আজকে একটা মেইল পেলাম নেমচীপ থেকে। তারা সীমিত সময়ের জন্য মাত্র ৫.৯৯ ডলারে ডোমেইন সেল করছে।
আর ডোমেইন ট্রান্সফার রেট আরও কমানো হয়েছে। আপনি ডোমেইন ট্রান্সফার করতে পারবেন মাত্র ৪.৯৯ ডলারে।
তারা ICANN এর ফীও এর মধ্যেই কভার করবে।
সাথে থাকছে প্রতিটি ডোমেইনের জন্য এক বছরের হুইজ গার্ড ফ্রী। ফ্রী ইউআরএল এবং ইমেইল ফরোয়ার্ডিং। এডভান্সড কন্ট্রোল প্যানেল।
২৪/৭/৩৬৫ রিলায়েবল সাপোর্ট তো থাকছেই।
ডোমেইন রেজিস্টার হিসেবে নেমচীপ সম্পর্কে কিছু বলার অপেক্ষা রাখে না। বিশ্বের প্রথম সারির ডোমেইন রেজিস্টার গুলোর মধ্যে তাদের গণ্য করা হয়।
তো আর দেরী কেন। আজই আপনার পছন্দের ডোমেইন রেজিস্টার করে ফেলুন নেমচীপের সাথে। এই রেট পাওয়ার জন্য আপানকে শুধু চেকআউটের সময় নিচের কুপন কোডটি প্রবেশ করাতে হবে।
কুপন কোডঃ SAVEBIG
ধন্যবাদ। ভাল থাকবেন।
আমি বাবর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 989 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ফ্রীল্যান্স ওয়ার্ডপ্রেস ডেভেলপার এবং ডিজাইনার। | উবুন্টু ব্যবহারকারী | ওপেনসোর্স প্রেমিক | সিইও @ ওয়ার্কার্সল্যাব
কাজে লাগবে অনেক