সব এখন একসাথে( ইনস্ট্যান্ট ম্যাসেজিং, ই-মেইল, সোসাল নেটওয়ার্কিং)

বিসমিল্লাহির রহমানির রহিম

অনেকদিন পর টেকটিউনস এ পোষ্ট করছি। আজকে একটা সুন্দর সফটওয়্যার আপনাদের সাথে শেয়ার করব।
যারা ইন্টারনেটের সাথে যুক্ত সবাই কম হলেও একটি ই-মেইল, একটি সোসাল নেটওয়ার্কিং সাইট এবং একটি ইনস্ট্যান্ট মেসেজিং টুল ব্যবহার করেন। এগুলোর একাধিক ব্যবহারকারী এখন কম না। তাদের একটি সমস্যায় পড়তে হয় তা হল প্রতিদিন কম্পিউটার চালু করে একটি একটি করে দেখতে হয় যে কোন ইমেইল এসেছে কিনা, কোন ফ্রেন্ড রিকোয়েস্ট এসেছে কিনা ইত্যাদি। এছাড়া একাধিক ইনস্ট্যান্ট মেসেজিং সফটওয়্যার ব্যবহার করলে দেখা যায় বিভিন্ন সমস্যা হয়। এসব একসাথে করার জন্য একটি ফ্রি সফটওয়্যার ডিগসবাই।

এর প্রধান কিছু সুবিধা নিচে দেয়া হল।

ইনস্ট্যান্ট মেসেজিং
* এটি দিয়ে আপনি একই সাথে এআইএম, এমএসএন, ইয়াহু, আইসিকিউ, গুগল টক, জ্যাবার এবং ফেসবুকের বন্ধুদের সাথে চ্যাটিং করতে পারবেন।
* এটি দিয়ে প্রত্যেকের সাথে আলাদা আলাদা উইন্ডোতে চ্যাট করতে পারবেন।
* এটি দিয়ে গ্রুপ আকারেও চ্যাট করা যায়।
* এটি দিয়ে আপনার প্রত্যেকটি কনটেন্টের নাম পরিবর্তন করতে পারবেন। যাতে বন্ধুকে চিনতে কষ্ট না হয়।
* আপনার বন্ধুর যদি একাধিক আইএম অর্থাৎ চ্যাটিং অ্যাকাউন্ট থাকে তাহলে সেগুলো একসাথে যোগ করে একটি কনট্যাক্ট বানানো যাবে। এতে একজনের একাধিক কনট্যাক্ট দেখাবে না।
* আপনার বন্ধুর প্রোফাইল এবং স্ট্যাটাস মেসেজ তার কন্ট্যাক্ট এর উপর মাউস পয়েন্টার রাখলেই দেখতে পাবেন।
* কোন সাইটে না গিয়ে ডিগসবাই থেকেই সোশ্যালনেটওয়ার্কিং সাইটের স্ট্যাটাস পরিবর্তন করতে পারবেন।
* আপনি চ্যাট করার সময় বিভিন্ন কাজ করতে পারবেন। কোন মেসেজ এলে তা পপআপ উইন্ডোতে দেখাবে এবং আপনি সেখান থেকেই মেসেজের উত্তর দিয়ে আপনার কাজে ফিরে যেতে পারবেন।
* এটি দিয়ে চ্যাট হিস্ট্রি দেখা যায়।

ই-মেইল
* এটি দিয়ে একইসাথে হটমেইল, জিমেইল, ইয়াহু মেইল, এএলও/এআইএম মেইল, এমএপি এবং পিওপি একাউন্টের মেইল চেক করতে পারবেন।
* নতুন মেইল এলে সয়ংক্রিয় এটি আপনাকে নতুন মেইলের কথা জানাবে এবং এক ক্লিকেই আপনি সেই মেইলটি পড়তে পারবেন।
* এর ইনফো বক্সের সাহায্যে মেসেজের পড়ার আগে তার স্ন্যাপশট দেখতে পারবেন।
* এর ইনফো বক্স থেকে আপনি কোন মেইলকে "Mark as Read" বা "Report Spam" করতে পারবেন।
* সরাসরি এর উইন্ডো থেকেই আপনি নতুন মেইল পাঠাতে পারবেন।

সোসাল নেটওয়ার্কিং
* এটি দিয়ে আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট, মেসেজ, গ্রুপ ইনভাইটেশন ইত্যাদি দেখতে পারবেন।
* এর ইনফো বক্সের সাহায্যে আপনার সোসাল নেটওয়ার্কের আপডেটেড নিউজ ফিড দেখতে পারবেন। এটি দিয়ে আপনার বন্ধুর নতুন ছবি, স্ট্যাটাস, বার্থডে অ্যালার্ট ইত্যাদি জানতে পারবেন।
* এটি দিয়ে আপনি ফেসবুক, টুইটার এবং লিকডইন এর স্ট্যাটাস পরিবর্তন করতে পারবেন।

অন্যান্য
* এর প্রধান উইন্ডো, চ্যাট উইন্ডো ইত্যাদির স্কিন পরিবর্তন করতে পারবেন।
* এটি দিয়ে আপনি বাংলাতেও চ্যাট করতে পারবেন। (অভ্র বা অন্য বাংলা লেখার সফটওয়্যার লাগবে। অভ্র হলে ভাল হয়)

এর আরেকটি মজার সুবিধা হল এর উইজেট আপনার ব্লগ, ওয়েব সাইট বা সোসাল নেটওয়ার্কিং এর প্রোফাইলে দিতে পারবেন। যা দিয়ে আপনার সাইটের ভিজিটরদের সাথে আপনি চ্যাট করতে পারবেন। এর ইউজার ইন্টারফেস খুব ফ্রেন্ডলি। এর ম্যাক ও লিনাক্স ভার্সনও আছে। এটি ব্যবহারের জন্য অবশ্যই আপনার একটি ডিগসবাই অ্যাকাউন্ট লাগবে। এটি চালানের জন্য প্রথমে এখান থেকে ডিগসবাই এ রেজিষ্ট্রেশন করুন। তারপর সফটওয়্যারটি এখান থেকে ডাউনলোড করুন এবং ডাউনলোড শেষে ইনস্টল করুন। এবার ডিগসবাই চালু করে আপনার ডিগসবাই অ্যাকাউন্টের নাম ও পাসওয়ার্ড দিন। তারপর Digsby setup wizard নামে একটি উইন্ডো আসবে। এখানে আপনার ইমেইল এবং সোসাল নেটওয়ার্কিং সাইট সেটআপ করে নিতে হবে। এর আরও অনেক সুবিধা আছে। ব্যবহার করলেই বুঝতে পারবেন। আশা করি সফটওয়্যারটি আপনাদের কাজে আসবে।
ধন্যবাদ।

পূর্ব প্রকাশঃ এখানে

Level 0

আমি মোঃ মাহমুদুল হাসান সোহাগ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 35 টি টিউন ও 530 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

সব কিছুর জন্যই প্রস্তুত থাকি, এমনকি মৃত্যুর জন্যও...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

digsby নিয়ে লেখাটি ভাল হয়েছে

এত কিছু জানা ছিলো না। ধন্যবাদ আপনাকে।

একট কথা লিখতে ভুলে গিয়েছিলাম। পাসওয়ার্ড এর সিকিউরিটি নিয়ে একটা সংশয় থেকে যায়।

ধন্যবাদ……..সুন্দর সফটির সন্ধান দেত্তয়ার জন্য……

কাজের জিনিস। ধন্যবাদ।

খুবই ভাল এবং বিস্তারিত ভাবে লিখার জন্য টিউনটা সুন্দর হইছে ধন্যবাদ আপনেকে সফটটা শেয়ার করার জন্য আশা করছি আমারো কাজে লাগবে।

দারুনতে! আপনাকে ধন্যবাদ

Level 0

শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।