উবুন্টুতে গ্রাফিক্স কার্ড সঠিকভাবে কাজ করে না।

আমি একজন নবীন উবুন্টু ইউজার । আমার একটা সমস্যা হচ্ছে, তা হলো যখনই আমার উবুন্টু লোড (লগ ইন এর আগে ) হয় তখনই দেখায় যে Run Ubuntu is Low-graphics mode for just the session. একবার না দুই দুইবার ইন্সষ্টল করতে হয়েছে আমাকে এবং দুইবারই উবুন্টুকে Up-To-Date করেছি (দুইবারে প্রায় ৮/৯ ঘন্টা ইন্টারনেটে বসে থাকতে হয়েছে) । প্রথমবার কিছু প্যাকেজ ইন্সষ্টল করেছিলাম গ্রাফিকস্ কার্ড সম্পর্কিত যেমন কম্পিজ । প্যাকেজ ইন্সষ্টল হয়ে গেলেও সেটিংস হচ্ছিল না এবং কম্পিজ এর কোন প্রকার ইফেক্ট একটিভ হয়নি । তারপর এভাবেই সার্ট-ডাউন দেই উবুন্টুকে । পরে ষ্টার্ট দিলে দেখি যে সে কনসোল মুড/ডস মুড এ লগ-ইন+পাসওয়ার্ড চাচ্ছে । উবুন্টুর গ্রাফিক্যাল ইন্টারফেস এ আর ঢুকতে না পেরে দ্বিতীয়বার আবার ইন্সষ্টল করি । এখন নতুন করে উবুন্টুকে Up-To-Date করেছি, এবং অন-লাইনে থেকে install proprietary drivers এ গিয়েও কোন proprietary driver খুজে পায় না । আমার ক্ষুদ্র জ্ঞানে মনে হচ্ছে যে গ্রাফিক্স কার্ড এর ড্রাইভার ইন্সষ্টল হয়নি এবং এর জন্য এই অবস্থার উদ্ভব (এটা আমার ধারণা,তবে ভুলও হতে পারে)। এমতাবস্থায় আমি যে কি করবো বুঝতেছি না আবার ভয়ও হচ্ছে যে যদি আগের মত এবারো উবুন্টুর মুড খারাপ হয়ে যায কিনা এবং ডস মুডে চলে যায় তবে আমার বেহাল অবস্থা হবে । আমি উইন্ডোজ এক্সপিতে 1280x1024 রেজুলেশন ব্যবহার করি যা 2048x153 পর্যন্ত কার্যকর কিন্ত উবুন্টুতে 800x600 এর বেশি পাই না এবং ভিডিও ভেঙে ভেঙে আসে । আর প্রতিবার লগ-অন করার সময়ই Run Ubuntu is Low-graphics mode for just the session এই ম্যাসেজ দিচ্ছে । অথচ আমি উবুন্টুর compiz এর প্রতি আকৃষ্ট হয়েই উবুন্টু সেটআপ করলাম কিন্তু compizই ব্যবহার করতে পারছি না।এছাড়াও গেমস এর মধ্যে Chess game এর 3d অপশন একটিভ করতে পারিনি । আমার সাউন্ড কার্ড+ল্যান কার্ড এবং গ্রাফিক্স কার্ড তিনটাই বিল্ট-ইন বাকি দুইটা ঠিক মত আছে সমস্যাটা গ্রাফিক্স কার্ড নিয়েই । অপারেটিং সিস্টেম হলো উবুন্টু ৮.১০ (Interpid)Kernel Linux 2.6.27-7-generic এবং GNOME 2.24.1
এই ফোরামে বহু অভিজ্ঞ মানুষ আছেন যাদের হয়তো এই সমস্যার সমাধান জানা আছে তাদের প্রতি সমাধানের জন্য অনুরোধ রইল ।
আমার মেইল ID ## [email protected]

আমার পিসিএর কনফিগারেশন হচ্ছে

Intel Atom 230 @ 1.60GHz
সাউন্ড+ল্যান+গ্রাফিক্স কার্ড বিল্ট-ইন Intel 82945G Express Chipset
1 GB Ram
HDD 250

Level 0

আমি Russell। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 12 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 4 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

আপনার গ্রাফিকস কার্ড কি মাদারবোর্ড বিল্টইন আর আপনি কি আমার কমপিজ এর উপর টিউটোরিয়াল টি দেখেছেন?

চেস গেমের থ্রিডিটা কেন জানি খুব আহামরি না। আমি টুডি তে খেলি।
আচ্ছা, অ্যাটম প্রসেসর কেমন কাজ করে ? আমার দুইটা পিসিতে বিল্ট ইন গ্রাফিক্স কার্ড তো এমনিতেই পেয়েছিল.. 🙁

Level 0

To Darklord ভাইকে জি আমার গ্রাফিক্স কার্ড মাদার বোর্ডে বিল্টইন আর আপনার কমপিজ এর টিউটোরিয়াল দেখেই কমপিজ ব্যবহার করতে গিয়েই এই সমস্যাগুলো হচ্ছে।
আর
To অনাহুত আগন্ত্তক ভাইকে
আমিও চেস গেমটা থ্রিডিতে খেলি না কিন্তু এই ফিচারটি এক্টিভ না এবং এর সাথে গ্রাফিক্স কার্ডের কোন রকম সম্পর্ক রয়েছে ভেবেই জানানোর চেষ্টা করেছি।