ভালো ঘুম হচ্ছে না? কিছু টিপস্ জেনে নিই

কর্মব্যস্ত নাগরিক জীবনে শান্তির ঘুম যেন আজকাল কল্পনার বিষয়। কিন্তু আসলেই কি তাই? মোটেও না।

আমাদের জীবন যাপনে সামান্য কিছু পরিবর্তন এনে দিতে পারে গভীর ঘুম। ঘুম ভালো না হলে সারাদিনই তার প্রভাব পড়ে শরীর এবং কাজের উপর।

আসুন জেনে নিই শান্তিতে গভীর ঘুমের প্রস্তুতির জন্য কি কি করা যেতে পারে:

* বাইরে থেকে ফিরে গোসল সেরে নিন। সারা দিনের কান্তি এক নিমিষে চলে যাবে।

* এক গ্লাস গরম দুধ খান।

* ঘুমোতে যাওয়ার বেশ কিছুক্ষণ আগে টিভি, কম্পিউটার বন্ধ করুন।

* পরের দিনের কাজের পরিকল্পনা আগেই করে ফেলুন, টেনশনে ঘুম নষ্ট হবে না।

* বিছানায় যাওয়ার অনেক আগেই রাতের খাবার খেয়ে নিন।

* চেষ্টা করুন দুশ্চিন্তা না করার ।

* শোবার ঘরটি অযথা একগাদা জিনিস দিয়ে ভরে রাখবেন না।

* রাত ১০টা / ১১টার মধ্যেই ঘুমোতে যান। এ সময় বিছানায় গেলে ভালো ঘুম হওয়ার সম্ভাবনা বেশি থাকে।

* পারলে সন্ধ্যার পরই চা-কফি খাওয়া বন্ধ করে দিন।

* সফট্ মিউজিক শুনুন।

* শোবার ঘরে বেশি আলো ঢুকে যেন ঘুমে ব্যাঘাত না ঘটায় না নিশ্চিত করুন। প্রয়োজনে ভারি পর্দা ব্যবহার করুন।

আর চিন্তা কেন? আজ থেকেই চেষ্টা শুরু করুন ।

সূত্রঃ বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডি

Level 0

আমি অভীত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 72 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

রাত্রে তো ঘুমাই না।

—————————————
আমার এলোমেলো ব্লগ – আপনি আমন্ত্রিত

    যখন ঘুমানোর দরকার হবে,তখন try করবেন।

Level 0

চিন্তা মুক্ত হওয়ার আগ পর্যন্ত ভাল ঘুম হবে না। ধন্যবাদ আপনাকে।

    ঠিক। তবে আমি মনে করি যখন খুব দুশ্চিন্তায় থাকবেন তখন এগুলো try করে ঘুমানোর চেষ্টা করলে ঘুম অবশ্যই আসবে।কারন সবসময় এতগুলো টিপস গুনে গুনে ফলো করা সম্ভব না,তাই যখন খুব দুশ্চিন্তায় থাকবেন তখন এগুলো try করে ঘুমানোর চেষ্টা করবেন।

    দুশ্চিন্তার সময় কোন কৌশলই কাজে আসবে না।

Level 0

ভালো টিউন
তবে ……………এটাতে ডিজিটাল ঘুমের কোন গন্ধ পেলামনা

    ভাই আমাদের দেশ এখনো পুরাপুরি ডিজিটাল হইনে ত তাই।

    ভাইয়া আপনার ছবিটা পালটান আপনাকে দেখলে মাস্তানের মতো লাগে..Sorry.

Level 0

১০ নম্বরটা আমার সাথে মিলে গেছে

গুম যাইতে হয় সকাল ৬ টায় । তারপর ও ধন্যবাদ আপনাকে ।

komako tune

কিচ্ছু মান কানা………. ঘুম……….এক জিনিস দরা ছোয়ার বাহিবে.

টেকটিউনস বন্ধুদের আসলেই ফ্রেশ একটা ঘুম দরকার। যদি মগজটা একটু ফ্রেশ হয়….জেগে উঠে না হয় আবার পুরোদমে চলবে !!

Level 0

না ভালো লাগলো না ।