টেকটিউনস নতুন করে ফিরে আসার পর আজ প্রথম লিখতে বসলাম। অনেকদিন পর প্রিয় টিটি কে ফিরে পেয়ে খুব ভাল লাগছে।
তবে জানি না কতদিনের জন্য(?) পেলাম। কারণ কিছুদিন থেকে দেখছি- ১দিন আছে তো ৫দিন নেই...। Moderator দের কাছে এই সমস্যার স্থায়ী সমাধান চাই।
যাই হোক, এবার মূল কথায় আসি......।
যারা নিয়মিত Internet Use করে, তাদের প্রায়ই অনেককিছু ডাউনলোড করতে হয়। আর যারা নিয়মিত ডাউনলোড করে, তারা প্রায় সবাই জানে যে Download Manager এর ক্ষেত্রে এখন পর্যন্ত একচ্ছত্র রাজত্ত করছে যে, তার নাম হল- Internet Download Manager বা সংক্ষেপে IDM. এটি আসলেই খুবই দরকারি একটি সফটওয়্যার। এর অসাধারন সব Feature এবং এর User Friendly Interface একে করে তুলেছে তুমুল জনপ্রিয়।
কিছুদিন আগে এর নতুন Version~6.02beta বের হয়েছে। সেটি নিয়েই আমার আজকের টিউন।
তাই আর চিন্তা ভাবনা না করে এখান থেকে IDM ডাউনলোড করে নিন। Download করতে নিচের ছবিতে দেখানো Button এ ক্লিক করুন
যদি ইতিমধ্যে ডাউনলোড করে থাকেন, তাহলে নিশ্চই আপনার মন খারাপ হয়ে গেছে? নিশ্চই ভাবছেন- আরে এটা তো Trail ভার্সন, এটা দিয়ে কি করব, মাত্র ১মাস মেয়াদ...ইত্যাদি...ইত্যাদি।
হ্যা, মন খারাপ হওয়ার কথাই বটে। জনপ্রিয় এই সফটওয়্যার টি ফ্রী নয়। এর অনেক দাম। বাংলাদেশি টাকায় প্রায় ২০০০ টাকা! যা আমাদের মত সাধারন User দের পক্ষে কিনে ব্যবহার করা বেশ কঠিন।
তাই বলে কি আমরা কি এর সার্ভিস থেকে বঞ্চিত থাকব?? মোটেই না! আমি আপনার জন্য Full Version এর ব্যবস্থা করেছি।
ব্যস পেয়ে গেলেন IDM এর Full Version. সবকিছু ঠিকঠাক থাকলে নিচের ছবির মত দেখাবে-
আমার টিউনটি পরার জন্য সবাইকে ধন্যবাদ দিয়ে বিদায় নিচ্ছি।
ওহ......Sorry.... আর একটু বাকি আছে......।
আমার টিউন টি আপনার কাছে কেমন লাগল???
আমি Himaloyee। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 29 টি টিউন ও 567 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
মুখের পানে চাহিনু অনিমেষে, বাজিল বুকে সুখের মত ব্যথা............।
কারো লাগে নাই।তয় আমার কিন্তু লাগবো।টেংকু হিমু মামা