উইন্ডোজ সেভেন ULTIMATE এবং অন্যান্য ভার্সনে ল্যাংগুয়েজ প্যাক ইনস্টল এবং ডিসপ্লে ল্যাংগুয়েজ CHANGE করুন।

যে ভাবে উইন্ডোজ সেভেন ULTIMATE এ Language Pack Install করবেন

1. Start -> All Programs --> Windows Update --> Optional Updates.
2. এরপর Open করুন optional Updates এবং Windows 7 Language Packs সেকশনে গিয়ে আপনার পছন্দের Language Pack এর বামপাশে ঠিক চিহ্ন দিয়ে OK করুন।
3. এরপর ক্লিক করুন Proceed with Install Updates
5. এখন উইন্ডোজ ৭ আলটিমেট আপনার পছন্দের Language Pack ডাউনলোড করে অটোমেটিকলি ইনস্টল করে নিবে।

চলুন এবার দেখি কিভাবে ডিসপ্লে ল্যাংগুয়েজ Change করবেন।

1. প্রথমে Start ক্লিক করুন > Control Panel এ গিয়ে -> Clock, Language, and Region / Change the display language
2. Switch the display language এবং dropdown menu থেকে আপনার ইনস্টল করা Language Pack সিলেক্ট করে OK করুন।
4. effect পেতে Log off করে Log on করুন। (This will affect only the user profile under which you are currently logged on).

এখন আমরা দেখবো আলটিমেট ব্যাতীত অন্যান্য ভার্সনে কিভাবে একাজটি করা যায় –

প্রথমে এখান থেকে আপনার পছন্দের Language Pack MUI 32 bit / 64 bit download করুন। (যদি আপনার কম্পিউটার ৩২ বিট হয় তাহলে 32 bit এ ক্লিক করুন আর যদি ৬৪ বিটের হয় তাহলে 64 bit এ ক্লিক করুন)

ডাউনলোডকৃত MUI ইনস্টল করার জন্য Vistalizator নামের এই portable প্রোগ্রামটি ডাউনলোড করুন এবং ডাবল ক্লিক করুন।প্রোগ্রামটি নীচের চিত্রের মত ওপেন হবে।

Add languages ক্লিক করে আপনার ডাউনলোডকৃত Language Pack MUI সিলেক্ট করে OK করুন।

Vistalizator এখন আপনার সিস্টেমে আপনার পছন্দের Language Pack MUI ইনস্টল করে সিস্টেমের Language পরিবর্তন করে দিবে।এফেক্ট পেতে অবশ্যই সিস্টেম রিস্টার্ট করতে হবে।

 

Level 0

আমি ridhoy। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 25 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাল একটা টিপস দিলেন এই জন্য আপনাকে ধন্যবাদ আশা করছি অনেকে এর থেকে উপকৃত হবেন।

    Level 0

    আতাউর ভাই আপনাকে অনেক ধন্যবাদ। সত্যি বলতে টিউনের প্রকৃত সার্থকতাই মূলত যদি এর থেকে কেউ উপকৃত হন।

হৃদয় ভাই আপনার হাসিটা সুন্দর,আর আর আপনার হাসির মতোই আপনার
টিউনটা।আর কারো আসুক না আসুক আমার কাজে আসবে।আর ভাই আমার
কাছে আল্টিমেট আছে আমার প্রফেসনালটা পছন্দ খুব বেশি থাকলে আমাদের
সঙ্ঘে শেয়ার করুন।

    আপনার সমস্যার সমাধান হয়ে গেলো।আর আপনি কি জানেন প্রফেশনালের চাইতে আল্টিমেটের মূল্য অনেক বেশী?

    Level 0

    আসলে রাজিব ভাই ছবিটি আমার ছেলের।ওকে আমি খুব ভালোবাসি।প্রবাসী ভাইয়ের মতো অনেক দূরে আছি বলে আপনাকে সাহায্য করতে পারলামনা বলে দুঃখিত। তবে কোন ভাল লিঙ্ক পেলে আপনাকে অবশ্যই জানাবো।

    Level 0

    @প্রবাসী ভাই ধন্যবাদ আপনাকে। আপনি কি মনফালকনে থাকেন তাহলে আওয়াজ দিয়েন ওখানে আমার একটি ছোট ভাই থাকে।

    হুঁ মোনফালকোনে্তে আছি সেই ২০০১ থেকে।

যেই কোন সময় কাজে আসতে পারে। ধন্যবাদ আপনাকে।

ULTIMATE Language Pack এর সিষ্টেমটা কি পাইরোটেড ইউন্ডোজ় এ কাজ করবে?

    Level 0

    অবশ্যই, ট্রাই করে দেখুন।

Level 0

আউয়াল ভাই আপনাকে ও ধন্যবাদ।

ঈদ মোবারাক। আমি নতুন ব্যবহারকারি।তেমন কিছু জানিনা।আমার আলোক ভিডিও জয়েনার সিরিয়াল কী খুব জরুরী।কাইন্ডলি কেহ হেল্প করলে
উপকার হবে।অথবা ইমেইল করুন [email protected]

    Level 0

    আপনি নীচের লিঙ্ক থেকে সিরিয়াল সহ ফুল সফটওয়্যার টি ডাউনলোড করুন
    http://rapidshare.com/files/215867342/Allok_Video_Joiner_4.4.0314___SErial.rar

    Level 0

    এটা ব্যবহার করেন
    খুবই ভাল একটা সফট, আমি নিজে ব্যবহার করি
    http://www.facebook.com/board.php?uid=84918604377#!/topic.php?uid=84918604377&topic=14819

    ভাইজান,কিভাবে ডাউনলোড করতে হয় তা ও জানি না।অনুগ্রহ করে একটু জানাবেন কি?

    Level 0

    আপনি মনে হয় ফোন দিলে সুবিধা করতে পারবেন,
    না হয় দেখুন আমি একটা লিঙ্ক দিয়েছি সেটার উপর গেলে হাত চিহ্ন উঠবে, ক্লিক করুন, সেকাহ্নে একটা ডিস্কাশান বোর্ড আসবে
    সেখানে যে লিঙ্ক আছে ওখানে ক্লিক করুন
    তারপর একটা বক্সে ৪ লেটার বিশিষ্ট যা দেওয়া আছে, তা প্রবেশ করান
    তারপর ডাউনলোড ……।।
    ব্যাস

    ভাইজান,আপনাদেরকে অশেষ ধণ্যবাদ।আপনাদের সাহায্যার জন্য আজ প্রথম বারের মত একটা সফটওয়ার ডাউনলোড করতে পারলাম।

প্রবাশি ভাই মাইন্ড করলেন, আসলে প্রফেসনালটা আমার বন্ধু আমাকে বলল তার সেটা দরকার আর সে আমাকে
এমন ভাবে অনুরোধ করল আর বলল হয়ত তোর সেই প্রিও সাইটটাতে চেয়ে দেখ পেলে তো আমার উপকার
হয় তুইতো শুধু চাইবি তাতে তোর ক্ষতি কি ?আর বড় কথা সে দেশে নিয়ে যেতে চায় ।আমি খুব লজ্জিত
আপনার কাছে।প্লিজ ডোন্ট মাইন্ড।আমি তাকে অফার করলাম আল্টিমেট নেয়ার জন্য সে বলে তার ভাইয়ের
কাছে সেটা আছে তাই তার সেটা দরকের নাই, তার ভাই প্রফেন্লটাই চেয়েছে আর ভাই আপনি দামের কথা
বললেন আমি দামটা নয় বন্ধুর মন্টার দিকে চেয়ছিলাম সরি আপনাদের কারো কাছে আর চেয়ে নবো না ।

হৃদয় ভাই আমি ভেবেছিলাম এটা আপনার ছোট বেলার ছবি,যাই হোক হাসিটাযে সুন্দর তা তো মিথ্যা না।কছু মনে করবেন না
ভূল মানুষেরই হয়,আর ভূল্টা হয়েছে আমার অজান্তে।