যে ভাবে উইন্ডোজ সেভেন ULTIMATE এ Language Pack Install করবেন
1. Start -> All Programs --> Windows Update --> Optional Updates.
2. এরপর Open করুন optional Updates এবং Windows 7 Language Packs সেকশনে গিয়ে আপনার পছন্দের Language Pack এর বামপাশে ঠিক চিহ্ন দিয়ে OK করুন।
3. এরপর ক্লিক করুন Proceed with Install Updates
5. এখন উইন্ডোজ ৭ আলটিমেট আপনার পছন্দের Language Pack ডাউনলোড করে অটোমেটিকলি ইনস্টল করে নিবে।
চলুন এবার দেখি কিভাবে ডিসপ্লে ল্যাংগুয়েজ Change করবেন।
1. প্রথমে Start ক্লিক করুন > Control Panel এ গিয়ে -> Clock, Language, and Region / Change the display language
2. Switch the display language এবং dropdown menu থেকে আপনার ইনস্টল করা Language Pack সিলেক্ট করে OK করুন।
4. effect পেতে Log off করে Log on করুন। (This will affect only the user profile under which you are currently logged on).
এখন আমরা দেখবো আলটিমেট ব্যাতীত অন্যান্য ভার্সনে কিভাবে একাজটি করা যায় –
প্রথমে এখান থেকে আপনার পছন্দের Language Pack MUI 32 bit / 64 bit download করুন। (যদি আপনার কম্পিউটার ৩২ বিট হয় তাহলে 32 bit এ ক্লিক করুন আর যদি ৬৪ বিটের হয় তাহলে 64 bit এ ক্লিক করুন)
ডাউনলোডকৃত MUI ইনস্টল করার জন্য Vistalizator নামের এই portable প্রোগ্রামটি ডাউনলোড করুন এবং ডাবল ক্লিক করুন।প্রোগ্রামটি নীচের চিত্রের মত ওপেন হবে।
Add languages ক্লিক করে আপনার ডাউনলোডকৃত Language Pack MUI সিলেক্ট করে OK করুন।
Vistalizator এখন আপনার সিস্টেমে আপনার পছন্দের Language Pack MUI ইনস্টল করে সিস্টেমের Language পরিবর্তন করে দিবে।এফেক্ট পেতে অবশ্যই সিস্টেম রিস্টার্ট করতে হবে।
আমি ridhoy। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 25 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাল একটা টিপস দিলেন এই জন্য আপনাকে ধন্যবাদ আশা করছি অনেকে এর থেকে উপকৃত হবেন।