। দুঃখের বিষয় হল কিছুদিন পর দেখা গেল WEBSITE গুলোর বেশ কয়েকটি এখন বন্ধ।
আমি Uzzwal Dhali। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 23 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাই উত্তর তো আপনিই দিলেন, তো আর কি?