যাকাতের মূলনীতি ও তার গুরুত্ব

যাকাত একটি আরবী শব্দ , যার অর্থ আশীর্বাদ করা, পবিত্র করা, বৃদ্ধি করা।

আল্লাহ তাআলা কুরআন শরিফে এরশাদ করেছেন "خُذْ مِنْ أَمْوَالِهِمْ صَدَقَةً

تُطَهِّرُهُمْ وَتُزَكِّيهِم بِهَا
সাদকাহ গ্রহণ করে তাদের (সম্পদশালীদের) পবিত্র করো [TMQ At-Taubah: ১০৩]

সাদকাহ প্রদান করাকেই যাকাত দেয়া বলা হয়, যা একটি আশীর্বাদ অর্জন , একটি ভাল কাজের চাষাবাদ।

যাকাত হল নির্দিষ্ট ধরনের ও নির্ধারিত সম্পদ থেকে একটি অধিকার । এটি একটি ইবাদত, ইসলামের একটি রুকন বা স্তম্ভ , যা নামায, রোযা রাখার (চাঁদ দেখে )মতই ফরজ। মুসলিমের ওপরই কেবল এ নিয়ম প্রযোজ্য , এবং non-Muslims থেকে গ্রহণ/প্রদান করা হয় না। আল্লাহ তাআলা সালাতের পরেই যাকাতের স্থান দিয়েছেন।যাকাত এর বাধ্যবাধকতা কোরান এবং সুন্নাহ এর অনেক প্রমাণ থেকে প্রতিষ্ঠিত ।

আল্লাহ তাআলা যাকাত-প্রদানকারীদের অত্যন্ত পুরষ্কার দেয়ার কথা বলেছেন।

إِنَّ الَّذِينَ آمَنُواْ وَعَمِلُواْ الصَّالِحَاتِ وَأَقَامُواْ الصَّلاَةَ وَآتَوُاْ الزَّكَاةَ لَهُمْ أَجْرُهُمْ عِندَ رَبِّهِم

"নিশ্চয়ই যারা বিশ্বাস করে, সৎ কর্ম করে, সালাত কায়েম করে ও যাকাত প্রদান করে, তাদেরকে তাদের প্রভুর পক্ষ হতে পুরষ্কার প্রদান করা হবে[TMQ Al-Baqarah: 277].

যাকাত দেয়াকে উপেক্ষা করা , সম্পদের যথেচ্ছা প্রদর্শন করাকে রাসুল (সা:) নিন্দা করেছেন।

আল-আহনাফ বিন এর পক্ষ হতে আবু দার (রা:) বর্ণনা করেছেন যে , রাসুল (সা:) বলেছেন "فقال بشر‏ ‏الكانزين‏ ‏برضف‏ ‏يحمى‏ ‏عليه في نار
جهنم فيوضع على حلمة ثدي أحدهم حتى يخرج
من ‏نغض ‏كتفيه ويوضع على‏ ‏نغض‏ ‏كتفيه حتى
يخرج من حلمة ثدييه يتزلزل"

"সম্পদ জমানোকারীদের জানিয়ে দাও যে , দোজখে একটি পাথর উত্তপ্ত করা হবে এবং সেটিকে তাদের বুকের স্তনের উপর রাখা হবে , যেন তা কাধের হাড়ের উপর দিয়ে বের হয়ে যায় এবং পুনরায় সেটিকে কাধের হাড়ের উপর রাখা হবে , যেন তা বুকের স্তনের উপর দিয়ে বের হয়ে যায় , এভাবে পাথরটিকে উত্তপ্ত ও নাড়ানো হতে থাকবে।Sahih Bukhari Volume 2, Book 24, Number 489]

উপরোক্ত আয়াত ও হাদিস গুলো যাকাত প্রদানের গুরুত্ব নির্দেশ করে।বর্তমানে পুঁজিবাদী সমাজে আমরা বসবাস করি, যেখানে প্রচুর টাকা উপার্জন করা , সম্পদের প্রদর্শন এবং নিজের জন্য সম্পূর্ণ টাকা খরচ করাকে উৎ‍সাহিত করা হয়। কিন্তু মুসলমানের কাছে সম্পদ হল একটি আস্থা , একটি বিশ্বাস এবং সেই সম্পদ হতে যাকাত দেয়া হল একটি মহান ও পবিত্র দায়িত্ব , যার জন্য হাশরের ময়দানে তাকে জবাবদিহী করতে হবে।

নিজের ইচ্ছা

যাকাত প্রদানের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয় হল নিজের ইচ্ছা বা সেচ্ছায় যাকাত প্রদান। মনের গভীর হতে যাকাত প্রদানের আগ্রহ থাকতে হবে , যেন তা কোনো ধরনের বস্তুগত লেনদেনের বদলে আধ্যাতিক দায়িত্বশীলতার বিষয়টিই প্রাধান্য পায়। আল্লাহ তাআলার দেয়া ফরজ দায়িত্ব পালন ও তার সন্তুষ্টি লাভের উদ্দেশ্য ব্যতীত যাকাত প্রদান কোনো মুসলামনের কোনো কল্যাণ বয়ে আনবেনা। আর তাই রাসুল বলেছেন "
إنما الأعمال بالنية

"নিশ্চয়ই প্রত্যেক আমল তার নিয়তের উপর নির্ভরশীল......।"

অন্যান্য সকল ইবাদতের মতই যাকাত দানের ক্ষেত্রে pure devotion থাকা প্রয়োজন এবং তা হতে হবে ব্যক্তিগত বিবেচনা, ব্যক্তির বস্তুগত অর্জন অথবা আকাঙ্খার প্রভাবমুক্ত। উদাহরন স্বরুপ বলা যায় , হজ্বের সময় পাথর (শয়তানকে) নিক্ষেপ । এই কাজে কোনো ধরনের বস্তগত অর্জন নেই , কারণ তা হচ্ছে শরীয়াহর আদেশ। এ আদেশ পালনের মাধ্যমে বান্দা আল্লাহের কাছে তার প্রকৃত দাসত্ব ও সম্পূর্ণ বাধ্য থাকা প্রকাশ করে।

আর তাই যাকাত প্রদানের সময়ও একমাত্র ও শুধুমাত্র আল্লাহর সন্তষ্টিই আশা করা উচিত , দুনিয়াবি কোনো সুবিধা আশা করা উচিত নয়। রাসুল (সা:) তার উম্মতকে এ নির্দেশ দিয়েছেন যে, দ্বিধাহীন আনুগত্য পালনের মাধ্যমেই মুমিন বান্দা আল্লাহ তাআলার প্রতি তার সম্পর্ক প্রকাশ করে।
বান্দার ব্যক্তিগত ইচ্ছা , অনিচ্ছা , আবেগ , নিজস্ব চিন্তা এখানে মূল্যহীন, আল্লাহ তাআলার আদেশ পালন ও তার সন্তষ্টিই এখানে মূল বিষয়।

কী পরিমাণে ও কোন কোন সম্পদের উপর যাকাত দিতে হবে

যাকাত মুসলিম নর, নারী, শিশুর ওপর দেওয়া হয়। খিলাফত রাস্ট্রের অস্তিত্ব থাকুক বা না থাকুক , যাকাত প্রদান করতে হবে।

আমরু বিন শোয়াইব বর্ণনা করেছেন যে, রাসুল (সা:) বলেছেন যে ,

اتجروا في أموال اليتامى، لا تأكلها الزكاة
"নিশ্চয়ই সম্পদের উপর ইয়াতিমের হক আছে , যাকাত প্রদানকারী যেন তা বিনিয়োগ (যাকাত দানের মাধ্যমে) করে, সে যেন যাকাত প্রদান থেকে বিরত না থাকে।

যেসব সম্পদের উপর যাকাত প্রদান করতে হবে, তা হল :-<br />
১। স্বর্ণ , রৌপ্য, প্রচলিত মুদ্রা (টাকা, দিনার ইত্যাদি তরল সম্পদ)
২। গৃহপালিত পশু , যেমন গরু, ভেড়া ও ছাগল
৩।শষ্য ও ফল
৪। ভোগ্য পণ্যের দোকান , যেমন মুদির দোকান , ফাস্ট ফুডের দোকান, কাপড়ের দোকান ইত্যাদি
৫। সম্পত্তি হতে অর্জিত আয় , যেমন উপভাড়া।

স্বর্ণ , রৌপ্য, প্রচলিত মুদ্রা:

নিসাব পরিমাণ সম্পদ হলেই যাকাত প্রদান করতে হব। স্বর্ণের ক্ষেত্রে নিসাবের পরিমাণ ৮৫ গ্রাম ।বর্তমানে প্রতি গ্রাম স্বর্ণের মূল্য ২৬.১১ পাউন্ড। সেই হিসাবে নিসাব পরিমাণ স্বর্ণের মূল্য (২৬.১১*৮৫) ২২১৯.৩৫ পাউন্ড , যা বর্তমান বাংলাদেশি টাকায় ২৩৭২৮৬.৪২ টাকা (১২ জানুয়ারি, ২০১০)

অর্থাৎ কেউ যদি এক হিজরি বছরের ভিতরে কমপক্ষে উক্ত (২৩৭২৮৬.৪২ টাকার )পরিমাণ স্বর্ণ উপার্জন করে , তাহলে তাকে উক্ত স্বর্ণের ২.৫% অংশ যাকাত হিসাবে প্রদান করতে হবে। আর নিসাব পরিমানের চেয়ে বেশি সম্পদের মালিক হলে সম্পূর্ণ স্বর্ণের মূল্যের উপরই (নিসাবের অংশ সহ) যাকাত দিতে হবে।

আলী বিন আবু তালিব বর্ণনা করেছেন "One-half dinar in every twenty dinars, and one dinar (is due) in every forty dinars"
নিসাব পরিমাণ সম্পদ হিসাবের ক্ষেত্রে নিজের ব্যক্তিগত ঋণের পরিমাণ , মোট সম্পদ হতে বাদ দিয়ে হিসাব করতে হবে।

উদাহরণ সরূপ বলা যায় যে, কেউ যদি ৫,৭০,০০০ টাকার স্বর্ণের মালিক হয় , আর তার ব্যক্তিগত ঋণের পরিমাণ যদি ৫০,০০০ টাকা হয় , তাহলে তাকে ৫,২০,০০০ টাকার স্বর্ণের উপর ২.৫% সম্পদ যাকাত দিতে হবে।
আর তার ঋণ যদি ৪,৫০,০০০ টাকা হতো , তাহলে তাকে কোনো যাকাত দিতে হতোনা , কারণ মোট স্বর্ণ-সম্পদ হতে ব্যক্তিগত ঋণ বাদ (৫,৭০,০০০-৪,৫০,০০০=১,২০,০০০ টাকা) দেয়ার পর অবশিষ্ট স্বর্ণ-সম্পদ , নিসাবের পরিমাণ (২৩৭২৮৬.৪২) হতে কম।

রৌপের ক্ষেত্রে নিসাবের পরিমাণ ৫৯৫ গ্রাম। এর চেয়ে একটু কম হলে তাকে যাকাত দিতে হবেনা। অর্থাৎ কারো কাছে যদি এক হিজরি বছরে ৫৯৪ গ্রাম রৌপ্য জমা থাকে , তাহলে তাকে উক্ত রৌপের উপর যাকাত দিতে হবেনা।

তরল সম্পদের ক্ষেত্রে (নগদ টাকা, দিনার বা ডলার) সম্পূর্ণ বছরের জমানো পরিমানের উপর ২.৫% অংশ যাকাত দিতে হবে।

গৃহপালিত পশু:

চরানোর উদ্দেশ্যে , এক বছরের অধিক সময় ধরে পালিত পশুর ক্ষেত্রে যাকাত আবশ্যক। যেমন ভেড়া, গরু, ছাগল ইত্যাদি। আর উটের ক্ষেত্রে যদি তার সংখ্যা পাঁচের বেশি হয় , তাহলে তার উপর যাকাত দিতে হবে।
আর প্রতি বছরে পশুর সংখ্যা বাড়লে বছর শেষে সকল পশুর উপর হিসাব করে যাকাত দিতে হবে।

শষ্য ও ফলমূল

খেজুর, শুকনো আঙুর, গম, যব ও ভূট্টা ব্যতিত অন্য কোনো শষ্যের উপর যাকাত প্রদান করতে হয় না। এখানেও ফি বছর শষ্যের পরিমাণ বাড়লে নিসাবের মোট পরিমাণ ও বাড়বে।

পন্যদ্রব্য:

ক্রয়-বিক্রয়ের দ্বারা , মুনাফা অর্জনের উদ্দেশ্যে , এক হিজরি বছর শেষে সংরক্ষিত পন্যদ্রব্য , যার মূল্য স্বর্ণের নিসাবের পরিমাণ হবে , তার উপর যাকাত দিতে হবে।

যাকাত কারা পাবে[/sb

মহান আল্লাহ তাআলা কুরআন শরীফে যাকাত প্রদানের জন্য সুস্পষ্ট ভাবে ৮টি (আটটি) খাত উল্লেখ করেছেন। উক্ত খাত ব্যতিত অন্য কোথাও যাকাত প্রদান করা যাবেনা। মূলত খিলাফত রাস্ট্রই যাকাত সংগ্রহ করে তা আটটি খাতে বরাদ্দ/প্রদান করবে। তবে যেহেতু বর্তমানে খিলাফাত রাস্ট্রের নেই , তাই ব্যাক্তিগত ভাবেই মুসলমানেরা উক্ত খাতগুলোতে যাকাত দিবে।

আল্লাহ তাআলা কুরআন শরীফে এরশাদ করেছেন
إِنَّمَا الصَّدَقَاتُ لِلْفُقَرَاء وَالْمَسَاكِينِ وَالْعَامِلِينَ
عَلَيْهَا وَالْمُؤَلَّفَةِ قُلُوبُهُمْ وَفِي الرِّقَابِ وَالْغَارِمِينَ
وَفِي سَبِيلِ اللّهِ وَابْنِ السَّبِيلِ
[TMQ At-Taubah: 60].

"নিশ্চ্ই যাকাত হচ্ছে তাদের জন্য যারা গরীব, অভাবি, যারা নিয়োজিত আছে(যাকাত আহরণের জন্য), যাদের মন পরিবর্তন করতে হবে,দাস,ঋণ গ্রহিতা (পরিশোধে অসমর্ধ),যারা আল্লাহর পথে আছে ও অভাবী মুসাফির"

১। গরীব ((Al-Fuqaraa)" : যারা তাদের নিজের উপার্জন দ্বারা নিজেদের নুন্যতম চাহিদা মেটাতে(খাদ্য,বস্ত্র, বাসস্থান) অক্ষম , তারাই হল গরীব। তার দারিদ্রতা ও অভাব মেটানো না পর্যন্ত সে যাকাত পাওয়ার যোগ্য।

২।অভাবী (Al-Masakeen) : যে ব্যক্তি কোনো কিছুর মালিক নয়, যে কোনো কাজ করতে পারছেনা , যে তার নিজেকে বা তার পরিবারকে কিছু দিতে পারছেনা তাকে অভাবী বলা হয়। মূলত অভাবীদের স্থান গরীবের নিচে। তারা দারিদ্র সীমার নীচে বাস করে।

৩। যারা যাকাত আহরনের কাজে নিয়োজিত (Al-Amileen 'alayha):
কুরআনের আদেশ অনুযায়ি , যারা যাকাত আহরণের জন্য ও বরাদ্দের জন্য নিয়োজিত আছে , তারাও যাকাত পাওয়ার যোগ্য , হতেও পারে তারা ধনী। খলিফা তাদের নিয়োগ দিবেন।
আতআব ইয়াসির হতে বর্ণিত, রাসুল (সা:) বলেছেন
لا تحل الصدقة لغني إلا لخمسة لعامل عليها ولرجل
اشتراها بماله أو غارم أو غاز في سبيل الله أو مسكين
تصدق عليه منها فأهدى منها لغني

"Sadaqah is not allowed for the rich except for five: The one employed to collect it, a man who buys it with his wealth, a man who was given a sadaqah and he donated it to his neighbour, the fighter or the debtor."

৪। যাদের মন পরিবর্তন করতে হবে (Al-muallafatu qulubuhum) : সমাজের কিছু মানুষ (নেতা , সাহসী বীর, প্রভাবশালী ব্যাক্তি, গোত্র-প্রধান) যারা এখনো আল্লাহর উপর সম্পূর্ণ বিশ্বাস স্থাপন করেনি , তাদের যাকাত দিতে হবে , যেন তারা পরিবর্তন হয় এবং তাদের পরিবর্তন দ্বারা তাদের পার্শ্ববর্তী মানুষ গুলো যেন পরিবর্তিত হয়ে আল্লাহর উপর সম্পূর্ণ বিশ্বাস স্থাপন করে।

৫। দাস (Ar-riqah) : বর্তমানে যেহেতু আগের মত কেনা দাস এর প্রথা নেই , তাই এটি আর প্রয়োগ হবার সম্ভাবনা নেই। মূলত মনিবের নিকট হতে মুক্ত হবার জন্য দাসকে যাকাত দেয়া হতো।

৬। ঋণ গ্রহিতা (Al-Gharimeen): ঋণ গ্রহিতার যদি সেই রকম সম্পদ না থাকে , যা দিয়ে সে ঋণ শোধ করতে পারে , তবে সে ঋন শোধের নিমিত্তে যাকাত পাবার যোগ্য। তবে অবশ্যই ঋণ নেয়ার উদ্দেশ্য ও প্রয়োগ হালাল হতে হবে।
আবার একই সাথে যে ব্যক্তি ঋণ প্রদান করেছে , তাকেও যাকাত দিতে হবে , যখন সে তার অর্থ ফেরৎ পাবে। এবং যত বছর অর্থটি ঋণ কার্যে ছিল , তত বছরের হিসাবে যাকাত দিতে হবে।

৭। যারা আল্লাহর পথে আছে (Fi Sabeelillah) : কুরআনের আদেশ অনুযায়ী , জিহাদের ব্যবস্থা করা , তার অর্থায়ন করার জন্য যাকাত প্রদান করতে হবে।

৮। অভাবী মুসাফির (Ibn us-Sabeel) : যে মুসাফির তার গন্তব্যে যাওয়ার জন্য প্রয়োজনীয় অর্থ অবশিষ্ট নেই, সে ব্যক্তি যাকাত পাবার যোগ্য।

যাকাত প্রদানের বাধ্যবাধকতা:

যাকাত প্রদান করা ফরয। আল্লাহ তাআলা কুরআন শরীফে এরশাদ করেছেন
وَآتُوا الزَّكَاةَ
"যাকাত প্রদান কর" [TMQ Al-Muzzammil: 20]

মু'আয (রা:) কে রাসুল (সা:) ইয়েমেনে পাঠিয়েছিলেন এবং তাকে বলে দিয়েছিলেন "Inform them that Allah obliged Sadaqah upon their wealth that is taken from their rich and given to their poor."

যাকাত না প্রদান করলে আখিরাতে কঠোর শাস্তির বিধান রয়েছে। আবু হুরায়রা হতে বর্ণিত , রাসুল (সা:) বলেছেন "No owner of gold or silver who fails to give its due right except that he will have sheets of fire made for him on the Day of Judgement. They will be heated in the Hellfire then used to burn his sides, forehead and back. Whenever they cool, they are reheated to him in a Day which is 50,000 years long, until it is judged between the people and he is shown his path, either to Paradise or to the Fire

যাকাত মূলত রাস্ট্রের কোষাগারে (বায়তুল মাল) জমা হবে , যা হতে রাস্ট্র উক্ত ৮টি খাতে খরচ করা হবে। রাস্ট্রের পক্ষ হতে যাকাত আহরন ও ব্যক্তির পক্ষ হতে যাকাত প্রদান উভয়ই ফরজ। রাস্ট্রে গরীব ,দাস অভাবী ব্যক্তির পরিমাণ বেশি বা কম হোক , যাকাত অবশ্যই আহরণ করতে হবে।
আর ব্যক্তি যাকাত প্রদানকে নামায , রোযা , হজ্বের মতই ফরজ কাজ হিসাবে তা পালন করবে। নির্দিষ্ট খাত ব্যতিত যাকাতে টাকা খরচ করা ইসলামে নিষিদ্ধ।

উপসংহার

শুধুমাত্র ইসলামি রাস্ট্রই পারে যাকাত-ভিত্তিক একটি বলিষ্ঠ অর্থনীতি গড়তে , যা প্রয়োগ করার আদেশ মহান আল্লাহ তাআলা কুরআন শরীফে দিয়েছেন , রাসুল (সা:) ও তার পরবর্তী খলিফারা বাস্তবায়িত করেছিলেন। বিশ্বের ১.৫ বিলিয়ন মুসলামনকে অভাব ,দারিদ্র ও দূর্নীতি হতে মুক্ত করতে পারে একমাত্র যাকাত-ভিত্তিক অর্থনীতি।

Level New

আমি ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 187 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

I am an Islamic personality. I have completed BBA and MBA from chittagong University. Now in Dhaka. I am employed in an Private University. Islam is only solution for mankind.Islam can only be properly implemented by Khilafah State. I am slave of ALLAH(SWT)


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এমন একটি মুল্যবান লেখা টেকটিউনে জায়গা দেওয়ার জন্য কতৃপক্ষকে অনেক অনেক ধন্যবাদ। আমার ভয় হচ্ছে কেউ(?) আবার হয়তো বলে উঠবে টেকটিউনে ধর্ম আনা ঠিক হয়নি ………

    আপনাকে ও অনেক ধন্যবাদ।
    তবে ছো্ট্ট একটা কারেকশন আছে।
    ইসলামকে ধর্ম বলা পুরোপুরি ঠিক না। ইসলাম হলো আল্লাহ তাআলা প্রদত্ত মানব জাতির (শুধু মুসলমানের জন্য নয়)সম্পূর্ণ জীবন মানব। তবে যারা এটি বিশ্বাস করে পালন করে টারাই মুসলমান।
    কিভাবে হাসি দিবেন , রাস্তার ডানে নাকি বায়েঁ হাটলে ভালো টার ডেফিনেসন থেকে শুরু করে ট্রিলিয়ন ডলার খরচ করে জিহাদ (এপ্রোচ বা গ্রাউন্ড) করার ডেফিনেসন (অবশ্য এ মূহূর্তে প্রজয্য নয়)দেয়া আছে।
    ভালো থাকুন সালাম।

আমার মনে হয় এই রকম কথা কেউ বলবেনা। ভালো টিউন সবার কাছেই প্রশংসনীয়।

    ধন্যবাদ।
    কিন্তু চাঁদ দেখা নিয়ে আমার টিউনটি অনেকেই বোঝেনাই , এত বোঝানোর পরেও , এত ক্লিয়ার করার পরেও।
    আসলে চাঁদ দেখা নিয়ে আমাদের মাঝে এত দ্বিধা-দ্বন্দ্বের কারণ হল বিকৃত ইতিহাস। ইতিহাসের কিছু বিষয় টোটালি রিমুভ করা হয়েছে , কিছু চেন্জ করা হয়েছে । তাই এত কথা , এত বিভেদ ।
    টিউনারদের উদ্দেশ্যে আমি একটা রিকোয়েস্ট করবো , চাঁদের ব্যপারে আমি যা বলেছি , তা ক্লিয়ার হয়ে নিন , কনসেপ্টা বুঝে নিন , যদিও নিজের মাঝে প্রয়োগ না করেন বা বিশ্বাস না করেন।
    ইনসাল্লাহ , ভবিষ্যতে যখন সবাই তা প্রয়োগ করতে শুরু করবে , এখানকার টিউনাররা অতি দ্রুত মুভ করতে পারবেন , কনসেপ্টা আগে থেকে জেনে থাকার কারনে। উল্লেখ্য , সৌদির সাথে মিল রেখে রোযা শুরু বা শেষ করতে হবে তা কোথাও বলিনি।

যখন অন্যন্য বিষয় এই ধরনের টিউন হয় তখন অনেকেই বলি এই ধরনের টিউন টেকটিউন্সে যায় না কিন্তু ইসলাম সম্পর্কে একই ধরনের টিউন হইলে যদি না বলি তা হইলে মনে হয় নীতিহীন কাজ হয়ে যাবে তাই বলব এই ধরনের টিউন এখানে মনে হয় যায়না,অনেকে বলতে পারেন ভাই আপনার মুখে এটা শোভা পায় না কিন্তু আমি বলব একজন মুসলমান হিসাবে সত্য এবং নীরপেক্ষ মতামত প্রদান করা উচিত বলে মনে করি,তাই আমাকে ক্ষমা করবেন,
আমি নিজেও দাবি করেছিলাম”ইসলাম”নামে একটি বিভাগ খোলা হোক টেকটিউন্সে তখন অনেকে এর প্রতিবাদ করেছিল অনেকে বলেছিল তাহলে অন্যন্য ধর্ম গুলু কি দোশ করল,কথায় যুক্তি ছিল তাই বেশী দূর আর আগাইনাই তাছাড়া এটা একটা প্রযুক্তি বিষয়ক ব্লগ।
যাকাত বিষয়ে আপনি খুব ভাল লিখেছেন সুন্দর হইছে লিখাটা,শুধু এতটুকু বলব যেখানে ইসলামী সরকার থাকে সেখানে সরকারী ভাবেই যাকাত প্রদান করতে হবে রাষ্ট্র সেটা গ্রহন এবং আদায়ও করবে এটাই নিয়ম এবং প্রদানও করবে।
“আর প্রতি বছরে পশুর সংখ্যা বাড়লে বছর শেষে সকল পশুর উপর হিসাব করে যাকাত (শতকরা ২.৫ অংশ) দিতে হবে”-এখানে একটা সংশোধনী আছে পশুর যাকাত গড়ে আড়াই পার্চেন্টতো কোথায়ও পাইনাই,সকল ধরনের পশুর জন্য আলাদা আলাদা হিসাব আছে এই ব্যপারে ইমাম মালেকের(রঃ) কিতাব আল-মুয়াত্তায় যাকাত অংশে বিস্তারিত এবং ভাল ভাবে আলোচনা করা হইছে।আর আমারো ভুল হইতে পারে আমিতো আর সব জানিনা আপনি কোথায়ও পাইলে সুত্র দয়া করে জানাবেন,এই লেখাটার জন্য আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিবেন,ধন্যবাদ।

    Level 0

    আমি আপনার কঠাটাই বলতে চাই
    এই ধরনের টিউন এখানে মনে হয় যায়না,অনেকে বলতে পারেন ভাই আপনার মুখে এটা শোভা পায় না কিন্তু আমি বলব একজন মুসলমান হিসাবে সত্য এবং নীরপেক্ষ মতামত প্রদান করা উচিত বলে মনে করি,তাই আমাকে ক্ষমা করবেন
    কিন্তু লিখতে গিয়ে চোখে পড়ল আজিজুল ইসলামের লেখাটা

    এখানে সবাই প্রযুক্টি সম্বন্দে জানতে এসছে, ধর্ম সম্পর্কে নয়

    “আমি নিজেও দাবি করেছিলাম”ইসলাম”নামে একটি বিভাগ খোলা হোক টেকটিউন্সে”
    একমত আমিও।

ভাই ভালো কিছু শিখতে তো বাধা নেই। আর এইটা ্যেই কোন সময় যেই কোন স্থান থেকেই শিখা যায় । ধরুন আপুনি কোথাও যাওয়ার উর্দেশ্য রওয়ানা দিয়েছেন, আর রাস্তার মাঝে যেই কোন ভালো একটা কাজ় করেছেন।এই বলে তো এড়িয়ে যাননি, যে আমি অন্য যায়গায় যেতেছি এই ভালো কাজ়টি কেন করবো। কিছুদিন পুর্বে এইখানে রাজনৈতিক সভার প্রচার নিয়ে একটা টিউন হয়েছে, তখন কোথায় ছিলো আপনাদের টেকটিউন্স এর নিতিমালা। আমরা কয়জনেই এই নিতিমালা মানি।

    Level 0

    আমরা কয়জনেই এই নিতিমালা মানি
    ভাই আর কেউ মানে কি না মানে, আমি মান্র এক্চেষ্টা করি, এবং চোখে পড়া ভুলগুলো দেখিয়ে দেবার চেষ্ট করি
    ইসলাম শিখতে আমরা অনাগ্রহী নই, কিন্তু আজকে ইসলাম, নিয়ে পোষ্ট কালকে ঐটা, পর্শু সেটা………TO be Continued

    আউয়াল ভাই রাজনৈতিক টিউনটা আমি পাই নাই কারন আমি কিছুদিন নিজ শহর হইতে দূরে ছিলাম পাইলে অবশ্যই প্রতিবাদ করতাম,সঠিক জিনিসটার প্রতি আমরা সবাই থাকি কোন স্বজনপ্রীতি যেন আমাদের না পায়,
    আর ইসলামে প্রযুক্তি নিয়েও অনেক ধরনের টিউন হয় যেমন ধরেন নবী(সঃ) সুন্নত গুলু কতটুকু বিজ্ঞান সম্মত,আল-ক্বোরানেও কিন্তু বিজ্ঞান নিয়ে অনেক ট্রপিক্স আছে,আল্লাহ নিজেই বলেছে,”ইহা একটি বিজ্ঞানময় ক্বোরান”-সুরা ইয়াসিন।
    রাগ কইরেন্না ভাই বুঝার চেষ্টা কইরেন,আমরা চাই টেকটিউন্স সকল বিতর্কের উর্দ্যে থাকুক অন্যন্য ব্লগের মত যেন হইয়া না যায়।

ভাই এমন এটা টিউন উপ্তহাপন করার জন্য ধন্যবাদ,ভবশ্যতে এরকম আরো টিউন করবেন আপনার টিউনের অপেকষায় রইলাম।

    আপনাকে ধন্যবাদ।
    এখান থেকে যা জেনেছেন , তা অন্যদের সাথে শেয়ার করবেন বলে আশা করছি।

    মূল একটা বিষয় হল , খিলাফত রাস্ট্রই যাকাত সংগ্রহ করে তা আটটি খাতে বরাদ্দ/প্রদান করবে। আর এ কাজটাকেই মূলত ইসলামে ফরজ করা হয়েছে। যা মুসলমানদেরকে সচ্ছল করতে সর্বাধিক ভুমিকা রাখবে।

    চেষ্টা করবো আরো ভালো টিউন করতে , ইনশাল্লাহ।
    আর আপনাদেরও দায়ীত্ব আছে তা পাশের জনকে, প্রিয়জনকে জানানো।

    ভাই এমন টিউনটা হাজার জনকে বলার চেষ্টা করব চিন্তা করবেন না আরো টিউন করন।

    আবারো ধন্যবাদ।
    আপনার ইসলাম সম্পর্কে আরো জানার আগ্রহ খুবই প্রশংসনীর।
    আল্লাহ আপনাকে সাহায্য করুন।

    আমার পরবর্তি টিউন আসবে মহাকাশ নিয়ে। ইনশাল্লাহ

ধর্ম এবং রাজনৈতিক ক্যাচালের কারণে প্রায় প্রতিটি বাংলা ব্লগের পরিবেশ আজ গালাগালি ও ব্যক্তি আক্রমণে কলুষিত। টেকটিউনস মূলত প্রযুক্তি বিষয়ক ব্লগ। এখানে প্রযুক্তিকে প্রাধান্য দেওয়া উচিত। ধর্ম, রাজনীতি ও সামাজিক সমস্যা নিয়ে লেখা অন্য ব্লগে দিলে ভালো হয়। টেকটিউনস এডমিন এখন থেকে সচেতন না হলে ধর্ম ও সমাজসেবকের মুখোশ পড়ে দলবাজ লোকেরা এখানে নোংরা রাজনীতি শুরু করবে।

আতাউর ভাই, আউয়াল ভাই আমি আসলে আপনাদের সাথে একমত হতে পারছিনা। আমি মুসলিম এবং নিয়মিত ইসলামের নিয়ম নীতি সাধ্যমত মেনে চলার চেষ্টা করি। তার পরেও আমি বিভিন্ন সাধারন ব্লগ সাইট গুলোর পরিবেশ নিয়ে খুব হতাশ হয়ে টেকটিউনস এ এসেছিলাম। কেননা সেসব সাইটে সারাক্ষন খালি ধর্ম-অধর্ম নিয়ে বাজে আলাপ চলে। অনেকে আছেন নাস্তিক, এরা এত বিকৃত ভাষায় ধর্মকে(মূলত ইসলাম) কটাক্ষ করে যে বলার বাইরে। টেকটিউনস এ ধর্ম নিয়ে আলাপ শুরু হলে নাস্তিকতা নিয়েও আলাপ শুরু হবে আর আজ আমরা যে মার্জিত ভাষা ব্যবহার করছি, তার লেশ মাত্র থাকবেনা।
somewhereinblog.net এ ঘুরে আসলেই বুঝতে পারবেন কি বাজে অবস্থা যে। টেকটিউনস-এ আমি ধর্ম শিখতে আসিনি। তাই আমি অত্যন্ত বিরক্ত। কেননা ধর্ম শেখার দরকার হলে কিংবা নাস্তিক দেখতে চাইলে আমি somewhereinblog.net এ বা অন্যান্য নামকরা আন্তর্জাতিক সাইটে যেতে পারি। টেটিতে আসতাম না।
ইসলাম আইডি ধারীকে কে আমার আবেদন রইল আপনি এই নিকনেম ব্যবহার করে ইসলামকে ছোট করতে চাচ্ছেন কিনা কে জানে কেননা আপনাকে কচছু বললে আমাকে বলতে হবে, “ইসলাম আপনি বাড়াবাড়ি করছেন” ফলে ইসলামের উপর বেয়াদবির মত শোনাবে।
আমি আমার অবস্থান সোজা জানিয়ে দিচ্ছি যারা টেকটিউনসে বিতর্ক আর ভাঙ্গনের সুর দেখতে চান তারা এ ব্যাপারটাকে সমর্থন দিতে পারেন। somewhereinblog.net এর যারা চরম অশালীন ব্লগার তারাও টেকটিউনস কে সম্মান দিয়ে কথা বলে আর এতে এসে সাধারনত তাদের নংরা কথা বলেনা।
আমার মনে হয় সেই সুদিনের শেষ দেখতে পাচ্ছি। আর এসব শুরু হলে আমি টেকটিউনস ছেড়ে দিব ইনশাআল্লাহ।

    দিহান ভাই , আপনাকে ধন্যবাদ গঠনমূলক (কিছুটা!!!!!) কথা বলার জন্য।
    ১। আপনি বলেছেন, “আমি মুসলিম এবং নিয়মিত ইসলামের নিয়ম নীতি সাধ্যমত মেনে চলার চেষ্টা করি”
    আপনি নিশ্চয়ই পাচ ওয়াক্ত নামাজ পড়েন । আপনি যদি এই পাচ ওয়াক্ত নামাজ পড়েনও , তাহলেও আপনি শুধু মাত্র হাদিসের আদেশ মুলত পালন করছেন , কোরানের নয়। কোরআনে নামাজ কায়েম করতে বলেছ , পড়তে নয়। পড়া আর কায়েম করা এক কথা নয়। কায়েম করার মানে বলতে গেলে ৫টি টিউন করা যাবে। অতি সংক্ষেপে জেনে রাখুন , শরীয়াহ-পরিচালিত রাস্ট্র তথা খিলাফত রাস্ট্র সকল মুসলমানকে নামাজ পড়ার বিষয়ে উদ্যোগি করা, মোটিভেশন করা, না পড়লে শাস্তির ব্যাবস্থা করা, প্রয়োজনীয় অবকাঠামো তথা মসজিদ নির্মান করাকে নামাজ কায়েম করা বোঝায় , যার জন্য খিলাফত সরকার দায়বদ্ধ।
    শুধু পাঁচ ওয়াক্ত জামাতের সাথে নামাজ পড়ার নাম নামাজ কায়েম করা নয়।
    যাকাতের বিষয়ে বলেছি ,খিলাফত রাস্ট্রই যাকাত সংগ্রহ করে তা আটটি খাতে বরাদ্দ/প্রদান করবে। আর এ কাজটাকেই মূলত ইসলামে ফরজ করা হয়েছে। যা মুসলমানদেরকে সচ্ছল করতে সর্বাধিক ভুমিকা রাখবে।
    মূল এ ফরজ গুলো নিয়ে আমাদের এ সমাজে অনেক ভ্রান্ত ধারনা আছে , যা বিষয়ে আমাদের সব মুসলামনের সঠিক ধারনা থাকা জরুরী। এ উদ্দেশেই আমার এ টিউন করা।
    ২। আপনি বলেছেন “টেকটিউনস এ ধর্ম নিয়ে আলাপ শুরু হলে নাস্তিকতা নিয়েও আলাপ শুরু হবে আর আজ আমরা যে মার্জিত ভাষা ব্যবহার করছি, তার লেশ মাত্র থাকবেনা।”
    আমি অসত্য কিছু বললে টেটি এডমিন আমাকে বেনড করে দিক। আর টেটির পরিবেশ যে ভালো, তা আমি জানি। টেটির টিউনাররা খুবই প্রেগমেটিক , রেশনাল এবং কেউ কেউ ইসলাম নিয়েও আগ্রহী , ডেডিকেটেড।
    ৩। বলেছেন টেকটিউনস-এ আমি ধর্ম শিখতে আসিনি।
    টেটিতে আগেও ইসলাম নিয়ে টিউন প্রকাশিত হয়েছে , ভবিষতে ও আরো হবে , ইনসাল্লাহ।
    ৪। বলেছেন”ইসলাম আপনি বাড়াবাড়ি করছেন”” আসলে আমার প্রথম টিউনটা হয়তো আপনার কাছে ভালো লাগেনি। তাই এটা বলেছেন। হয়তো বলাটাই স্বাভাবিক , কারন এত বছর ধরে যা পালন করে এসেছেন , তা চেন্গ করতে বললে খরাপ তো লাগবেই। প্রথম টিউনটির বিষয়ে আমি আবার বলছি
    — নিজে বিশ্বাস করুন বা নাই করুন ,টিউনটি ও কমেন্ট গুলো আবার পড়ুন, কনচেপ্টা বুঝে নিন। ভবিষতে যখন সবাই তা প্রয়োগ করতে শুরু করবে , তখন আপনারা ও দ্রুত মুভ করতে পারবেন। আর একটা বিষয় , আমি কোথাও বলিনি সৌদির সাথে মিল রেখে রোযা শুরু বা শেষ করটে হবে , এক্সাক্ট টাদের টাইম মানতে হবে।
    ৫। আর আপনি বলেছেন , “আমার মনে হয় সেই সুদিনের শেষ দেখতে পাচ্ছি। আর এসব শুরু হলে আমি টেকটিউনস ছেড়ে দিব ইনশাআল্লাহ।”
    ইসলাম নিয়ে সলিড টিউনেরও পর যদি আপনি চলে যান , তাহলে আর কেউ জিতুক বা না জিতুক , শয়তান অবশ্যই জিতে যাবে।

    আল্লাহ আমাদের সবাইকে ইসলামের পরিপু্র্ন স্বাদ প্রদান করুন।

    Level 0

    আমি দিহান ভাই-এর সাথে একমত। সামুতে বেশিরভাগ লোক না জেনে বুঝেই ধর্ম নিয়ে আজে বাজে কথা বলতে থাকে। ওখানকার অবস্থা খুবই খারাপ। আর mr. Islam-এর কথা কি বলবো। so sad.. উনি চাঁদে tune টা ধামাচাপা দিতেই যাকাতের tune টা করছেন। আর always খিলাফত রাস্ট্রের কথা বলতাছেন। আমি techtunes কর্তৃপক্ষকে বলবো এখনই সতর্ক হতে। ধর্ম ( বিশেষ করে ইসলাম ) নিয়ে এভাবে ধর্ম সম্পর্কে কম জ্ঞান সম্পন্ন লোকের tune প্রকাশিত হতে থাকলে সেটা মনে হয় techtunes-এর জন্য ক্ষতিকর-ই হবে।

    আমি দিহান ভায়ের সাথে দ্বিমত।
    টেটিতে ইসলাম নিয়ে আরো টিউন হয়েছে।
    টিউন ধামাচাপা দেয়া যায়না। টেটিতে তো আপনারা অনেক কিছু শেয়ার করেন , মিডিয়াফায়ারের ডাউনলোড লিন্ক , এডসেন্স টিপস, ফ্রী সফটওয়ের এর লিন্ক , মাইক্রোওয়ার্কারস থেকে আয়, এসইও টিপস, ব্লগার টিপস,নিজেদের ব্লগ-সাইটের ফরওয়ার্ড লিন্ক, সফটওয়ার রিভিউ সহ আরো অনেক কিছু। এই টেকনিকাল বিষয়গুলো অনেক কাজে লাগে টিউনারদের ইন-ফেক্ট , কিন্তু এ বিষয় গুলো নিয়ে কাল হাশরের ময়দানে আমাকে প্রশ্ন করা হবে কি না তা একটা ভেবে দেখার বিষয় । জিবনের সব ক্ষেত্রে যে ইসলামই একমাত্র মুসলমানেদের অবলম্বন ,ইসলামের ডেফিনেশন অনুযায়ী চলতে যে আমরা বাধ্য , তা আমরা অনেকেই ভুলে গেছি + প্রয়োগ ও করছিনা + জানার ও চেষ্টা করছি না। বিভিন্ন অযুহাতে আমরা সামগ্রিক ইসলামকে স্কিপ করছি , যা আমাদের কাল হাশরের ময়দানে জাহান্নামের জন্য সোজা ভাবেই কোয়ালিফাই করবে , তা ভুলে গেছি।

    কী আশা করেন টিউনাদের কাছ হতে ? বিজ্গান নিয়ে , তথ্য ও প্রযুক্তি নিয়ে এডভান্সড টিউন ? ওয়েল আমি তাহলে এমন এক বিষয় নিয়ে পরবর্তি টিউন করবো , যা নিয়ে টেটিতে আজো কোনো টিউন হয়েছে কিনা সন্দেহ ।
    কী নিয়ে টিউন করবো ? মহাকাশ নিয়ে!!!!!!
    ইনশাল্লাহ !
    এতে নিশ্চয়ই টেটির মান বাড়বে !!!!! আপনার কথা মত /ইচ্ছে মত।
    সামুর অবস্থা যথারীতি খারাপ, ব্লগারদের মাথায় গ্যাস্ট্রিকের সমস্যা আছে + এডমিন ও।
    সচলার অবস্থা বোরিং।
    পি আলোতে ভেরিয়েশন আছে।
    টেটিতে আছে প্রেগমেটিক টিউনার।

    আপনাকে ধন্যবাদ।

    Level 0

    দিহান ব্রাদার,
    উপরেতো আমরা এই চিল্লা-চিল্লিটাই করছিলাম

হিমায়িত দিহান আপনি আমার মতের সাথে একমত না কিন্তু আপনার মন্তব্য আর আমার মন্তব্যের মাঝে কোন পার্থক্য খুঁজে পেলামনা,আপনার অবগতির জন্য জানাচ্ছি যে আমি নিজেও টেকটিউন্স ছাড়া অন্য কোন ব্লগে কমেন্ট করিনা তাই আমিও ইহার ভালটাই কামনা করি আপনার মতন।