কম্পিউটারকে ফাস্ট রাখুন cleanUp!এর মাধ্যমে

بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيمِ

আসসালামু আলাইকুম,

কম্পিউটারকে ফাস্ট রাখতে নানা পদ্ধতি আমরা আগেই জেনেছি, যে গুলিকে Manual ভাবে Delete করা সম্ভব ও হয় না আবার  সময়  হয়ে ওঠে না, তাই কিছুদিন পরে কম্পিউটারের গতি কমছে বলে আমরা বুঝতে পারি। আজ কে একটা ছোট্ট  সাইজের  সফট ওয়ার দিয়ে অপনি আপ্রয়োজনীয় ফাইল কে কম্পিউটার থেকে দূরে রাখুন। সফটওয়ারটির নাম Cleanup!
সফটওয়ার টি এখান থেকে ডাউনলোড করুন ।
সফটওয়ারটি  Demo version  বলে 18.5 MB এর বেশী Delete করবেনা তাই আর একটি   Cleanup! আগের ভার্সন  ডাউনলোড  করেনিন এখানে ক্লিক করে ।
এখানে প্রশ্ন হতে পারে আগের ভারসন টি ডাউনলোড করবো কেন ? , কারন হল নতুন ভারসনে কিছু অতিরিক্ত সেটিং যোগ করা হয়েছে  যেমন Custom files যেটি  ব্যবহার করে আপনি সাধারন ভাবে Delete করা যায় না এমন ফাইলকে  Delete করতে পারবেন  , Custom Registry Entrnee এর মাধ্যমে কোন Reg value আপনি Delete করতে পারবেন। এই সমস্ত সেটিং করে দিলে Old version উক্ত setting অনুযায়ী কাজ করবে।
এবার সফটওয়ারটির option গিয়ে Setting টি পরিবর্তন করুন নিচের ছবির মতো


এখানে কোন Extra ফাইল যেটি আপনি delete করতে চান তাহলে সেটিকে সিলেক্ট করুন। (উপরে এই মেনুর কথা বলেছিলাম)

এবার একবার নতুন ভারসনে CleanUp! বটনে ক্লিক করুন ।


এবার Demo version এর জন্য Massage দেখাবে ।
Ok করে বেরিয়ে আসুন।
এবার ওল্ড ভারসন রান করান একই ভাবে CleanUp! বটনে ক্লিক করুন।


এবার আর নতুন ভারসন রান না করালেও হবে এবার শুধু ওল্ড ভারসন দিয়ে আপ্রয়োজনীয় ফাইল কে কম্পিউটার থেকে দূরে রাখুন।

ভাই আমার টিউন হয়তো খুব একটা সর্ব গুন সম্পন্ন হয় না তাই  বলে একটাও কেউ মন্তব্য করবে না এটা আমার মোটেও ভাল লাগে নি 400 এরবেশী বার দেখা হল আমার টিউন অথচ একটা মন্তব্য করা হল না। Feedback না পেলে কাজে করতে ভাল লাগে না। এই পোষ্ট টা কম করে একটা মন্তব্য চাই , বলতে পারেন মন্তব্যের আশায় রইলাম।

Level 0

আমি সাইফুল্লাহ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 31 টি টিউন ও 280 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

জানা ও জানানো আমার প্রধান কাজ। মৃত্যু আমার খুব নিকট ....... তাই সকলের ভালো করার নেশায় ....


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আমি Ccleaner ব্যবহার করি। ফ্রি হিসেবে দারুন কাজের জিনিষ। মন্তব্য পাচ্ছেন না বলে মন খারাপ করবেন না। টিউন খারাপ হয়নি, চালিয়ে যান। আরও ভাল কিছু চাই

    Level 0

    খারাপ লেগেছিল মন্তব্য না পাওয়ার জন্য , চেষ্টা করব আরো ভাল টিউন করার আপনাকে ধন্যবাদ।

Level 0

ধন্যবাদ ভাল হয়েছে টিউন টি।

    Level 0

    কমল ভাই আপনাকেও ধন্যবাদ মন্তব্য করা ও পড়ার জন্য।

ভাই মন খারাপ করবেন না আপনার টিউন্টি খুব সুন্দর হয়েছে টিউন চালিয়ে যান মন্তব্য তো অবশ্যই পাবেন
দুষিন্তা কনেন কেন মন্তব্য কোন ব্যাপারই না ।

    Level 0

    বাহবা দেবার জন্য ধন্যবাদ ।

Ami to Ccleaner use kori… so amar apnar ta dorkar nei.. by da way.. thanx for sharing.. shikhe raklam.. future e kaje lagte pare..

    Level 0

    Also thank to you for reading and give comment.

জটিল টিউন!!! খুব পছন্দ হয়েছে।এরকম একতা সফটওয়ার আমি অনেকদিন যাবৎ খুজতেছিলাম।

    Level 0

    জটিল ……………. । ধন্যবাদ পেয়েগেছেন তো ……………..

ভাল হয়েছে চালিয়ে যান

    Level 0

    ধন্যবাদ অর্নব ভাই।

good tune ,thanks 4 sharing ,expect moor good tunes

good tune ,thanks 4 sharing ,expect moor good tunes.

Level 0

thanks..
its really nice tune.
plz carry on
mohid

{{{{{{{{{{{{{ Thanks }}}}}}}}}}}}}}}}}

[{( Thanks to You )}]

সফটি কেমন বলতে পারবনা কারন এইটা ব্যাবহার করিনাই।
কিন্তু টিউনটি ভাল হইছে এতে কোন সন্দেহ নাই,
ধন্যবাদ টিউনের জন্য চালিয়ে যান।

Level 0

Thanks for Tune