গুগল এডসেন্স আপনার সাইটে এড দিতে সম্মত হচ্ছে না? কারন ও সমাধান…

অনেক কষ্ট করে একটি সাইট বানিয়ে গুগল এর কাছে আবেদন করলেন এড এর জন্য কিন্তু গুগল আপনার সাইটে এড দিতে রাজি হল না- এমন ঘটনা অনেকের ক্ষেত্রেই ঘটে থাকে। এখন কথা হলে , অনেকেই জানেন না বা বুঝতে পারেন না, কেন গুগল আপনার সাইটে এড দিতে রাজি হচ্ছে না।

তাহলে আসুন আজকে আমরা জেনে নেই এমন কিছু কারনঃ

১। আপনার সাইট এর অবশ্যই একটি ডোমেইন নাম থাকতে হবে। ধরুনঃ http://www.coolajax.net এই ডোমেইন নামটি ভ্যালিড। এখন এই ডোমেইনের জন্য আপনাকে গুগল এডসেন্সে এডের আবেদন করতে হবে। আপনার ডোমেইন নেমটি অবশ্যই টপ লেভেল ডোমেইন নেম হতে হবে। সাধারনত (.com,.net.,.biz,.info) এই নাম যুক্ত ডোমেইনকে টপ-লেভেল ডোমেইন বলে।

সমাধানঃ এখন ৳৬৫০-৳১০০০(১ বছর এর জন্য) এর মধ্যেই ডোমেইন নেম পাওয়া যায়। আপনার সাইট এর ভাল একটি নাম ঠিক করে কিনে ফেলুন একটি ডোমেইন নেম।
সাইট বানানোর আগে কি কি বিষয়ের উপরে লক্ষ্য রাখবেন তার বিস্তারিত তথ্য।

২। গুগল সাব-ডোমেইনে এডসেন্সের এড প্রদান করে না। তাই কেঊ সাব-ডোমেইনে তার সাইটের জন্য এড এর আবেদন করলে তা সরাসরি নাকচ হয়ে যাবে। এখানে একটি কথা আছে, আপনার সাইটটি যদি গুগল এর কাছে সফলভাবে অনুমোদিতে হয়ে যায়, এর পরে আপনি আপনার যে কোন সাব-ডোমেইনে এডসেন্সের এড বসাতে পারবেন।

৩। আপনার সাইট এর কণ্টেন্ট অবশ্যই পাইরেসি মুক্ত হতে হবে। অর্থ্যাৎ কপি-পেষ্ট করা কন্টেন্ট দিয়ে সাইট বানিয়ে গুগল এর কাছে আবেদন করলে ডাইরেক্ট না করে দিবে।

সমাধানঃ কপি করে সাইটে কন্টেন্ট বাড়ালেন। কিন্তু ভিজিটর এসে যখন দেখবে আপনার সাইটের সব কিছুই কপি-পেষ্ট তখন সে এমনিতেই সাইট থেকে বের হয়ে যাবে। কম লিখেন তাও নিজের কথা লিখেন। নিজে যা জানেন তাই সাইটে লিখুন। গুগল নতুন কন্টেট খুব ভালবাসে।

৪। আপনি যখন গুগল এর কাছে আবেদন আবেদন করবেন তখন অবশ্যই সত্য এবং নির্ভুল তথ্য দিবেন। অসম্পুর্ন তথ্য দিলে গুগল আপনার আবেদন না করে দিবে।

সমাধানঃ ভুল তথ্য দিলে আপনি নিজেই নিজের পায়ে কূড়াল মারবেন। কারন এডসেন্স তার এড পাব্লিসারদেরকে নানাভাবে ভেরিফাই করে থাকে। উদাহরনঃ পিন নাম্বার ভেরিফিকেসন।

৫। আপনাকে অবশ্যই গুগল এর টার্মস ও কন্ডিশন এর সাথে একমত হতে হবে।

এই ব্যাপারগুলো মাথায় রেখে আবেদন করলে আপনি কক্ষোনই গুগল এর কাছ থেকে "না " শূনবেন না। কারন গুগল এড দেওয়ার জন্যই বসে থাকে। আর ভাল সাইট পেলে তারা কক্ষোনই না করবে না।

আশা করি টিউটোরিয়ালটি আপনাদের কাজ এ আসবে। সবাইকে ধন্যবাদ।

টিউটোরিয়াল সুত্রঃ
http://www.coolajax.net/tutorial/listing/adsense.html

পূর্বে প্রকাশিতঃ

http://www.somewhereinblog.net/blog/xenioushk/29241631

গুগল এডসেন্স নিয়ে টেকটিউন্সে প্রকাশিত আমার আরো কয়েকটি পোষ্টঃ
১। আপনার গুগল এডসেন্স এড অন্য কেউ ব্যবহার করছে না তো???
২। গুগল এডসেন্স এর পিন নাম্বার নিয়ে জটিলতার কিছু গল্প ও তার সমাধান.........
৩। কিভাবে গুগল এডসেন্স একাউন্ট থেকে “HOLD” অপশনটি রিমুভ করবেন??

Level 0

আমি মাহবুব আলম খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 91 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

দারুন জিনিস তো! আমার জন্য কাজে লাগবে। আমি আগামী বছর ওয়েব সাইট তৈরিতে মন দিব ভাবছিলাম।

Level 0

ধারাবাহিকতা বজায় রেখে লেখার জন্য থামস আপ
কেরি অন

Level New

অনেক জটিল একটা টিউন করলেন। এবার আমার কাজে লাগবে।

>>> কারো ফ্রি হোষ্টিং দরকার হলে আমার সাথে যোগাযোগ করতে পারেন <<<

Level 0

তবে ভাষার ব্যাপারে লিখলে আরো উপকৃত হব

    লাকি ভাইঃ ভাযা বলতে কি আপনি ওয়েব স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজকে বুঝিয়েছেন???

    Level 0

    না ভাই
    আমি সাইটের মূল ভাষা’র কথা বলছি

    লাকি ভাইঃ আমি দুঃখিত, আপনার কথা এখনও বুঝতে পারি নাই।
    “আমি সাইটের মূল ভাষা’র কথা বলছি”— মুল ভাযা বলতে কি বুঝাচ্ছেন? বিস্তারিত বললে টিউন করতে সুবিধা হবে।
    আপনাকে ধন্যবাদ।

    Level 0

    দুঃখিত
    আসলে আমি বোঝাতে চাচ্ছি,
    আমারা ব্লগিং করি বিভিন্ন ভাষায়,
    যেমন আমি বাংলায় বেশি ব্লগিং করি, অনেকে বাং+ইং একি সাথে করে
    গুগল অফিশিয়ালি এখনো বাংলাকে এডসেন্স সাপোর্টেড হিসেবে গ্রহন করেনা,
    যদিও কাউর কাউর কাছে থেকে শুনা যায় বাংলা সাইট এডসেন্সএর জন্য গৃহীত হয়েছে, আমি সেটাই বুঝাতে চেয়েছি

    বিস্তারিত বলার আপনাকে অনেক ধন্যবাদ।

    এখানেই বিস্তারিত লিখলাম।

    গুগল বাংলা সাইটগুলো এডসেন্স এর জন্য গ্রহন করে না। কারন গুগল আমদেরকে যে বিজ্ঞাপন গুলো দেখায় সেগুলো মুলত সাইট এর কন্টেন্ট এর সাথে মিল রেখে। সাইট এর কন্টেন্ট ইংরেজিতে হলে এড দেখাতে সুবিধা হয়। না হলে “পাবলিক এড” দেখাবে, যাতে ক্লিক পড়লেও আপনার কোন আয় হবে না।

    তাহলে কি আমার বাংলা সাইটে এডসেন্স এর এড দেখাতে পারব না???
    আসলে এখানে ছোট একটি বুদ্ধি আছে, অনেকেই হয়ত জানেন… যারা জানেন না তাদের জন্য বলছি।
    মেটা ট্যাগ,মেটা কী-ওয়ার্ড এর নাম অনেকই শুনেছেন।
    একটু বুদ্ধি করে এই অংশে কন্টেন্ট(content) এর মাঝে আপনার সাইট এর কিছু ভাল ও প্রাসংগিক ইংরেজি কী-ওয়ার্ড লিখে দিন। এর পরে দেখবেন বাংলা সাইটেও গুগল এড দেখা যাবে।

    Level 0

    হা এই বুদ্ধিটা আমি আমার সাইটে গত সন্ধায় খাটিয়েছি
    http://luckyfm.cz.cc/?p=251

    কি দেখলেন? কাজ হয়েছে নাকি???

    আপনার ব্লগটা আমার খুব ভাল লেগেছে।

ভাল টিউন।

ভালই লাগলো……

ভাল হইছে।

Level 0

সুন্দর হয়েছে, ধন্যবাদ আপনাকে।

বাপরে বাপ।অনেক ভালো লেখেছেন ভাই।আগেই ধনেপাতা।এবার আমার কিছু প্রশ্নের জবাব দিন:

আচ্ছা গুগোল কিন্তু পাইরেসি করলে জীবনেও এডসেন্স দেয়না।কিন্তু এমন অনেকে আছে যারা বিভিন্ন পাইরেসি সাইট থেকে মুভি,সফটওয়ার,গেম এগুলা কপি করে নিজের সাইটে দেয় এবং এডসেন্স পায়।সেটা কিভাবে?

আর আরেকটা কথা আপনি কিন্তু লেখেন নি যে গুগোল বাংলাদেশীদের ৬ মাসের আগে এডসেন্স দেয়না।এটা কি ঠিক?

আর অনেকে আছে টপলেভেল ডোমেইন ছাড়াই এডসেন্স পায়।যেমন বিডিহোম২৪.ইউকোজ.কোম এ কিন্তু এডসেন্স পেয়েছে।কিভাবে পেলো?

    রাফসানঃ প্রথমেই আপনাকে ধন্যবাদ। এখন একে একে আপনার প্রশ্নের জবাব দিচ্ছিঃ
    আপানার প্রথম এবং তিন নম্বর প্রশ্নের উত্তরঃ একবার যেকোন ডোমেইন নেম জন্য আপনি গুগল এডসেন্স ব্যবহার এর অনুমতি পেয়ে গেলে এর পরে এড এর কোডগুলো যেকোন সাইট, সাব-ডোমেইনে ব্যবহার করতে পারবেন। এদের ক্ষেত্রে হয়ত (আমি ১০০% সঠিক নাও হতে পারি) এরা এই বুদ্ধিটি খাটিয়েছে।

    দ্বিতীয় প্রশ্নের উত্তরঃ জ্বী এটা ঠিক।

    আপনাকে একটা তথ্য দেই।
    গুগল এডসেন্স তো অনেক সহজ শর্ত দিয়েছে, (Buysellads.com- অনলাইনে এড বিক্রি ও ক্রয় এর জনপ্রিয় একটি সাইট) এর শর্ত আরো কঠিন এবং তা হল আপনার সাইটে প্রতি মাসে ১০০০০০(এক লক্ষ) ভিজিটর থাকতে হবে। তাহলে একবার ভেবে দেখুন, ৬মাস কি বেশী সময় আপনার সাইটকে এড প্রকাশের অনুমতি দেবার জন্য???

    হুম।একটা কথা বলেন তো গুগোল এর বদলে কি ইউস করা যায়

Level 0

এডসেন্স এর কোথাও বলা নেই যে সাইটের বয়স লাগবে ৬ মাস। তবে হ্যা সাইটের বয়স হলে এডসেন্স পেতে অনেক সুবিধা। আর যে সুধু টপ লেভেল ডমিন হলেই যে এডসেন্স পেয়ে যাবেন তা কিন্তু না, ব্লগস্পট দিয়েও এডসেন্স অনেকে পাচ্ছে। এই যে গত ২১ তারিখে আমার এক স্টুডেন্ট ও ব্লগস্পট দিয়ে এডসেন্স পেয়েছে। এডসেন্স পাওয়ার প্রধান শর্ত হচ্ছে ভাল মানের ইউনিক কনটেন্ট।

আর হ্যা আমি আর কিছুদিনের মাথায় টেকটিউন্স এর সবার জন্য সহজ ভাবে এডসেন্স পাওয়ার কিছু হিডেন টিপস দেব। বর্তমানে আমি আমার নতুন অফিস নিয়ে একটু ঝামেলায় আছি, ঝামেলা শেষ হলেই আমি টিউন করব।

ধন্যবাদ মাহমুদ ভাই ভাল টিউন হইয়েছে। আর টেকটিউন্স কে নতুন করে পেয়ে বেশ ভাল লাগছে।

    ভাইজান তারাতারি করেন পিলিজ

    সব টিপস বাদ,শুধু একটা কথা মনে রাখেন আর তা হল- “ভাল কন্টেন্ট দিন-বিনিময়ে এড নিন”।

    আর আমার নাম “মাহমুদ” না, আমার নাম “মাহবুব”।
    ভাল থাকবেন মাসুদ। মন্তব্যের জন্য ধন্যবাদ।

Hubpage দিয়ে ও এডসেন্স এর একাউন্ট পাওয়া যায়। কোন ওয়েব সাইট না বানিয়েই সম্ভব।ভাল মানের যেকোন একটা topic hubpage এ post করে এডসেন্স এর জন্য apply
করুন।পেয়েও যেতে পারেন এডসেন্স একাডন্ট।ধন্যবাদ

http://autoinsurancequote.cz.cc

    বিস্তারিত বলেন…
    কিভাবে হাব-পেইজ বানানো যায়?
    কিভাবে ওয়েব সাইট না বানিয়েই এড পাওয়া সম্ভব?
    আপনার মন্ত্যব্যের জন্য ধন্যবাদ।

আমাকে বললেন না এডসেন্স এর বদলে আর ভালো কিছু আছে কিনা?

    রাফসানঃ আমি দুঃখিত দেরী করে জবাব দেবার জন্য। অফিস এর কাজ নিয়ে খুব ব্যস্ত ছিলাম।

    এডসেন্স এর বদলে আপনি ইনফোলিংক ব্যবহার করে দেখতে পারেন। এরা টেক্সট এর জন্য এড দেয়, আর আয়টাও খারাপ না, আপনি একটা পেইজ এ সর্বোচ্চ ১২টা লিঙ্ক দেখাতে পারবেন। ইনফোলিঙ্ক নিয়ে একটি টিউন হয়েছে আজ। দেখে নিতে পারেন।

    ইনফোলিঙ্ক আমার কাছে খুব ভাল লেগেছে। এদের পেমেন্ট হয় কার্ড এর মাধ্যমে।তাই চেক ভাঙ্গানোর ঝামেলা নাই। পে-ওনার কার্ড এর জন্য আবেদন করলে ২৫দিন এর মধ্যে আপনার বাসায় কার্ড চলে আসবে।

    এত সুবিধার পরও আমি এডসেন্সকে সবার বস বলব। সেকেন্ডারী আয় এর উৎস হিসাবে ইনফোলিঙ্ক ব্যাবহার করে দেখে নিন। ভাল লেগেও যেতে পারে।

    ভাল থাকবেন।
    —————-
    http://www.coolajax.net

    এডসিনের বিকল্প হিসেবে আমি বলব এডব্রাইট ব্যাবহার করতে আমি করছি। আর ব্লগার রিয়া এখানে থেকে পেমেন্ট পেয়েছেন বলে উনার ব্লগে উল্লেখ করেছেন, অতএব পেমেন্ট নিয়ে কোন চিন্তা নাই গুগলের মতই চেক পাবেন।

আসসালামুআলাইকুম। আশা করি ভাল আছেন।
আমি আমার ব্লগ Google Adsense account khulte parsi na
info submit kora por kisu din amar mail akta aschi bujte parsi na plzzzzzzz kew janle help koren

http://all4freeedownload.blogspot.com

@একজনঃ আপনার সাইটটা দেখলাম। ভালইতো লাগল।
আপনাকে জানিয়ে রাখি , গুগল এডসেন্স এখন বাংলাদেশী পাবলিশারদের এপ্রুভ করার ব্যাপারে খুব কড়াকড়ি আরোপ করেছে। আপনার সাইটে পাইরেটেড কিছু রাখবেন না, নিজে ১০লাইন হলেও ইংরেজিতে ব্লগিং করুন। ১মাস ভাল মত ব্লগিং করে গুগুল এর কাছে আবার আবেদন করুন। আশা করি গুগল এর কাছে এপ্রুভ হবেন।
শুভ কামনা রইল।

dhoonobad vaiya

viya ami tune post korte parsi na aktu help korben.
porte gele ei likha aschi
*There is no Tune Thumbnail. Set a nice Tune Thumbnail for your tune.*

Level 0

Assalamualaikum, Jinnat vaijan, and to all. আমি একটা বিষয় জানতে চাই, যাডি আমাকে একটু সাহার্য করে, absence এ গুগলে ৮ টি ভাসাটে অনুমোদন দেয়, তাহলে আমাদের দেশে অনেক পত্রিকা যেমন প্রথমআলো, জুগান্তর, এগুলো তো বাংলায় website তাহলে এরা কিভাবে অদ্সেন্সে অনুমতি পাই, প্রথমালো পত্রিকা কি সরা সরি যে কোনো কোম্পানি এর কাছ থেকে আড্ড বা বিজ্ঞাপন দেয় , না adsense এর মার্ধমেয় দেই , আমি একটা ব্লগ বানাতে চাই , সেটা বাঙালিদের জন্য ইংলিশ শেখার ব্লগ হবে , এবোন এক সোমাই আমি এটা আডসেনসে এর ওনুমোডোন নিবো, কন ব্লগ বানানর পর এখানে কি সুধু ভিজিত করলেয় গুগল তাকা দিবে ন, কন অ্যাড এ ক্লিকে করলে দিবে,so, please, please, you all who’re related with this website are requested to provide me a solution at your convenient time or email me to nasiru0zzaman@gmail

Level 0

Vi amar ai blog site tate ke adsense apply korte parbo? Adsense e apply korte koto den lage? Ami October a ei blog start korase.