বিশ্ব ভালবাসা দিবসে টেকটিউনের স‌বাইকে অযুত,লক্ষ, নিযুত,কোটি কোটি ভালবাসা

আজ ১৪ ই ফেব্রুয়ারী বিশ্ব ভালবাসা দিবস । এই দিবসটি তরুন প্রজন্মের কাছে খুবই গুরুত্বপূর্ন আজেকর দিনটিকে একান্ত নিজেদের ।দিবসটির উৎস নিয়ে পাশ্চাত্যে প্রচলিত রয়েছে নানা মতবাদ কথিত রোমান সম্রাট দ্বিতীয় ক্লাডিয়াস দক্ষ ও উন্নতমানের সেনাবাহিনী গড়ে তোলার লক্ষে দেশের যুবকদের বিয়ে করার ওপর নিষেধাজ্ঞা জারি করেছিলেন ,সম্রাটের এ নিষেধাজ্ঞার বিরোধিতা করেন ভেলেনটাইন নামের এক খ্রিষ্টান ধর্মযাজক । তিনি সম্র্রাটের আদেশ অমান্য করে যুবক-যুবতীদের গোপেন বিয়ে দিতে থাকেন সম্রাট এ খবর পেয়ে ক্ষিপ্ত হয়ে ওই ধর্মযাজককে বন্দি করেন । রোমের যুবক-যুবতীরা জেলখানায় গিয়ে ভেলেনটাইন সাথে দেখা করে ও তার প্রতি সমথর্ন জানাতে থাকে যুবসমাজ কারাগারের জানালা দিয়ে প্রতিদিন চিরকুট ও লাল গোলাপ পাঠায়ও ভেলেনটাইনকে সমর্থন জানানো অব্যাহত রাখে এবং তারা প্রেম-ভালোবাসার প্রতীক  ভেলেনটাইনের মতবাদের প্রতি পূর্ন সমথর্ন জানাতে থাকে । কারারক্ষী এসেটিরয়াসের মেয়েও ভেলেনটাইনের সাথে দেখা করেত থাকে । এসেটিরয়াসের মেয়ে ভেলেনটাইনকে সমথর্ন জানায় এবং তাকে অনুপ্রানিত করে এ খবর জানেত পেরে সম্রাট ভেলেনটাইনকে ফাসিতে ঝুলিয়ে মৃত্যুদন্ডের নিদের্শ দেন । ফাসির দড়িতে ঝোলার আগে ভ্যালেনটাইন কারারক্ষী এসেটিরয়াসের মেয়ের উদ্দেশে এক চিরকুটে লিখে যান "লাভ ফ্রম ইউর ভ্যালেনটাইন " ভালোবাসার জন্য ভেলেনটাইনের আত্ত্বদ্বানকে স্বরণীয় করে রাখতে বিশ্বব্যাপী ১৪ ফেব্রুয়ারি ভেলেনটাইন ডে বা ভালোবাসা দিবস হিসাবে পালিত হয়ে আসেছ ।

valentine-14.gif              valentine-12.gif             valentine-35.gif  valentine-1.gif        valentine-7.gif         valentine-10.gif

valentine-62.gif       valentine-75.gif      valentine-86.gif

আরও পেতে হলে http://www.rexwell.co.cc তে ভিজিট করুন ।

Level 0

আমি Rex। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 53 টি টিউন ও 79 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

জীবনে ছোটখাট ভুল থেকে অনেক কিছু শিখতে পেরেছি তাই এখন ও ভুল করি ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত ।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

গোলাপ ফুলটা সুনদর হয়েছে.