যারা গাড়িতে গান শুনতে শুনতে ড্রাইভ করতে পছন্দ করেন,কিংবা DJ টাইপ গান শুনেন, তাদের জন্য আমার আজকের উপহার পাকিস্তানি বংশদ্ভূত নেদারল্যান্ডে ইমরান খানের ফাটাফাটি Bhangra, hip hopঅ্যালবাম Unforgettable। অ্যালবামটি সম্পুর্ন নেদারল্যান্ডে রেকর্ড করা। মোট ১৩ টি গান রয়েছে এবং প্রত্যেকটি গান অসাধারন। যাদের গাড়িতে হাই ফাই সাউন্ডসিস্টেম আছে এবং অনেক আওয়াজ করে গান বাজিয়ে ড্রাইভ করতে পছন্দ করেন তাদের জন্য এই Bhangra, hip hopঅ্যালবামটি পছন্দ হবেই। বিশ্বাস না হলে একটি গান শুনে দেখুনঃ
Amplifire -
http://link.songs.pk/bhangra.php?songid=1845
সম্পূর্ন অ্যালবামটি-
http://www.songs.pk/bhangra/imran_khan_unforgettable.html
শুধু ডাউনলোড ম্যানেজারে পেস্ট করলেই হবে। কেমন হয়েছে জানাবেন।আজ বিদায় নিচ্ছি। পরে একদিন এই অ্যালবামের মিউজিক ভিডিও আপনাদের সাথে শেয়ার করব।
ভালো থাকবেন।
আমি অভীত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 72 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Server Error404 – File or directory not found.