ফ্রি ডোমেইনের মাধ্যমে আয় করুন।(পূর্ণাঙ্গ আলোচনা)

প্রথমেই সবার কাছে ক্ষমা প্রার্থনা করছি টিউনটি দ্বিতীয়বার করার জন্য। এবারের ঈদে অনেকেই বাড়িতে থাকার কারণে অনেকেই এটা দেখতে পারেননি। তাদের জন্যই আবার টিউনটি করলাম।

আমরা কিভাবে ফ্রি ডোমেইন পেতে পারি সেটা নিয়ে আলোচনা করব। প্রথমে রেজিস্ট্রেশনের পর্বটি সারা যাক।

প্রথমে এখানে ক্লিক করুন।

এরপর দেখবেন এমন একটি পেইজ ওপেন হবে

১.প্রথমে ‘Create an account now’ এই বাটনে ক্লিক করুন। পরে নিচের পেইজটি ওপেন হবে

২. আপনার ফার্স্ট নেইম,লাস্ট নেইম, ইমেইল এ্যাড্রেস, জেন্ডার, বার্থ ডে এগুলো পূরণ করুন। তারপর পাসওয়ার্ড দিন। তারপর আবার পাসওয়ার্ড দিন।তারপর ওয়ার্ড ভেরিফিকেশন টাইপ করুন। আরেকটু নিচে যান। দেখবেন এগুলো এসেছে

৩.উপরের সব তথ্য পূরণ করুন। যেগুলোর ডানপাশে টিক চিন্হ দেয়া আছে(ভরাটকৃত অংশ) সেগুলো অবশ্যই পূরণ করতে হবে। বাকিগুলো পূরণ না করলেও চলবে। তারপর আরেকটু নিচে যান

৪.এরপর গোল অংশে টিক দিয়ে দিন। এবং create an account now বাটনে ক্লিক করুন। তারপর নিচের পেইজটি ওপেন হবে

৫.তারপর ‘Getting a new Domain’ বাটনে ক্লিক করুন। নিচের পেইজটি ওপেন হবে

৬.ফাকা ঘরটিতে ডোমেইনের নাম লিখে ‘Check availability’বাটনে ক্লিক করুন। যেমন ধরুন আমি যে কোনো একটা ডোমেইনের নাম লিখলাম এবং পরে ‘Check availability’বাটনে ক্লিক করলাম এবং নিচের পেইজটি ওপেন হল

৭. দেখুন বলছে ডোমেইনটি ‘available’ আছে। তারপর‘Continue to registration’ বাটনে ক্লিক করুন। নিচের পেইজটি ওপেন হবে

৮.‘Set up’ বাটনে ক্লিক করুন। তারপর নিচের পেইজটি ওপেন হবে

৯.তারপর আবার ‘Set up’ বাটনে ক্লিক করুন। নিচের পেইজটি ওপেন হবে

১০. ‘Name Server’ অংশে ক্লিক করুন। নিচের পেইজটি ওপেন হবে

১১. তারপর ভরাটকৃত অংশে আমি যা লিখেছি তাই লিখুন। না বুঝলে লিখে দিচ্ছি। ns1.byet.org এবং এর পরেns2.byet.org লিখে আবার ‘setup’ বাটনে ক্লিক করুন। নিচের পেইজটি ওপেন হবে

১২.তারপর ‘ok’ বাটনে ক্লিক করলেই আপনার ডোমেইন তৈরি হয়ে যাবে। তারপর যে পেইজটি ওপেন হবে সেখানে দেখবেন আগের মতই একটা ‘Getting a new Domain’ অপশন থাকবে সেখান গিয়ে আরেকটা ডোমেইন একই নিয়মে নিন।

এবার আমি আপনাদেরকে হোস্টিং ফ্রি কিভাবে নিতে হয় সেটা শেখাবো। এখানে ক্লিক করুন। নিচের সাইটটি ওপেন হবে

১.ভরাটকৃত অংশে ক্লিক করুন। নিচের পেইজটি ওপেন হবে

২.সব কিছু পুরণ করে রেজিস্টার বাটনে ক্লিক করু্ন। নিচের পেইজটি ওপেন হবে।

৩.আবারো ভরাটকৃত অংশে ক্লিক করুন। নিচের পেইজটি ওপেন হবে

৪.ইমেইজ ভেরিফিকেশন করুন। আবার রেজিস্টার বাটনে ক্লিক করুন। নিচের পেইজটি ওপেন হবে

৫.আপনার মেইলে কনফারমেশন মেইল আসবে। সেখানে প্রদত্ত লিংকে ক্লিক করুন। নিচের পেইজটি ওপেন হবে

৬.সঠিক শব্দ বসিয়ে আবারো রেজিস্টার বাটনে ক্লিক করুন। আপনার একাউন্ট তৈরী হয়ে যাবে।

একাউন্টে ঢুকতে হলে আপনাকে panel.byethost.com এ গিয়ে ইউজার নেইম, পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করুন। এই ইউজার নেইম, পাসওয়ার্ড আপনার মেইলে আগেই চলে গেছে। একাউন্টে লগইনের পর নিচের পেইজ ওপেন হবে

৭.এবার ভরাটকৃত অংশে ক্লিক করুন। নিচের পেইজ ওপেন হবে

৮.ভরাটকৃত অংশে আপনার ডোমেইনের নাম লিখে add domain বাটনে ক্লিক করুন। নিচের পেইজ ওপেন হবে

৯.ডোমেইন এ্যাড হলে এভাবে একটি মেসেজ পাঠাবে ওরা। ব্যাস ঝামেলা শেষ।

ও আরেকটা কথা এভাবে যদি আপনার বন্ধুকে রেফার করেন তাহলে আপনি তার থেকে পয়সা পাবেন।আগামী দুই একদিন এর ভেতরেই আমি ওযার্ডপ্রেস আপলোড করা সহ ওয়ার্ডপ্রেসে কিভাবে কাজ করতে হয় সেটা নিয়ে আলোচনা করব।

এই লেখাটিকে এমএস ওয়ার্ডে পেতে ডাউনলোড করুন এখানথেকে।

আমার মূল ব্লগে যেতে চাইলে এখানে ক্লিক করুন।

Level 0

আমি diptabd। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 14 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

humm … free ar vala lage na

    ফ্রি নিবেন না?না নিলে আমাকে দিন। মজা করলাম।

Level 0

টিউনের নীতিমালা পড়ুন তারপর যিদ্দুর লিঙ্ক দেওয়ার ব্যাপারে লিঙ্ক দেন,
আর যদি ব্যান খাইবার ইচ্ছা থাকে, তাইলে বারং বার যিদ্দুর লিঙ্ক দিয়েন,
আর এই ব্যাপারে টিউন এই সপাহেই একবার হয়েছে

    লাকী ভাই চিন্তার কারন নাই আপনিই মনে হয় একমাত্র ব্যক্তি যে যিদ্দুর কারনে ধরা খাইছেন আর কেউ মনে হয় খাইবনা তা না হইলে এতদিনে অনেক টিউন পেন্ডিং হইয়া যাইত।

    আতাউর ভাই, কি আর বলব। আমি নিজেও এর ভুক্তভোগী। তাও না জেনে। আমি জানতামই না যে যিদ্দুর লিঙ্ক দিয়ে টাকা ইনকাম করার ব্যাপার স্যাপার আছে।
    কখন আমি নিজেও যিদ্দু পছন্দ করি না, কেননা এটা যতদূর জানি রিজিউম করতে দেয় না।

ভাই আপনি আনেক আয় করছেন। আমাদের ঈদ বোনাস কই?

একাউন্ট নাং দিন পাঠিইয়ে দিতে বলব।

এতো আফসোস করার কি আছে ভাই পারলে পরবর্তীতে দিয়ে দিবেন না হয় নাই যথেস্ট কষ্ট করেছেন তার জন্য ধন্যবাদ ।