একটা LCD Monitor কিনবার চাই, কিন্তু কোন ব্রান্ড ভাল হবে, সে ব্যাপারে আপনাদের পরামর্শ চাই। Samsung, Philips কিংবা BenQ এর সার্ভিস (মানে Picture Quality) কেমন? আমার এক বন্ধু Philips ব্যবহার করে, তবে বলল, Picture Quality তেমন ভাল না। তাই আপনাদের পরামর্শ চাইছি। আমি প্রাথমিকভাবে Samsung কেনার পক্ষে, তবে আপনাদের পরামর্শ আমাকে সাহায্য করবে আশা করি। সবাইকে আগাম ধন্যবাদ ।
সামহোয়ারে একজন বলল, " samsumg এর একটা offer চলছে, CRTএর বদলে LCD
১৫" CRT এর বদলে ১৬"LCD(with 3years warranty) দিচ্ছে সাথে আপনাকে দিতে হবে মাত্র ৬৮৫০ টাকা, আর বিস্তারিত জানি না।"এব্যাপারে কেউ কিছু জানেন? জানলেএকটু আওয়াজ দেন ভাই ...
আমি jibon-mrittu। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 22 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাই আমার মতে 17″ এর নিচে কিনা উচিত না। samsung or LG or hp or asus কিনতে পারেন। তবে benq and philips দাম কম,ভাল না।
LG=17″=10800tk(may be)
LG এর কালার সুনদর। HP এর কালার ও সুনদর।
samsung ভাল । CRT বদলে LCD এর পিছনে কারণ হলো এটা তারা Sell করবে 5000 টাকায় । এগুলো NGO কিনে ।